বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

ব্যাংকে টাকা থুইতে গেলে বা উডাইতে গেলে

ব্যাংকে টাকা থুইতে গেলে বা উডাইতে গেলে ব্যাংকারডি যেমনে সন্দেহজনক দৃষ্টিতে চায় মনেহয় যেন ট্রাঞ্জেকশন করতে যাই নাই বিশাল কোন অপরাধ করতে গেছি  
.
তাঁর উপ্রে কতডি আছে হেগো সামনে গেলে তো মনেহয় রিমান্ডসেলে আইছি।
.
একাউন্ট এটা আপনার? না অন্যের ? না অফিসের? টাকা কি আপনার না অন্যের? নাম কি আপনার? ফোন নাম্বার কি আপনার? সাইন কি আপনার? কোন ব্রাঞ্চে একাউন্ট? সাইন আগের চেয়ে একটু বাকা লাগতেছে , উহু মিল নাই মিল নাই (৪৫ ডিগ্রীর জায়গায় পৌনে ৪৬ ডিগ্রী বাকা হইছে সাইন) আরো দুইটা সাইন দেন.......... উহু কেমন জানি, আরেকটা সাইন দেন... আপনার একাউন্ট তো? অকে ২ মিনিট দাড়ান স্যারের কাছে দিচ্ছি......... (২ মিনিট কইয়া হের পরে ১৫ মিনিট)
.
.
আব্বে হালায় তোমার চোক্ষের সামনে যেই পিসিডা আছে হেইডায় কি ঘোড়ার আন্ডাডা সেইভ কইরা থুইছো যে প্রতিবার গেলে ২ ঘন্টা ওয়েট করনের পরে আরো ২০০ প্রশ্নের এনাসার দিয়া টাকা ডিপজিট/উইড্রো করন লাগে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন