মফস্বলে বড় হওয়া বক্কর সাহেব নতুন জয়েন করেছে গুলশানে এক প্রাইভেট
কোম্পানীতে। অফিসে শুরু থেকেই তাঁর হাব ভাব অনেকটা বাসর রাইতে বিলাই মারার
মত। মানে শুরুতেই তিনি সব কাজে সবাইকে বুঝায় দিতে চান তিনি আসলে কিছু
একটা!!
.
যাই হোক একদিন তাঁর কলিগ সায়িফ কাজের ফাঁকে কফি খাওয়ার জন্য বক্কর সাহেবকে সাথে করে বাহিরে এক কফি শপে নিয়ে গেলো।
ওয়েটার আসতেই সায়িফঃ “কি খাবেন? চা না কফি?”
বক্করঃ “অফকোর্স কফি। আমি চা একদম খেতে পারি না sunglasses emoticon ”
.
সায়িফ দুটো লত্তে অর্ডার করলো।
বক্করঃ (তাচ্ছিল্য ভরে) “আপনাদের এখানে এস্প্রেসো পাওয়া যায় না??”
ওয়েটারঃ “জি স্যার, অবশ্যই”
বক্করঃ (অত্যান্ত ভাবের সাথে) “তাহলে আমার জন্য একটা এস্প্রেসো হবে” sunglasses emoticon
.
সায়িফঃ “সিউর আপনি এস্প্রেসো খাবেন?? confused emoticon ”
বক্করঃ ‘ইয়া শিয়র... আমি সবসময় এস্প্রেসোই খাই। কেন আপনি খান না??’
সায়িফঃ “নারে ভাই এডি আমার গলা দিয়া নামে না”
বক্করঃ “হা হা সবাই আসলে সব কিছু খেতে পারে না। চরম কফি খোরেরাই এটা খেতে পারে। আপনিও আস্তে আস্তে একদিন পারবেন” sunglasses emoticon
.
ওয়েটার এসে কফি দিয়ে গেলো সায়িফকে বড় এক কাপে লত্তে আর বক্করকে ছুট্ট একটা কাপে এস্প্রেসো!!
.
বক্করঃ “ওয়েটার, আপনাকে কি আমরা কফির জন্য পে করবো না এমন কিছু বলছি?”
ওয়েটারঃ “না স্যার, কেন, কোন প্রবলেম?”
বক্করঃ “ আই নো এস্প্রেসো এক্সপেনসিভ sunglasses emoticon তাই বলে এতো ছোট কাপে কেন? রেগুলার সাইজের কাপে এনে দিন। বিল বেশি হলে করে দিবেন, পে করবো। বাট এই কাপে কফি তো এক চুমুকেই শেষ হয়ে যাবে squint emoticon ”
ওয়েটারঃ “স্যার এস্প্রেসোর রেগুলার কাপ তো এই সাইজেরই হয়”
.
সায়িফ আর ওয়েটার দুইজনেই মুচকি মুচকি হাসে। সায়িফেরো বুঝা হইয়া গেছে চান্দু বাপের জনমে এস্প্রেসো খায় নাই, হলিউড মুভিটুভি বা এমন কোন জায়গা থেকে হয়তো নাম শুনছে। হেইডারই ফাপড় নিতাছে।
.
সায়িফঃ “বক্কর ভাই টেনশন লইয়ে না, আগে এইটা খান ওরা আরো দিবে। এইখানে এইটা প্যাগের লাহান সার্ভ করে, অল্প অল্প কইরা দেয় tongue emoticon ”
.
কফি কাপে বক্করের প্রথম চুমকের এক্সপ্রেশন দেখায় জন্য সায়িফের সাথে ওয়েটারো মনেহয় ওয়েট করছিলো। বক্কর সাহেবের কফি কাপে প্রথম চুমুক দিতেই জোর করে হাসি আর ভ্যাবাচ্যাকা মিলায় যেই চেহারা করছে তাতে আগামী ৫-৭ দিন সায়িফের কোন হাসির কাহিনি না দেখলেও চলবে tongue emoticon
.
.
তো এতো কাহিনি কওয়ার কারন হইলো, আপনি যদি কোন কিছু সম্পর্কে না জানেন সেইটা সরাসরি বলার মাঝে শরমের কিছু নাই। জীবনে অনেক কিছুই প্রথমবার হয়। একজন মানুষ সব কিছু জানবে বা সব কাজেরই এক্সপেরিয়ান্স নিতে পারবে এমন কোন কথা নাই।
.
বরং সব জানি সব চিনি টাইপ জ্ঞানী পার্ট নেয়ার চেয়ে, জাইন্নাও বেকুব থাকা আরো শান্তির। এত কোন মিসটেক হলে অন্যের হাসির কারন হবার ভয় নাই। টেনশন ফ্রি থাকা যায় wink emoticon
.
.
পার্ট লওয়ার লাইজ্ঞা হুদ্দাই বাসর রাইতে বিলাই মারতে গিয়া উল্টা নিজের ইমেজ রিক্সে ফালানির কি দরকার?
বিলাই মারার চেয়ে বিলাইরে পোষ মানাইতে পারলে বরং পার্ট আরো বাড়ে।
.
যাই হোক একদিন তাঁর কলিগ সায়িফ কাজের ফাঁকে কফি খাওয়ার জন্য বক্কর সাহেবকে সাথে করে বাহিরে এক কফি শপে নিয়ে গেলো।
ওয়েটার আসতেই সায়িফঃ “কি খাবেন? চা না কফি?”
বক্করঃ “অফকোর্স কফি। আমি চা একদম খেতে পারি না sunglasses emoticon ”
.
সায়িফ দুটো লত্তে অর্ডার করলো।
বক্করঃ (তাচ্ছিল্য ভরে) “আপনাদের এখানে এস্প্রেসো পাওয়া যায় না??”
ওয়েটারঃ “জি স্যার, অবশ্যই”
বক্করঃ (অত্যান্ত ভাবের সাথে) “তাহলে আমার জন্য একটা এস্প্রেসো হবে” sunglasses emoticon
.
সায়িফঃ “সিউর আপনি এস্প্রেসো খাবেন?? confused emoticon ”
বক্করঃ ‘ইয়া শিয়র... আমি সবসময় এস্প্রেসোই খাই। কেন আপনি খান না??’
সায়িফঃ “নারে ভাই এডি আমার গলা দিয়া নামে না”
বক্করঃ “হা হা সবাই আসলে সব কিছু খেতে পারে না। চরম কফি খোরেরাই এটা খেতে পারে। আপনিও আস্তে আস্তে একদিন পারবেন” sunglasses emoticon
.
ওয়েটার এসে কফি দিয়ে গেলো সায়িফকে বড় এক কাপে লত্তে আর বক্করকে ছুট্ট একটা কাপে এস্প্রেসো!!
.
বক্করঃ “ওয়েটার, আপনাকে কি আমরা কফির জন্য পে করবো না এমন কিছু বলছি?”
ওয়েটারঃ “না স্যার, কেন, কোন প্রবলেম?”
বক্করঃ “ আই নো এস্প্রেসো এক্সপেনসিভ sunglasses emoticon তাই বলে এতো ছোট কাপে কেন? রেগুলার সাইজের কাপে এনে দিন। বিল বেশি হলে করে দিবেন, পে করবো। বাট এই কাপে কফি তো এক চুমুকেই শেষ হয়ে যাবে squint emoticon ”
ওয়েটারঃ “স্যার এস্প্রেসোর রেগুলার কাপ তো এই সাইজেরই হয়”
.
সায়িফ আর ওয়েটার দুইজনেই মুচকি মুচকি হাসে। সায়িফেরো বুঝা হইয়া গেছে চান্দু বাপের জনমে এস্প্রেসো খায় নাই, হলিউড মুভিটুভি বা এমন কোন জায়গা থেকে হয়তো নাম শুনছে। হেইডারই ফাপড় নিতাছে।
.
সায়িফঃ “বক্কর ভাই টেনশন লইয়ে না, আগে এইটা খান ওরা আরো দিবে। এইখানে এইটা প্যাগের লাহান সার্ভ করে, অল্প অল্প কইরা দেয় tongue emoticon ”
.
কফি কাপে বক্করের প্রথম চুমকের এক্সপ্রেশন দেখায় জন্য সায়িফের সাথে ওয়েটারো মনেহয় ওয়েট করছিলো। বক্কর সাহেবের কফি কাপে প্রথম চুমুক দিতেই জোর করে হাসি আর ভ্যাবাচ্যাকা মিলায় যেই চেহারা করছে তাতে আগামী ৫-৭ দিন সায়িফের কোন হাসির কাহিনি না দেখলেও চলবে tongue emoticon
.
.
তো এতো কাহিনি কওয়ার কারন হইলো, আপনি যদি কোন কিছু সম্পর্কে না জানেন সেইটা সরাসরি বলার মাঝে শরমের কিছু নাই। জীবনে অনেক কিছুই প্রথমবার হয়। একজন মানুষ সব কিছু জানবে বা সব কাজেরই এক্সপেরিয়ান্স নিতে পারবে এমন কোন কথা নাই।
.
বরং সব জানি সব চিনি টাইপ জ্ঞানী পার্ট নেয়ার চেয়ে, জাইন্নাও বেকুব থাকা আরো শান্তির। এত কোন মিসটেক হলে অন্যের হাসির কারন হবার ভয় নাই। টেনশন ফ্রি থাকা যায় wink emoticon
.
.
পার্ট লওয়ার লাইজ্ঞা হুদ্দাই বাসর রাইতে বিলাই মারতে গিয়া উল্টা নিজের ইমেজ রিক্সে ফালানির কি দরকার?
বিলাই মারার চেয়ে বিলাইরে পোষ মানাইতে পারলে বরং পার্ট আরো বাড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন