শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

কৃষ্ণ থাপ্রাইলে লিলা খেলা, আর সুসান কইলেই ক্যারেক্টার ঢিলা



# এক বছর আগে IDB এর চার তলার রেস্টুরেন্টে এক কাপল কে দেখলাম। ছেলেটা মেয়েটাকে সবার সামনে থাপ্পর দিচ্ছে। মোটামুটি ১০-১২টা তো হবেই। মেয়েটা দেখলাম কাদলো। আবার দেখি পোলাডারে জড়াইয়া ধইরা বইসা থাকলো...!!

# গত পরশু
IDB এর গেটের সামনে আরেক কাপল দেখলাম। মেয়েটা সম্ভবত বানিজ্য মেলায় কাজ করে (গলায় ঝুলানো আইডি দেখে বুঝছি।)..ছেলেটা ল্যাপটপে ফেসবুক কতক্ষন ঘাটলো... মেয়েটাকে কি কি জানি বলল.. এর পর দেখলাম জোরে জোরে দুইটা থাপ্পড় দিল মেয়েটাকে। মেয়েটা কিছুক্ষন কাদলো... এর পর প্রায় আধা ঘন্টা দুই জন অই খানেই খোশ গল্প করে একি রিক্সায় চলে গেল...

উপরের আলোচনা থেকে বুঝলাম, মেয়েদের আত্মসম্মান বোধ বলে কিছু নাই। তারা বহুত সহনশীল। এতো মাইনষের সামনে রাস্তা ঘাটে ওগোরে থাপ্রাইলেও অগো কোন ছেদ ভেদ নাই। যে থাপ্রাইছে তার গলা ধইরাই আবার তার লগে যায়গা..!!
......


....

# ফ্রেন্ডলিস্টে এড হওয়া নতুন এক মেয়ের প্রফাইল পিকচারে ২টা মেয়ের গ্রুপ ছবি দেয়া। আমি কমেন্ট করলাম
“মাশাল্লাহ, তোমার চেহারাতো ভালই”
“থেঙ্ক ইউউউউউউউ”

তো পাশে কালো ড্রেস পড়া এই মোটা করে মহিলাটা কে? তোমার রিলেটিভ কেউ মানে খালা বা সিনিয়র আপু?

“কিইইইইইইইইইইইই......... তুমি আমাকে মুটি বলছোওওওওওওও........ আর আমকে দেখতে খালা চাচি মনে হয়? ফালতু পোলা... গো টু হেল...”

সাথে সাথে বোনাস পাইছি.......... মানে ব্লক...!!
....

....
Moral: কৃষ্ণ থাপ্রাইলে লিলা খেলা, আর সুসান কইলেই ক্যারেক্টার ঢিলা....!!??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন