সকালে অফিসে এসে দেখি স্যার,ম্যাম কেউ আসে নাই। হুদা আমি আর রুবেল। ব্যাগে ক্যামেরা আছে।
রুবেলকে বললাম “চল ছাদে যাই.......অফিসে কেউ আসতে আসতে এই শীতে কুয়াশার ভিতরে কয়ডা ফুডু তুইলা আসি।”
রুবেলও রাজি হইলো। লিফটে উঠলাম.... ভিতরে আমরা দুই জন ছাড়া আরো তিন জন ছিল। শেষের
জন 9th ফ্লোরে নেমে গেল।
এর পর 20th ফ্লোরের বাটন চাপলাম কিন্তু বাত্তি জ্বলে
আবার নিভে যায়..!! ২-৩ বার এমন করছে, কাজ হয় না। এর পর 19th ফ্লোরের বাটন চাপলাম। কাজ হল।
রুবেল বলে “18-20th floor খালি তো তাই মনেহয় শেষের তলার লিফট অফ করে রাখছে। আমরা 19th floor এ যেয়ে সিড়ি দিয়ে ছাদে যাবো।”
রুবেল বলে “18-20th floor খালি তো তাই মনেহয় শেষের তলার লিফট অফ করে রাখছে। আমরা 19th floor এ যেয়ে সিড়ি দিয়ে ছাদে যাবো।”
19th floor এ আসলাম। বের হয়ে দেখি দুই পাশেই গ্লাসের দরজা লক
করা.... উপরে নিচে উঠা নামার জন্য ৬টা লিফট, সিঁড়ির দরজা গ্লাসের ভিতরে..!!
“বুঝছি আইজগা ছাদে উঠা হবে না, চল নিচে যাই।”
“বুঝছি আইজগা ছাদে উঠা হবে না, চল নিচে যাই।”
লিফটের
সামনে যেয়ে দেখি লিফট 20th floor এ...!!
আজিব,
এতো গুতাগুতি করলাম 20th floor এর বাটন কাজ করে না, আর এখন লিফট 20th
floor এ....!! আবার ভিতরে
ঢুকে আমি আর রুবেল 20th floor এর বাটন চাপলাম। কিন্তু এইবারও 20th
বাটন জ্বলে আবার
বন্ধ হয়ে যাচ্ছে.....!! তাজ্জব ব্যাপার.........
বিল্ডিং
তৈরির পর থেকেই 18-20th floor খালি। ভূত জীনে আস্তানা বানাইলো নি এই
খানে...!!!? লিফট লইয়া ফাইজলামি করে..!!
থাক
হুদা ভুত জীনের লগে ত্যানা প্যাচাইয়া কাম নাই। আল্লা আল্লাহ কইরা নিচে যাইতে পারলে
বাঁচি। সিড়ি বন্ধ, So এই
floor এ লিফট ছাড়া উপরে নিচে
উঠা নামার option নাই।
এইবার গ্রউন্ড ফ্লোরের বাটন কাম না করলে খবরই আছে। এমনিতেই এই ফ্লোরে একটা মাছিও নাই, আবার নেটোয়ার্কও দেখি কাম
করতাছে না L
গ্রউন্ড
ফ্লোরের বাটন চাপলাম। আরে মোর জ্বালা, মাত্র নিচে থেকে আসলাম এখন দেখি গ্রউন্ড
ফ্লোরের বাটনও কাজ করে না... কিন্তু লিফট অন....!!
কয়েকবার
ট্রাই করার পর চুপচাপ লিফট এর ভিতরে দাড়াইয়া আছি। কিছুক্ষন পর দেখি লিফট নিচে নামা
শুরু করছে।
............
..........
...........
এইবাই
আসল কাহিনী বলি। ওই লিফটে বাটন একবার চাপলে তা একটিভ হয় আবার দ্বিতীয় বার চাপলে তা
ডিএকটিভ হয়। আর লিফটের দরজার দুই পাশেই
বাটন।
রুবেল
যখন এই পাশ থেকে 20th floor এর বাটন চাপছে আমিও ঠিক একি সময় দরজার অন্য পাশ
থেকে 20th floor এর বাটন চাপছি.... ফলাফল দুইবার চাপ পড়ায় বাটন ডিএকটিভ.... :P
2nd time ও একি অবস্থা হইছে। এতো তাড়াহুড়া করছিলাম যে খবরই নাই দুইজন দুই দিক
থেকে একি বাটন প্রেস করছি....!!
হুদাই
ভূত-জীনরে গাইল্লাইলাম.......... :P
[তয় ভুত
একটা অবশ্য ছিল 20th floor এ...!! দেমাগ কি বাত্তি জ্বলার পর 3nd
time ছাদে উঠার সময়
দেখলাম সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন (Already 16th floor এ তার একটা অফিস আছে) সম্ভবত তার নতুন
অফিস ডেকরেশনের কাজ তদারকি করছিলো।
(ওনার হাত দিয়া নাকি পদ্মা সেতুর কোটি কোটি টাকা
নাই হইয়া যায় মগর কেউ টের পায় না। তাইলে এই গায়েবী ক্ষমতা সম্পন্ন ব্যাক্তিরে ভূত
কমু নাতো কি কমু?)]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন