রবিবার, ২ আগস্ট, ২০১৫

কিসের আলামত

১. ঘুমের থে উঠছি। বেসিনে যাইয়া ব্রাশ নিছি মগর পেস্ট টোগায়া পাইনা। খুঁজতে খুঁজতে ওয়াড্রপের উপ্রে পাইলাম টিউবটা। ব্রাশে পেস্ট নিতে গিয়া দেখি আমি স্যাভলন ক্রিম নিতাছি ব্রাশে!!
.
২. ঘরে মশা বিরক্ত বানায়া ফালাইছে। এরসলের বোতল নিয়া স্প্রে করতে যামু। অত্তেরি!! এইডা দেখি শেভিং ফোম > 
.
৩. শেভ করুম। শেভিং ফোমের বোতল হাতে নিয়ে স্প্রে করুম মগর এরুম পানি পানি লাগে ক্যা!! চাইয়া দেখি এইডা বডি স্প্রের বোতল!!
.
৪. পিসির সামনে বইসা আছিলাম। আম্মায় আতকা আইসা ডিম আনতে কইলো। প্যান্ট ঢিলা বেল্ট টোগাইতাছি। ৫-৭ মিনিট খুইজ্জা কোথাও বেল্ট পাইলাম না, ঐ দিকে আম্মাও চিল্লাইতেছে ডিম আইনা দেয়ার জন্য। এর চেয়ে বরং কোমর টাইট পেন্ট পড়ি। প্যান্ট চেঞ্জ করতে গিয়া দেখি বেল্ট কোমরেই, ঢিলা কইরা রাখছিলাম!!
.
৫. এক ফ্রেন্ডে ফোন দিছে। একটা দরকারী কাজে বাহিরে যাইতে হইবো। কথা বলতেছি আর সাথে বাহির হওয়ার জন্য শার্ট পড়লাম, মানিব্যাগ নিলাম, ঘড়ি পড়লাম, মোবাইলের হেডফোন নিলাম কিন্তু হালার মোবাইলই টোগায়া পাইনা।
টেবিল, চেয়ার, ফ্রিজ, ওয়াড্রফ, বিসনা কোনহানেই মোবাইল নাই!! মেজাজ খ্রাফ কইরা ফ্রেন্ডরে পরে কল করতাছি কইয়া লাইনটা কাটছি আর দেখি মোবাইল আমার হাতেই!! confused emoticon
.
৬. অফিসে কাম করতাছি। ঠান্ডায় ঠোট ফাইট্টা রইছে। ট্যাপস্টিক খুইল্লা ঠোঁটে লাগাইতে যামু দেখি এইডা মার্কার পেন!!!!! confused emoticon
.
বুঝতাছিনারে ভাই এডি কিয়ের আলামত unsure emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন