শুক্রবার, ১ মে, ২০১৫

# আজকে শুক্রু বার। আমাদের দেশে সরকারী ছুটির দিন আর আমার একমাত্র সাপ্তাহিক ছুটির দিন।
আজকে পহেলা মে। সারা দুনিয়ার ছুটির দিন।
.
# "কালকে এসে এনি হাও ঢাকায় সব কাজ শেষ করে জিনিস সব প্লাণ্টে পাঠাবা, পরশুর পরের দিন প্রধান্মন্ত্রী উদ্বোধন করবেন"। 
এই 'কালকে'টাই আজকে। মে দিবস/ শুক্রু বার এর ধার ধারনের টাইম নাই।
.
# "একমাত্র গার্মেন্টসের মাইয়াডি বাদ দিলে, পোলাগো তুলনায় অফিসে 'ম্যাডাম' ডাকার মত মাইয়াগো তেমন কোন কাম নাই। হুদ্দাই এসির তলে বসায় বসায় চেহারা একখান দেখায়া এডিরে মাসে মাসে ট্যাকা কতডি দেয়।
দুইন্নাইর ঝাড়ি, দাবড়ানির উপ্রে থাকে পোলাডি আর লাস্ট মোমেন্টে পোলাডির আগাইয়া দেয়া কাজের প্রেজেন্টেশন কইরা বসেগো বাহবাহ কামায় এক্সিকিউটিভ মাইয়াডি... ".... ............পরিচিত মাইয়া কতডির লগে আমার প্রায়ই এই সাব্জেক্টে কাইজ্জা লাগে।
.
# প্রধানমন্ত্রীও অনেক কাজ করেন। ৩ তারিখে একটা সুইচ চাইপ্পা ৪টা পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন। দেশ কারেন্টের বন্যায় ভাইসা যাবে। কারেন্টের বন্যায় ভাসানোর পিছনের আমার কোন অবদান নাই, ঐটা ইঞ্জিনিয়ারদের কাজ।
শুধু আপায় যে সুইচ একখান এক সেকেন্ডের জন্য চাপ দিয়া পর্দা সরাইবেন হেইডার এরেঞ্জমেন্টের পিছে দৌড়াইতে দৌড়াইতে সাপ্তাহ ধইরা খাওয়া ঘুম এর ১২টা বাইজ্জা গেছে সাথে পাও থে মাথা পর্যন্ত ব্যাথা।
.
এক সুইচ চাইপ্পা পর্দা সরানির এরেজমেন্টেই এতো ঘাম ঝড়াইতে হয় আর যারা লাস্ট কয়েক বছর ধরে পাওয়ার প্লান্ট টা 'কারেন্টের বন্যায় ভাসায়া' দেয়ার জন্য দাড়া করাইছে তাগো না জানি কেমন ঘাম ঝড়ছে।
.
বাট দিন শেষে ক্রেডিট গোউজ টু, যিনি সুইচ চাপবেন তার কান্ধে। তিনি এতো বিদ্যুৎ বাইছেন এন্ড সাপ্লাই দিচ্ছেন, অনেক কাজ করছেন। এর পিছনে হাজার মাইনষের ঘাম ততক্ষন রোদে শুকায়া গেছে।
.
আসলে ব্যাপারটা এমনই হয়, কস্ট কম বেশি সবাই করে। বেশি করে ক্যামেরার পিছের মাইনষেরা নাম ফুটে ক্যামেরার সামনের হাত ধইরা প্রেম পিরিতে অভিনয় করা মাইনষের। মজায় মজাও লয় সাথে নামে নামো কামায়। পিছেরডি কুত্তা খাটানটা খাটে সাথে নুন থে চুন খসলে রাস্তার কুত্তার লাহান লাত্থিও খায় grumpy emoticon
.
.
# স্টাটাস টা কি নারীবাদী, না নারী বিদ্ধেষী, না কোন দলের পক্ষে, না বিপক্ষে কইতে পারি না। মেজাজ খ্রাফ। রাত একটায় ঘুম দিসি চারটায় উঠছি। কাম কাজ গুছায়া 'শুক্রুবার', 'মে দিবসে' দৌড়াও squint emoticon
.
.
সবাইকে হ্যাপি মে ডে।
('মে' মানে 'May' না 'girl' জানি না তয় 'মেয়ের' এর মান রাখছে। অফিসের মাইডার ছুটি colonthree emoticon )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন