ল্যাদা কালে বই এ পড়ছিলাম যুগে যুগে উপরয়ালা অনেক মনিষী পাঠাইছেন মানুষেরে লাইনে আনার জন্য আর এইযুগে মুখবই (ফেসবুক) এ দেখি বছর বছর নতুন পাগলের আমদানী হয় মাইনষেরে এন্টারটেইন দেয়ার জন্য squint emoticon
.
ওয়ান্স আপন এ টাইম ফেসবুকের কোল জুড়ে এলো 'ভচ দ্যা আরিপ কান'। এই আরিফ খানের এন্টারটেইনের সাথে পাল্লা দিয়া আরিফ আর হোসেন/আরিফ জেবতিকেরাও পারে নাই tongue emoticon
.
এর পর আইলো জলিল সাব। তবে জলিল সাবে শুধু মুভি কইরাই শেষ, বাকি ট্রোল বানানির কাম ফেসবুকে আম জনতাই করতো।
.
অতপর দেশে মডেলিং এ বিপ্লব ঘটাইতে আইলো নায়লা আপা। তারে অবশ্য "আমারে কেউ পছন্দ করে না" টাইপ নারী জাতীর পথ প্রদর্শক বলা যায়। বিদ্ঘুইট্টা ডিসপ্লে উইথ ইয়োলো জিকজ্যাক দাঁত নিয়াও যে সুপার মডেল হওয়া যায় তা নায়লা আপারে না দেখলে বুঝা যাইতো না। colonthree emoticon
.
১০ দিন ভুকা নাঙ্গা ছবির পরে একদিন ফুল ড্রেসে ছবি উইথ ইসলামের বানী সম্বলিত স্ট্যাটাস!! ব্যাপারটা কোন অংশে কম এন্টারটেইনিং না। তাঁর উপ্রে এখন আবার তারে ' ইটস হিউউউউউগ' 'মেসিইইইইভ' ডায়ালগয়ালা ভিডিও আপলোডানির ভূতেও পাইছে।
.
যাই হোক নায়লা আপার পরে চিত্র জগতের মাহি আপায় ফেসবুকে নিজেরে একটু অন্য ভাবে পরিচয় করায়া দেয়া শুরু করছে।
আগে জানতাম সুন্দ্রীগো ঘিলু মাথায় থাকে না থাকে হাটুতে (আগে এইডাই বিশ্বাস করতাম খালি ইরানী আপারে দেইখা বুঝচ্ছি কিছু কিছু সুন্দ্রির ঘিলু মাথাতেও থাকে tongue emoticon )
.
মাহি আপার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম না, ব্যাতিক্রম হইলো এগো ঘরের সুন্দ্রি বান্দ্রি সবার ঘিলুই যে হাটুতে থাকে তা তাদের পাগলা ফ্যামেলি পিক কয় দিন পর পর ফেবুকে আপলোড না দিলে জানতামই না!!
.
এন্টারটেইনের লেটেস্ট ভার্সন হ্যাপি আপা। ইনি মনেহয় উপরের সবার পাগলামীরে ছাড়ায়া গেছেন এমন কি এরশাদ কাকুও এর সামনে কিছুই না।
.
কি নাই উনার টাইম লাইনে? নায়লার মত আধা নাঙ্গা ছবি, মাহি/আরিপ কানের মত উদভট ছবি, তার উপ্রে সকাল বিকাল এরশাদিয় টাইপ ১৮০ ডিগ্রী পল্টিময় বক্তব্য।
আবার হুনলাম ক্লাস ফাইভ থেকে নাকি সনেটো লেখে!! গতকাল নতুন করে লেখালাখির ঘোষনা দিছে। confused emoticon
(আল্লাহ বাংলার কবি সাহিত্যিকদের শত বছরের সুনামটা অন্তত রক্ষা কইরো)
.
এমন এন্টারটেইনিং পার্সন আমি আইজ পর্যন্ত দেখি নাই, মনেহয় অন্য কেউও দেখে নাই। এই কারনেই ছয় মাস আগেও যেই হ্যাপিরে কেউ চিনতো না আজকে সে লাখপতি ফলোয়ার।
এই লাখপতি ফলোয়ারের মাঝে আমিও একজন হিসাবে গর্বিত।
.
দোয়া করি তোর পাগলামী দিন দিন বাড়ুক। ফলোয়ার লাখ থেকে কোটিতে গিয়া ঠেকুক, দেশ ও ঝাতি তোর 'সনেট' পইড়া হাসতে হাসতে গড়াগড়ি খাক squint emoticon
.
ওয়ান্স আপন এ টাইম ফেসবুকের কোল জুড়ে এলো 'ভচ দ্যা আরিপ কান'। এই আরিফ খানের এন্টারটেইনের সাথে পাল্লা দিয়া আরিফ আর হোসেন/আরিফ জেবতিকেরাও পারে নাই tongue emoticon
.
এর পর আইলো জলিল সাব। তবে জলিল সাবে শুধু মুভি কইরাই শেষ, বাকি ট্রোল বানানির কাম ফেসবুকে আম জনতাই করতো।
.
অতপর দেশে মডেলিং এ বিপ্লব ঘটাইতে আইলো নায়লা আপা। তারে অবশ্য "আমারে কেউ পছন্দ করে না" টাইপ নারী জাতীর পথ প্রদর্শক বলা যায়। বিদ্ঘুইট্টা ডিসপ্লে উইথ ইয়োলো জিকজ্যাক দাঁত নিয়াও যে সুপার মডেল হওয়া যায় তা নায়লা আপারে না দেখলে বুঝা যাইতো না। colonthree emoticon
.
১০ দিন ভুকা নাঙ্গা ছবির পরে একদিন ফুল ড্রেসে ছবি উইথ ইসলামের বানী সম্বলিত স্ট্যাটাস!! ব্যাপারটা কোন অংশে কম এন্টারটেইনিং না। তাঁর উপ্রে এখন আবার তারে ' ইটস হিউউউউউগ' 'মেসিইইইইভ' ডায়ালগয়ালা ভিডিও আপলোডানির ভূতেও পাইছে।
.
যাই হোক নায়লা আপার পরে চিত্র জগতের মাহি আপায় ফেসবুকে নিজেরে একটু অন্য ভাবে পরিচয় করায়া দেয়া শুরু করছে।
আগে জানতাম সুন্দ্রীগো ঘিলু মাথায় থাকে না থাকে হাটুতে (আগে এইডাই বিশ্বাস করতাম খালি ইরানী আপারে দেইখা বুঝচ্ছি কিছু কিছু সুন্দ্রির ঘিলু মাথাতেও থাকে tongue emoticon )
.
মাহি আপার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম না, ব্যাতিক্রম হইলো এগো ঘরের সুন্দ্রি বান্দ্রি সবার ঘিলুই যে হাটুতে থাকে তা তাদের পাগলা ফ্যামেলি পিক কয় দিন পর পর ফেবুকে আপলোড না দিলে জানতামই না!!
.
এন্টারটেইনের লেটেস্ট ভার্সন হ্যাপি আপা। ইনি মনেহয় উপরের সবার পাগলামীরে ছাড়ায়া গেছেন এমন কি এরশাদ কাকুও এর সামনে কিছুই না।
.
কি নাই উনার টাইম লাইনে? নায়লার মত আধা নাঙ্গা ছবি, মাহি/আরিপ কানের মত উদভট ছবি, তার উপ্রে সকাল বিকাল এরশাদিয় টাইপ ১৮০ ডিগ্রী পল্টিময় বক্তব্য।
আবার হুনলাম ক্লাস ফাইভ থেকে নাকি সনেটো লেখে!! গতকাল নতুন করে লেখালাখির ঘোষনা দিছে। confused emoticon
(আল্লাহ বাংলার কবি সাহিত্যিকদের শত বছরের সুনামটা অন্তত রক্ষা কইরো)
.
এমন এন্টারটেইনিং পার্সন আমি আইজ পর্যন্ত দেখি নাই, মনেহয় অন্য কেউও দেখে নাই। এই কারনেই ছয় মাস আগেও যেই হ্যাপিরে কেউ চিনতো না আজকে সে লাখপতি ফলোয়ার।
এই লাখপতি ফলোয়ারের মাঝে আমিও একজন হিসাবে গর্বিত।
.
দোয়া করি তোর পাগলামী দিন দিন বাড়ুক। ফলোয়ার লাখ থেকে কোটিতে গিয়া ঠেকুক, দেশ ও ঝাতি তোর 'সনেট' পইড়া হাসতে হাসতে গড়াগড়ি খাক squint emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন