লাস্ট ৮-৯ বছর যাবত
আমার ফ্রেন্ডদের/পরিচিত জনদের সাথে একটা ব্যাপার নিয়ে মাঝে মধ্যেই কথা হয়।
৮-৯ বছর আগের হিসাব বাদ দেই, তখন না হয়
ম্যাচুরিটি কম ছিল। লাস্ট ৩-৪ বছরের কথাই ধরি। এই যামানার পোলাপাইনের মাঝে একটা ব্যাপার
নিয়া আমার প্রায়
সময়েই ক্যাচাল বাধে।
এক ফ্রেন্ড বলতেছে, “যে কখনো প্রেম করে নাই তার জিবনটাই বৃথা।”
আমিও বললাম, “হু, কথা ঠিক। কোন কবি না সাহিত্যিক জানি বলেছিলেন, ‘প্রেমহীন হাজার বছরের চেয়ে প্রেমোময় এক দিন অনেক উত্তম।’ So আসলেই প্রেম ছাড়া লাইফটা বৃথা। সুতারাং পড়াশুনা শেষ করে তাড়াতাড়ি একটা ভালো জব নে। এরপর বিয়াকরে যতো মন চায় বউ এর সাথে প্রেম কর।”
আমার কথা শুনে মনে হইলো ও আকাশ থেকে পড়ছে। কয় “ধুরো বেক্কল, বিয়ার পর আবার কিয়ের প্রেম..!! প্রেম তো বিয়ার আগে, বিয়া কইরা বউ এর লগে কি আর প্রেম হয় নাকি!!?”
মনে মনে ভাবি হায়রে দুনিয়া, আল্লায় একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম-পিরিত, আবেগ অনুভুতি শেয়ারিং, ফিজিক্যাল রিলেশন মোট কথা দুইটা ছেলে মেয়ের মাঝে সবকিছু করার জন্য+এসব করেও সমাজ ঠিক রাখার জন্য বিয়ের সিস্টেম করেছেন যাতে যা হবে সব লিগাল ওয়েতে হবে এবং সমাজে কোন প্রকার অশ্লীলতা বা ব্যাভিচার সৃষ্টি না হয়। আর পলাপাইনে তার উল্টা টা করে। আগে প্রেম + মজা Then বিয়া। আর বিয়ার পরতো কোন মজাই নাই। থাকবো কইথেকে, বিয়ার আগেই যে সব মজা কইরা ফেলছে।
তো ওই ফ্রেন্ডটাকে যতই বুঝাই দেখি ও ঘুইরা ফিরা আমাকেই পাগল বলতেছে। মানে ওরটাই ঠিক। পরে ভাবলাম, হালার মনেহয় মেন্টাল প্রবলেম আছে। So ওরে বুঝাইয়া লাভ নাই। আর পাগলরেও কখনো পাগল কইতে নাই। সুতারাং এইখানেই ক্ষান্ত দেই।
কিন্তু পরে আরো অনেক ফ্রেন্ড হইছে, অনেকের সাথেই পরিচয় হইছে ফেসবুক/ টুইটার/চাকরির সুবাদে (আমার আবার বেশি চাকরি চেঞ্জ করার বাতিক আছে, তাই অল্প বয়সে কয়েকটা অফিসে কাজ করার কারনে অনেক মানুষের সাথেও মিশা হয়।)।
ইয়াং পলাপাইনের সাথে একটু ফ্রি হয়ে গেলেই সাধারনত এইসব প্রেম পিরিত নিয়ে কথা হয়। তো আমিও ওইসব ক্ষেত্রেও একি কথা বলি। বিয়া কইরা প্রেম। কিন্তু দেখলাম এই ক্ষেত্রে বেশির ভাগেরই আপত্তি। বিয়া কইরা কোন প্রেমই হয় না। কি পোলা কি মাইয়া, সবারই দেখি একি চিন্তা.......!! এরই মধ্যে নতুন একটা গ্রুপ পাইলাম (যারা এখনো প্রেম করে নাই/প্রেমেও পড়ে নাই) তাদের কথা হচ্ছে, প্রেম করেই বিয়ে করবো, অচেনা মানুষের ভরসা নাই। আগে কমছে কম ১-২ বছর প্রেম তার পর বিয়ে।
(আগে এইসব নিয়ে অনেকের সাথে অনেক তর্কা তর্কি করলেও তাদের সাথে আমি এখন আর কথা বাড়াই না। আগে ওগোরে আমার পাগল মনে হইত, কিন্তু একসাথে দেশের ৯৯% মানুষই তো আর পাগল হইয়া যাইবো না, আর পাগলতো নিজে ছাড়া বাকি সবাইকেই পাগল মনেকরে সুতারাং “মেন্টাল প্রবলেম” মনেহয় আমারই।)
যাইহোক আগে প্রেম পরে বিয়ে এটা নিয়ে কার কি মত জানি না এখানে আমি আমার opinion কি সেটা বলছি।
আমি কখনো প্রেম করি নাই তাই প্রেম পিরিতের ফিলিংস কি তা সঠিক ভাবে বলতে পারবো না। তবে যদ্দুর জানি, প্রেম ভালবাসা বলে কয়ে হয় না। এটা নাকি হঠাৎ করেই হয়ে যায়। হতে পারে। তো যারা প্রেমে পড়ে গেছেন বা প্রেম করছেন যেহেতু আমি প্রেম করি নাই সেহেতু তাদের নিয়ে কিছু বলবো না। কিন্তু যাদের চিন্তা প্রেম না করে বিয়ে করবো না বা প্রেম না করে বিয়ে করা উচিৎ না বা আগে ১-২ বছর প্রেম তারপর বিয়ে তাদের জন্য বলছি। তাদের ইচ্ছা আগে প্রেম করবো, যাকে বিয়ে করবো তাকে আগে চিনবো-জানবো। আচেনা অজানা কাউকে মেনে নিতে পারবো না তাই বিয়ের আগে এই প্রেম থেরাপি।
যারা এই চিন্তা নিয়ে থাকেন আমার কাছে তাদের এক কথায় প্রস্টিটিউট মনেহয়। (প্রস্টিটিউট তো সাধারনত মেয়েদের ই বলাহয়, ছেলেদের ক্ষেত্রে কি বলা হয় জানি না। ধরলাম তাঁরা ছেলে প্রস্টিটিউট। যেহেতু এখালে ছেলেরাও জড়িত, তাহলে তারাও বা বাদ যাবে কেন)। প্রস্টিটিউট বলছি এই কারনে, প্রেমের ক্ষেত্রে যে কি হয় তা আপনে আমি সবাই ভাল করে জানি। প্রেম করছে কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়নি এমন কাউকে আমি দেখি নি। জানি এখন অনেক লাভলু কিসিম পলাপাইন এর তীব্র প্রতিবাদ জানাবেন। আসলে অনেকেই এই ফিজিক্যাল রিলেশন ব্যাপারটা গুলিয়ে ফেলে। আমার এক ফ্রেন্ড গতকাল বলছিল, “আমরা (bf/gf) একে অন্যের সাথে প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে আমরা ফিজিক্যাল রিলেশন করবো না।” কইলাম “বাহ, তোরাতো তাইলে একটা মডেল। ডেটিংয়ে যাইবা, কিন্তু চুম্মা –চাটি বন্ধ?”
ও বলল, “আরে ধুর, ফিজিক্যাল রিলেশন মানে কি চুম্মা চাটি নাকি। ওইসব কিস-টিস, হাতা হাতি তো হবেই কিন্তু আমরা বিয়ের আগে কখনই SEX করবো না....!!”
এর পর আর কিছু কই নাই কারন আমার “মেন্টাল প্রবলেম” আছে তাই।
আমার কথা হইলো এই চুম্মা-চাটি, ডলাডলি কি ফিজিক্যাল রিলেশন এর মধ্যে পড়ে না? আমি বলতেছি না কারো শরীরে হাত দিলেই সেটা ফিজিক্যাল রিলেশন। একটা ছেলে-মেয়ে হ্যান্ডশেক করলে কেউ কিছু মনে করবে না, এমন কি ওই মেয়ের জামাই ও না। কিন্তু একটা ছেলে মেয়ে যদি লিপকিস করে আপনাগো কি মনেহয় ওই মেয়ের জামাই চাইয়া চাইয়া দেখবো বা ওই ছেলের বউ আর ওর ঘরে থাকবো?
স্কুলে থাকতে আমার এক ম্যাডামকে বলছিলাম, “আপনেরা কন ভাল হয়ে চলতে। দুনিয়াতে খারাপ ভাল অনেক আছে। আমি এতো কিছু মনে রাখমু ক্যামনে?” তো উনি বলল, “তোমার এতো কিছু মনে রেখে কাজ নাই। যেই কাজ করতে গেলে মনেহবে এটা সবার সামনে করতে পারবা না, লুকাইয়া করতে হবে বুঝবা ওইটাই খারাপ। ভাল কাজ করার জন্য কখন লুকানর লাগে না।”
এখন অনেকেই বলবেন, ভাই বিয়ার পরতো বউ জামাই sex করা জায়েজ, কিন্তু এইডা তো সবার সামনে করা যায় না। সে ক্ষেত্রে বলবো, বউ জামাই বিয়ার পর কি করে তা সবাই জানে। বিয়ার আগে আপনে আপনার বাপ মার সামনে দিয়া একটা মাইয়া লইয়া রাত কাটাইতে পারবেন না, কিন্তু বিয়া কইরা বউ নিয়া পারবেন। এবং রুম এর ভিতরে কি করবেন তাও সবাই জানে। কিন্তু কাজটা বউ জামাই পর্যন্তই ঠিক আছে। সবার সামনে না। তাই বউ জামাই একসাথে রুমে থাকলে বাপ মা কিছু কয় না, কিন্তু আবিয়াইত্তা পোলা মাইয়া থাকলে ঠিকি চিল্লায়।
সুতারাং ফিজিক্যাল রিলেশন বলতে কিস থেকে শুরু করে সেক্স পর্যন্ত সব কিছুকেই বুঝায়। তো যেটা বলছিলাম, ১-২ বছর প্রেম করলেন আপনার ভবিষ্যৎ লাইফ পার্টনার কে চিনার জন্য। আমার ওই ফ্রেন্ডের মত বিয়ার আগে ফাইনাল কাম না করেন ১-২ বছরে যে কোয়াটার ফাইনাল জিত্তা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাইয়া গেছেন তা সবাই বুঝে। ১-২ বছর প্রেম করে কোন এক কারনে আপনের মনেহল আপনার প্রেমিক/প্রেমিকা ভাল না বা আপনার সাথে মেন্টালি এডজাস্ট হচ্ছে না (যেহেতু মানুষ চেনার জন্যই প্রেম করেছেন আন্তাজে একজনকে বিয়ে করে লাইফ টাইমের জন্য ফাসার কোন ইচ্ছা ছিল না) তখন আর কি, আলোচনার মাধ্যমে ব্রেকআপ করে ফেলবেন। কারো মনেহবে এটা ভাল ছিল না আরেকটা ধরি, আর কার মনেহবে থাক অনেক হইছে এবার বাপ মায়ের পছন্দে বিয়ে করি। আমার কথা হইলো এইযে ১-২ বছর প্রেম করলেন, সেমি ফাইনাল খেললেন(সাধারনত ৬মাসের ভিতরেই বেশির ভাগ ফাইনালে যায়গা) আপনার কি মনে হয়না আপনি আর প্রস্টিটিউটের মাঝে কোন পার্থক্য আছে? বিয়ার আগে একজনের সাথে ভাল মজা নিলেন হোক সেটা ইচ্ছা কৃত বা আবেগের বশে আর এখন বিয়ে করবেন আরেক জনকে..!! (আরেক জনকে বিয়া করার দরকার নাই, আপনার bf/gf কেই বিয়া করেন, কিন্তু কোন জায়গায় কি লেখা আছে যে বিয়ার আগে হবু জামাই/বউ আর সাথে *** করা যায়?)
আমার কাছে এই টাইপ মানুষদের প্রস্টিটিউটদের চেয়েও খারাপ মনাহয়। (পার্সোনালি আমি রেপ হওয়া বা প্রস্টিটিউটদের ঘৃণা করা না। কারন, যে রেপ হইছে সেখানে তার কিছু করার ছিল না। আর যারা প্রস্টিটিউট তাদের পিছনের কাহিনী খোজ নিয়ে দেখেন, দেখবেন কেউই নিজের ইচ্ছায় বা মনের খুশিতে এই লাইনে আসেনি। খুব অভাবে পড়ে বা ঠেকায় পড়ে এই লাইনে এসেছে।) কিন্তু যারা আগে প্রেম করে/পরখ করে নিয়ে বিয়ে করতে ইচ্ছুক তাদের তো কোন কিছুর অভাব নাই বা কোন ঠেকাও নাই। কিন্তু তাঁরা কেন পর পুরুষ/ পর নারীর কাছে সম্ভ্রম দেয়ে আসবে? (আমার কথা শুনে লাভলু পলাপাইনের চিল্লানর কিছু নাই, কারন কথায় আছে পাগলে কিনা কয়।)
আপনি যেমন চান আপনার বউ/জামাই ফ্রেশ থাকুক তেমনি আপনার পার্টনারও তো চাইবে আপনিও ফ্রেশ/brand new থাকুন। যদিও এই সময় এইসব Brand new life partner পাওয়াটা এক প্রকার কল্পনা। তারপরও আপনি যেমন মানুষ মনে মনে চাচ্ছেন আপনারও তো উচিৎ তার মনের মত করে নিজেকে ঠিক রাখা। আনেকেই বলবেন আমি যে Brand New partner পাবো তার নিশ্চয়তা কি? হু তা কোন নিশ্চয়তা নেই, কিন্তু এটা যার যার রিস্পসিবিলিটি। আপনি আশা করবেন ভাল কিন্তু নিজে ভাল থাকবেন না তা কিভাবে হয়?
আরেকটা কথা, ভাগ্য-ইনসাফ বলেও একটা কথা আছে। যে যেমন তার সাথে হয়ও তেমন। হয়তো আপনি কোনদিন তা জানবেনো না।
যাইহোক অনেক কথা বলে ফেলছি, এখন আবার এই লেখার প্রথম কথা ধরে লেখাটা শেষ করি।
বলেছিলাম আল্লাহ বিয়ের মাধ্যমে একটা ছেলে-মেয়ের মাঝে প্রেম ভালবাসার লিগাল সিস্টেম তৈরি করে দিয়েছেন। কিন্তু বেশিরভাগ পলাপাইনের মতে বিয়ার পর আবার কিসের প্রেম বা বিয়ার পর প্রেম করে মজা আছে নাকি। অর্থাৎ প্রেম মানেই বিয়া ছাড়া একটা ব্যাপার। (তাই বধেহয় বিয়ার পরো অনেকে প্রেমের স্বাদ নেবার জন্য পরকিয়া করে। বউ/ জামাই দিয়ে তো প্রেম হয় না....!!)
আগেই বলেছি প্রথম প্রথম আমার এই ধ্যান ধারনার মানুষদের মেন্টাল রোগী মনে হইতো। কিন্তু এইটা গনত্রান্তিক দেশ। যেখানে ৯৯% ই এই ধারনায় বিশ্বাসী সেখানে ক্যামনে কই সবাই পাগল? ( আমি ১৬ কোটি মানুষের মতামত নেই নাই, তয় কম মানুষের সাথেও আমার কথা হয় নাই। ২-৪টা ভাত টিপলেই বুঝা যায় পাতিলের সব ভাত সিদ্ধ হইছে কিনা, সব ভাত ধরে ধরে দেখাতে হয় না। অই হিসাবেই বললাম ৯৯%)
তাহলে এরা পাগল না হইলে যে বিয়ের মাধ্যমে (প্রেম+শেয়ারিং+ফিজিক্যাল রিলেশন+ সবকিছু করার) এই সব এর সিস্টেম তৈরি করেছেন সেই পাগল? ওই ক্যালকুলেশন করলে (আল্লাহ মাফ করুক) বুঝা যায় আল্লারই মেন্টাল প্রবলেম আছে (নাউজুবিল্লাহ)।
এখন লাভলু মার্কা ভাই আফারা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ফলে যদি এই কথা তীব্র প্রতিবাদ জানান তাহলে আমি আমার কথা তুলে নিলাম এবং পরবর্তি ক্যালকুলেশন অনুযায়ী কাদের মেন্টাল প্রবলেম আছে তা বলে আমি দাবরানি খাইতে চাই না। (কারন কথায় আছে, পাগলরে পাগল কইয়া আপনে কখনো জায়গায় দাড়াইয়া থাকতে পারবেন না। দৌরের উপর থাকার লাগবে।
যেহেতু ৯৯% ই ..........)
এক ফ্রেন্ড বলতেছে, “যে কখনো প্রেম করে নাই তার জিবনটাই বৃথা।”
আমিও বললাম, “হু, কথা ঠিক। কোন কবি না সাহিত্যিক জানি বলেছিলেন, ‘প্রেমহীন হাজার বছরের চেয়ে প্রেমোময় এক দিন অনেক উত্তম।’ So আসলেই প্রেম ছাড়া লাইফটা বৃথা। সুতারাং পড়াশুনা শেষ করে তাড়াতাড়ি একটা ভালো জব নে। এরপর বিয়াকরে যতো মন চায় বউ এর সাথে প্রেম কর।”
আমার কথা শুনে মনে হইলো ও আকাশ থেকে পড়ছে। কয় “ধুরো বেক্কল, বিয়ার পর আবার কিয়ের প্রেম..!! প্রেম তো বিয়ার আগে, বিয়া কইরা বউ এর লগে কি আর প্রেম হয় নাকি!!?”
মনে মনে ভাবি হায়রে দুনিয়া, আল্লায় একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম-পিরিত, আবেগ অনুভুতি শেয়ারিং, ফিজিক্যাল রিলেশন মোট কথা দুইটা ছেলে মেয়ের মাঝে সবকিছু করার জন্য+এসব করেও সমাজ ঠিক রাখার জন্য বিয়ের সিস্টেম করেছেন যাতে যা হবে সব লিগাল ওয়েতে হবে এবং সমাজে কোন প্রকার অশ্লীলতা বা ব্যাভিচার সৃষ্টি না হয়। আর পলাপাইনে তার উল্টা টা করে। আগে প্রেম + মজা Then বিয়া। আর বিয়ার পরতো কোন মজাই নাই। থাকবো কইথেকে, বিয়ার আগেই যে সব মজা কইরা ফেলছে।
তো ওই ফ্রেন্ডটাকে যতই বুঝাই দেখি ও ঘুইরা ফিরা আমাকেই পাগল বলতেছে। মানে ওরটাই ঠিক। পরে ভাবলাম, হালার মনেহয় মেন্টাল প্রবলেম আছে। So ওরে বুঝাইয়া লাভ নাই। আর পাগলরেও কখনো পাগল কইতে নাই। সুতারাং এইখানেই ক্ষান্ত দেই।
কিন্তু পরে আরো অনেক ফ্রেন্ড হইছে, অনেকের সাথেই পরিচয় হইছে ফেসবুক/ টুইটার/চাকরির সুবাদে (আমার আবার বেশি চাকরি চেঞ্জ করার বাতিক আছে, তাই অল্প বয়সে কয়েকটা অফিসে কাজ করার কারনে অনেক মানুষের সাথেও মিশা হয়।)।
ইয়াং পলাপাইনের সাথে একটু ফ্রি হয়ে গেলেই সাধারনত এইসব প্রেম পিরিত নিয়ে কথা হয়। তো আমিও ওইসব ক্ষেত্রেও একি কথা বলি। বিয়া কইরা প্রেম। কিন্তু দেখলাম এই ক্ষেত্রে বেশির ভাগেরই আপত্তি। বিয়া কইরা কোন প্রেমই হয় না। কি পোলা কি মাইয়া, সবারই দেখি একি চিন্তা.......!! এরই মধ্যে নতুন একটা গ্রুপ পাইলাম (যারা এখনো প্রেম করে নাই/প্রেমেও পড়ে নাই) তাদের কথা হচ্ছে, প্রেম করেই বিয়ে করবো, অচেনা মানুষের ভরসা নাই। আগে কমছে কম ১-২ বছর প্রেম তার পর বিয়ে।
(আগে এইসব নিয়ে অনেকের সাথে অনেক তর্কা তর্কি করলেও তাদের সাথে আমি এখন আর কথা বাড়াই না। আগে ওগোরে আমার পাগল মনে হইত, কিন্তু একসাথে দেশের ৯৯% মানুষই তো আর পাগল হইয়া যাইবো না, আর পাগলতো নিজে ছাড়া বাকি সবাইকেই পাগল মনেকরে সুতারাং “মেন্টাল প্রবলেম” মনেহয় আমারই।)
যাইহোক আগে প্রেম পরে বিয়ে এটা নিয়ে কার কি মত জানি না এখানে আমি আমার opinion কি সেটা বলছি।
আমি কখনো প্রেম করি নাই তাই প্রেম পিরিতের ফিলিংস কি তা সঠিক ভাবে বলতে পারবো না। তবে যদ্দুর জানি, প্রেম ভালবাসা বলে কয়ে হয় না। এটা নাকি হঠাৎ করেই হয়ে যায়। হতে পারে। তো যারা প্রেমে পড়ে গেছেন বা প্রেম করছেন যেহেতু আমি প্রেম করি নাই সেহেতু তাদের নিয়ে কিছু বলবো না। কিন্তু যাদের চিন্তা প্রেম না করে বিয়ে করবো না বা প্রেম না করে বিয়ে করা উচিৎ না বা আগে ১-২ বছর প্রেম তারপর বিয়ে তাদের জন্য বলছি। তাদের ইচ্ছা আগে প্রেম করবো, যাকে বিয়ে করবো তাকে আগে চিনবো-জানবো। আচেনা অজানা কাউকে মেনে নিতে পারবো না তাই বিয়ের আগে এই প্রেম থেরাপি।
যারা এই চিন্তা নিয়ে থাকেন আমার কাছে তাদের এক কথায় প্রস্টিটিউট মনেহয়। (প্রস্টিটিউট তো সাধারনত মেয়েদের ই বলাহয়, ছেলেদের ক্ষেত্রে কি বলা হয় জানি না। ধরলাম তাঁরা ছেলে প্রস্টিটিউট। যেহেতু এখালে ছেলেরাও জড়িত, তাহলে তারাও বা বাদ যাবে কেন)। প্রস্টিটিউট বলছি এই কারনে, প্রেমের ক্ষেত্রে যে কি হয় তা আপনে আমি সবাই ভাল করে জানি। প্রেম করছে কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়নি এমন কাউকে আমি দেখি নি। জানি এখন অনেক লাভলু কিসিম পলাপাইন এর তীব্র প্রতিবাদ জানাবেন। আসলে অনেকেই এই ফিজিক্যাল রিলেশন ব্যাপারটা গুলিয়ে ফেলে। আমার এক ফ্রেন্ড গতকাল বলছিল, “আমরা (bf/gf) একে অন্যের সাথে প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে আমরা ফিজিক্যাল রিলেশন করবো না।” কইলাম “বাহ, তোরাতো তাইলে একটা মডেল। ডেটিংয়ে যাইবা, কিন্তু চুম্মা –চাটি বন্ধ?”
ও বলল, “আরে ধুর, ফিজিক্যাল রিলেশন মানে কি চুম্মা চাটি নাকি। ওইসব কিস-টিস, হাতা হাতি তো হবেই কিন্তু আমরা বিয়ের আগে কখনই SEX করবো না....!!”
এর পর আর কিছু কই নাই কারন আমার “মেন্টাল প্রবলেম” আছে তাই।
আমার কথা হইলো এই চুম্মা-চাটি, ডলাডলি কি ফিজিক্যাল রিলেশন এর মধ্যে পড়ে না? আমি বলতেছি না কারো শরীরে হাত দিলেই সেটা ফিজিক্যাল রিলেশন। একটা ছেলে-মেয়ে হ্যান্ডশেক করলে কেউ কিছু মনে করবে না, এমন কি ওই মেয়ের জামাই ও না। কিন্তু একটা ছেলে মেয়ে যদি লিপকিস করে আপনাগো কি মনেহয় ওই মেয়ের জামাই চাইয়া চাইয়া দেখবো বা ওই ছেলের বউ আর ওর ঘরে থাকবো?
স্কুলে থাকতে আমার এক ম্যাডামকে বলছিলাম, “আপনেরা কন ভাল হয়ে চলতে। দুনিয়াতে খারাপ ভাল অনেক আছে। আমি এতো কিছু মনে রাখমু ক্যামনে?” তো উনি বলল, “তোমার এতো কিছু মনে রেখে কাজ নাই। যেই কাজ করতে গেলে মনেহবে এটা সবার সামনে করতে পারবা না, লুকাইয়া করতে হবে বুঝবা ওইটাই খারাপ। ভাল কাজ করার জন্য কখন লুকানর লাগে না।”
এখন অনেকেই বলবেন, ভাই বিয়ার পরতো বউ জামাই sex করা জায়েজ, কিন্তু এইডা তো সবার সামনে করা যায় না। সে ক্ষেত্রে বলবো, বউ জামাই বিয়ার পর কি করে তা সবাই জানে। বিয়ার আগে আপনে আপনার বাপ মার সামনে দিয়া একটা মাইয়া লইয়া রাত কাটাইতে পারবেন না, কিন্তু বিয়া কইরা বউ নিয়া পারবেন। এবং রুম এর ভিতরে কি করবেন তাও সবাই জানে। কিন্তু কাজটা বউ জামাই পর্যন্তই ঠিক আছে। সবার সামনে না। তাই বউ জামাই একসাথে রুমে থাকলে বাপ মা কিছু কয় না, কিন্তু আবিয়াইত্তা পোলা মাইয়া থাকলে ঠিকি চিল্লায়।
সুতারাং ফিজিক্যাল রিলেশন বলতে কিস থেকে শুরু করে সেক্স পর্যন্ত সব কিছুকেই বুঝায়। তো যেটা বলছিলাম, ১-২ বছর প্রেম করলেন আপনার ভবিষ্যৎ লাইফ পার্টনার কে চিনার জন্য। আমার ওই ফ্রেন্ডের মত বিয়ার আগে ফাইনাল কাম না করেন ১-২ বছরে যে কোয়াটার ফাইনাল জিত্তা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাইয়া গেছেন তা সবাই বুঝে। ১-২ বছর প্রেম করে কোন এক কারনে আপনের মনেহল আপনার প্রেমিক/প্রেমিকা ভাল না বা আপনার সাথে মেন্টালি এডজাস্ট হচ্ছে না (যেহেতু মানুষ চেনার জন্যই প্রেম করেছেন আন্তাজে একজনকে বিয়ে করে লাইফ টাইমের জন্য ফাসার কোন ইচ্ছা ছিল না) তখন আর কি, আলোচনার মাধ্যমে ব্রেকআপ করে ফেলবেন। কারো মনেহবে এটা ভাল ছিল না আরেকটা ধরি, আর কার মনেহবে থাক অনেক হইছে এবার বাপ মায়ের পছন্দে বিয়ে করি। আমার কথা হইলো এইযে ১-২ বছর প্রেম করলেন, সেমি ফাইনাল খেললেন(সাধারনত ৬মাসের ভিতরেই বেশির ভাগ ফাইনালে যায়গা) আপনার কি মনে হয়না আপনি আর প্রস্টিটিউটের মাঝে কোন পার্থক্য আছে? বিয়ার আগে একজনের সাথে ভাল মজা নিলেন হোক সেটা ইচ্ছা কৃত বা আবেগের বশে আর এখন বিয়ে করবেন আরেক জনকে..!! (আরেক জনকে বিয়া করার দরকার নাই, আপনার bf/gf কেই বিয়া করেন, কিন্তু কোন জায়গায় কি লেখা আছে যে বিয়ার আগে হবু জামাই/বউ আর সাথে *** করা যায়?)
আমার কাছে এই টাইপ মানুষদের প্রস্টিটিউটদের চেয়েও খারাপ মনাহয়। (পার্সোনালি আমি রেপ হওয়া বা প্রস্টিটিউটদের ঘৃণা করা না। কারন, যে রেপ হইছে সেখানে তার কিছু করার ছিল না। আর যারা প্রস্টিটিউট তাদের পিছনের কাহিনী খোজ নিয়ে দেখেন, দেখবেন কেউই নিজের ইচ্ছায় বা মনের খুশিতে এই লাইনে আসেনি। খুব অভাবে পড়ে বা ঠেকায় পড়ে এই লাইনে এসেছে।) কিন্তু যারা আগে প্রেম করে/পরখ করে নিয়ে বিয়ে করতে ইচ্ছুক তাদের তো কোন কিছুর অভাব নাই বা কোন ঠেকাও নাই। কিন্তু তাঁরা কেন পর পুরুষ/ পর নারীর কাছে সম্ভ্রম দেয়ে আসবে? (আমার কথা শুনে লাভলু পলাপাইনের চিল্লানর কিছু নাই, কারন কথায় আছে পাগলে কিনা কয়।)
আপনি যেমন চান আপনার বউ/জামাই ফ্রেশ থাকুক তেমনি আপনার পার্টনারও তো চাইবে আপনিও ফ্রেশ/brand new থাকুন। যদিও এই সময় এইসব Brand new life partner পাওয়াটা এক প্রকার কল্পনা। তারপরও আপনি যেমন মানুষ মনে মনে চাচ্ছেন আপনারও তো উচিৎ তার মনের মত করে নিজেকে ঠিক রাখা। আনেকেই বলবেন আমি যে Brand New partner পাবো তার নিশ্চয়তা কি? হু তা কোন নিশ্চয়তা নেই, কিন্তু এটা যার যার রিস্পসিবিলিটি। আপনি আশা করবেন ভাল কিন্তু নিজে ভাল থাকবেন না তা কিভাবে হয়?
আরেকটা কথা, ভাগ্য-ইনসাফ বলেও একটা কথা আছে। যে যেমন তার সাথে হয়ও তেমন। হয়তো আপনি কোনদিন তা জানবেনো না।
যাইহোক অনেক কথা বলে ফেলছি, এখন আবার এই লেখার প্রথম কথা ধরে লেখাটা শেষ করি।
বলেছিলাম আল্লাহ বিয়ের মাধ্যমে একটা ছেলে-মেয়ের মাঝে প্রেম ভালবাসার লিগাল সিস্টেম তৈরি করে দিয়েছেন। কিন্তু বেশিরভাগ পলাপাইনের মতে বিয়ার পর আবার কিসের প্রেম বা বিয়ার পর প্রেম করে মজা আছে নাকি। অর্থাৎ প্রেম মানেই বিয়া ছাড়া একটা ব্যাপার। (তাই বধেহয় বিয়ার পরো অনেকে প্রেমের স্বাদ নেবার জন্য পরকিয়া করে। বউ/ জামাই দিয়ে তো প্রেম হয় না....!!)
আগেই বলেছি প্রথম প্রথম আমার এই ধ্যান ধারনার মানুষদের মেন্টাল রোগী মনে হইতো। কিন্তু এইটা গনত্রান্তিক দেশ। যেখানে ৯৯% ই এই ধারনায় বিশ্বাসী সেখানে ক্যামনে কই সবাই পাগল? ( আমি ১৬ কোটি মানুষের মতামত নেই নাই, তয় কম মানুষের সাথেও আমার কথা হয় নাই। ২-৪টা ভাত টিপলেই বুঝা যায় পাতিলের সব ভাত সিদ্ধ হইছে কিনা, সব ভাত ধরে ধরে দেখাতে হয় না। অই হিসাবেই বললাম ৯৯%)
তাহলে এরা পাগল না হইলে যে বিয়ের মাধ্যমে (প্রেম+শেয়ারিং+ফিজিক্যাল রিলেশন+ সবকিছু করার) এই সব এর সিস্টেম তৈরি করেছেন সেই পাগল? ওই ক্যালকুলেশন করলে (আল্লাহ মাফ করুক) বুঝা যায় আল্লারই মেন্টাল প্রবলেম আছে (নাউজুবিল্লাহ)।
এখন লাভলু মার্কা ভাই আফারা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ফলে যদি এই কথা তীব্র প্রতিবাদ জানান তাহলে আমি আমার কথা তুলে নিলাম এবং পরবর্তি ক্যালকুলেশন অনুযায়ী কাদের মেন্টাল প্রবলেম আছে তা বলে আমি দাবরানি খাইতে চাই না। (কারন কথায় আছে, পাগলরে পাগল কইয়া আপনে কখনো জায়গায় দাড়াইয়া থাকতে পারবেন না। দৌরের উপর থাকার লাগবে।
যেহেতু ৯৯% ই ..........)
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন