মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

মানুষের রচনা

মানুষের রচনা।
লেখকঃ গরু
...
মানুষ আমাদের মত গৃহপালিত হইলেও একটি স্বর্থপর প্রজাতির প্রানী। তবে কিছু কিছু মানুষের কাম কাজ দেখলে সন্দেহ হয় এরা আসলে গৃহপালিত না রাস্তায় পালিত।
যাই হোক মানুষের দুইটি কান, দুটি চোখ, দুই হাত, দুই পা, একটি নাক সাথে নাকে দুইটা ফুটা, গলা সবই আছে তবে গলায় আমাদের মত দড়ি থাকে না।
অনেকেই গলায় দড়ি পড়ে কিন্তু এটা দিয়ে তাদের বেঁধে রাখা হয় না। একে তারা চেইন বলে থাকে।
.
মানুষের মাথায় ছোট বড় লোম থাকে। তারা এই লোম কে ছোট করার জন্য মাসে একবার সেলুনে যায়।
স্ত্রী প্রজাতীর মানুষ অবশ্য এই লোম শুধু ছোট করার জন্যই না, তারা এই লোম সোজা, কোকড়া করার জন্যও সেলুনে যায়। তাদের সেলুনকে পার্লার বলে।
এই পার্লার নামক জায়গায় স্ত্রী প্রজাতীর মানুষেরা মুখে রং মাখে। একে মেকাপ বলে। অনেকে গা ডলে থাকে, একে স্পা বলে।
.
মাথা ছাড়াও মানুষের শরীরে আরো অনেক জায়গায় লোম আছে যা লজ্জার কারনে ছোট করতে কোথাও যায় না। কিন্তু এই লোমগুলোকে গালি আকারে ব্যাবহার করার সময় তারা লজ্জা পায় না!! confused emoticon
.
মানুষের কান আমাদের চেয়ে অনেক ছোট। বেশিরভাগ মানুষ তাদের কানে তারটার লাগিয়ে গান শুনে।
.
মানুষ তাদের চোখের উপর ঢাকনা লাগায়। একে তারা চশমা বলে। তবে বেশিরভাগ মানুষ চোখে দেখলেও ক্যান জানি বেশিরভাগ জিনিস না দেখার ভান করে থাকে। একে তারা ‘চোখে টিনের চশমা’ লাগিয়ে রাখা বলে।
.
মানুষেরো বাচ্চা হয় তবে তারা জন্মের আইলসা। আমরা জন্মের ঘন্টা খানেকের মধ্যেই হাটা শুরু করি আর তাদের হাটা শুরু করতে বছর পার হয়ে যায়। আর তাদের গায়ে জামা থাকায় তারা যেখানে সেখানে হিসুটিসু করতে পারে না।
অনেকে অবশ্য যেখানে সেখানে হিসু করার লাইসেন্স নিয়ে ঘুরে, একে ডায়পার বলে।
.
মানুষ খুবই ভোজনরসিক। তবে মানুষ খাওয়ার চেয়ে খাওয়ার রেস্ট্রুরেন্ট আর খাওয়ার ছবি তুলে ফেসবুকে রিভিউ দিতে বেশি পছন্দ করে। এরা নিজেদের ফুডি বলে থাকে।
.
মানুষের কাছে মোবাইল/ট্যাব নামে একটা যন্ত্র থাকে। এটা তাদের নিত্যসঙ্গী, বাথরুমে কমডে হাগা থেকে শুরু করে বিছানায় খ্যাতার তলে ঘুমানোর সময় পর্যন্ত সব সময় এটা তাদের সাথে থাকে।
.
কিছু মানুষ রকেট লাঞ্চারের মত একটা যন্ত্র নিয়ে ঘুরে একে ডিস্লার বলে। এই ডিস্লারয়ালাদের ফটোগ্রাফার বলা হয়। সাধারনত স্ত্রী প্রজাতির মানুষেরা এই ডিস্লার দেখলে পটে যায়!!
.
এছাড়াও মানুষ অত্যান্ত প্রেমময় প্রানী। ইদানিং মানুষের মাঝে প্রেম উপচায় পড়তে দেখা যায়। এতো বেশিই প্রেম, কে যে কার সাথে কখন প্রেম করে তা বুঝা মুশকিল। বিবাহ পূর্ববর্তি প্রেমকে এরা এফ্যায়ার এবং বিবাহ পরবর্তী প্রেমকে এরা পরকিয়া বলে।
.
তবে মানুষের মধ্যে একটা জাত আছে যারা যে কোন দরকারে অন্যের উপকারে এগিয়ে আসে। এদেরকে অন্যান্য মানুষেরা ‘গরু’ বলে থাকে!!!

২টি মন্তব্য: