শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অসাধারন না বেসাধারন



কিছু মানুষের সাথে চলাফেরা করে যা বুঝলাম, শিক্ষিত হওয়া ভাল কিন্তু বেশি শিক্ষিত হওয়া ভালো না।
অতি শিক্ষিত মানুষ একটা সাধারন জিনিসকে অসাধারন ভাবে বুঝতে গিয়ে তাঁরা তা “বেসাধারন” বানায়া ফেলে।
সব কিছু এতো বেশি বুঝে যে বুঝতে বুঝতে “বুঝা” কি জিনিস তাই ভুইল্লা যায়গা...!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন