শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

ফুচকা ইউ, ফুচকা মি

“হেই ম্যান, হু’সাপ??” 
- “এইতো আছি, তেমন একটা ভালো না?”
.
“ও খামন ম্যান। হোয়াই ভালো না”
- “বাদ দেন আমার কথা। আপনি কেমন আছেন?”
“ইয়া আ’ম গুদ” 
.
- “ঈদে কি গ্রামে গেছিলেন?”
“নপ”
.
- “ও ঢাকায় ছিলেন”
“ইয়াপ”
.
- “ফ্রেন্ড দের সাথে তো মনেহয় ভালই মজা করছেন ঈদে”
.
“ইয়া, ইউ সি, এভেড়ি ইয়াড় আমড়া সব ফ্রেন্ডসড়া গ্যাট ঠুগ্যাদাড় কড়ি ঈডে। সো ইউ নো ভালই ফান হয়। বাট জাস্ট এ মিনিট, হোয়াই ইউ সো আপসেট ব্রো??”
.
- “আরে ভাই কইয়েন না, আবারো ব্যাবসায় কড খাইছি ”
.
“ইয়াআআআআ হাহহাহা, ফাক্ক ইউ ম্যাআআআআন...(দুনিয়া ফাটানো হাসির ইমো) বললাম না আপনাকে দিয়ে বিজন্যাস হবে না, শুধু শুধু ইনভেস্ট করেন”
.
- “ভাই শুধু আমার না, আপনেরটার দামো পইড়া গেছে। পুরা অর্ধেক। ঈদের খুশিতে মনেহয় আর খোঁজ খবর রাখেন নাই”
.
“অউউউউ শীট, জিজাস ক্রাইস। হোয়াট দ্যা হ্যাল ইজ গোয়িং অন... ম্যাআআআআন জাস্ট ফাক্কক মিইইইইইইইইইই (দেয়ালে মাথা বাইড়ানোর ইমো)”
.
.
.
কাল্পনিক কাহিনি হইলেও ইদানিং এমন ইয়ুপ, নোপ, ইউ নো, ফুচকা ইউ, ফুচকা মি মার্কা কথা ভালই শুনা যায়। এরা বুইজ্ঝা এডি কয় নাকি ফ্যাশনের ঠেলায় কয় কে জানে।
.
.
আল্ট্রা মর্ডান উচ্চশিক্ষিত জেনারেশনের মাইয়ার গলার কাটিং বড় হইতে হইতে বুকের মাঝে আইয়া পড়ে আবার পোলার প্যান্ট পাছার অর্ধেকে ঝুইল্লা থাকে। ফলাফল দুইজনেরই বাহিরে যা দেখা যায় তা দেখতে প্রায় সেইম!! colonthree emoticon
সম অধিকার প্রতিষ্ঠায় তাও নাহয় এডি “যার যার পার্সোনাল ব্যাপার” কইয়া চালায় দেওন যায়।colonthree emoticon 
.
মগর বাজান, ইয়ো ইয়ো ভাষাডি তো অন্তত জায়গা বুইজ্ঝা এপ্লাই করবি। এডি ত আর যার যার পার্সনাল ব্যাপার কইরা এভোয়েড কইরা যাওন যায় না।
.
এমনেও রংধনুর যুগ তার উপ্রে এক পোলা যদি আরেক পোলার সামনে দাঁড়ায় কয় “ফাক্ক ইউ ম্যাআআআআআন” বা “অউ ম্যাআআআন ফাক মি” এলা কিরাম ডা লাগে!! 
তখন মনডা তো কয় এই ফাকা ফাকি শুনার আগে পায়ের তলায় মাডিটা ফাক হইয়া গেলেই বাঁচি squint emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন