বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

বিবাহ বিবর্তন



আগে একটা সময় মানে আমাদের বাবা চাচাদের আমলে পারিবারিক ভাবে বিয়ে মানে “এরেঞ্জ মেরিজের” ব্যাপক প্রচলন বেশি ছিল।
এর পর আসলো প্রেম পিরিতের সর্গ যুগ। কিন্তু সমস্যা হল ওই সময়ের বাপ মায়েরা তার সন্তানকে  পৃথিবীর যে কোন ছেলে/মেয়ের সাথে বিয়ে দিতে রাজি কিন্তু সে যার সাথে প্রেম করে তার সাথে বিয়ে দেয়া যাবে না...!! কারন টা কি তা আমার আজও জানা নাই। যাই হোক, এর ফলাফল, পোলাপাইন বাপ মা ভাই বোন এর সাথে ২৫ বছরের সম্পর্ক ছাইড়া দিয়া ৫ বছরের সম্পর্কের ডার্লিং এর হাত ধরে ভাইজ্ঞা যাইতো যাকে তারা লাভ মেরিজ বললেও আমরা “ভাইজ্ঞা মেরিজ” নামেই চিনি।
এর কিছু বছর পর বাপ মা আপডেটেড হইছে। এখন বাপ মা পোলাপাইনের পছন্দের দাম দেয় তয় প্রথমেই না। প্রথমে না না করে, সন্তানও কম সেয়ানা না, সেও তার ডার্লিংকে বিয়া করার জন্য খুটি গাইড়া বইসা থাকে কিন্তু আবার ভাইজ্ঞাও যায় না। এর পর এক সময় বাপ মা নিজ ইচ্ছায় হোক বা সন্তানের খুশির কথা চিন্তা করে অনিচ্ছায় হোক বিয়েতে রাজি হয়ে যায় এবং ধুম ধামের সাথে বিয়ে দেয়। এটাকে লাভার রা “লাভ কাম এরেঞ্জ” মেরিজ বলে।(লাভ মেরিজ না বললে এই যুগের ফ্যাশনের  সাথে যাবে না, আবার এরেঞ্জ না বললে মুরুবিরা নাক সিটকাবে। বড়ই সেয়ানা ডিজিটাল পলাপাইন) কিন্তু আমরা সকলে একে হুদা “লাভ মেরিজ” নামেই জানি।  আর এরেঞ্জ মেরিজ তো সব কালেই চলতেছে...

আগে লাভ, এরেঞ্জ যেই মেরিজই হইতো আগে থেকেই সবাই তা জানতো, যে অমুক দিন তমুকের বিয়ে। আর ভাইজ্ঞা মেরিজে কেউ না জানলেও বন্ধু বান্ধবরা ঠিকি জানতো।(এই কারনে যুগে যুগে অনেক লাভারের ফ্রেন্ডকে বিয়ার পর পুলিশি রিমান্ডে সিদ্ধ ডিম হজম করতে হইছে :P ) এ নিয়ে আশে পাশের মানুষ দের মাঝে অনেক উৎসাহ কাজ করতো। এই কারনে একটা প্রবাদও তৈরী হইছে, “যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই”


ইদানিং মানে লাস্ট ২-৩ বছর যাবত একটা নতুন টাইপ মেরিজ দেখতেছি। মোবাইলের যুগ, বিয়াটাও অনেকটা মোবাইলের একটা ফাংশনের মতই,  তাই আমি একে “মোবাইল মেরিজ” নাম দিছি।
পোলাপাইন লাভ, এরেঞ্জ, ভাইজ্ঞা যেই মেরিজই করুক এখন দেখি বেশির ভাগই তা “সাইলেন্ট মুডে” করে...!! মানে ২-১ জন ছাড়া কাক পক্ষিও টের পায়না যে আশে পাশে কারো বিয়া হইছে। আমার কয়েক ফ্রেন্ডকে দেখছি বিয়া কইরা পরের দিন আবার বন্ধুদের সাথে আড্ডা মারতাছে তাও বুঝার উপায় নাই যে চান্দু অনেক বড় এক্ষান কাম সারাইয়া আইছে...!!
আর এর কয় দিন পর যখন বউ জামাইয়ের একটা কপল ফটো আপলোড দেয় সাথে সাথে সকলের যেন মাথায় ঠাডা পড়ে... “ও বিয়া কইরা ফালাইছে...!!”
সবাই এতই শকড/সারপ্রাইজড হয় যে সারা শরীরে “ভাইব্রেশন” হইয়া যায়.... এর পর “রিংটোন” বাজা শুরু হয়, মানে ছবির নিচে কমেন্টস এর উপর কমেন্টস.........

“কেমনে”...... “কবে”.... “কিভাবে”.... “সিরিয়াসলি না ফাইজলামি”........ “সত্যিইইইইইই বিয়া করছোস”........  “আমার মনে হয় শয়তানী করতাছস”......... “আমি জানতাম তুই এমন ই করবি”....... “একবার বললিওনা”..... “বুঝলাম, আমাদের  তুই আপন ভাবছ না :/ ” ...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন