সোমবার, ১১ মে, ২০১৫

ফেবুকে মৃত ব্যাক্তি নিয়া হা হুতাশ

লাস্ট কয়েক বছরে যা দেখলাম কেউ অকালে মারা গেলে ফেবুকে ঐ মৃত ব্যাক্তির চেয়ে তাঁর বউ/জিএফ কে নিয়ে হা হুতাশ মুলক স্ট্যাটাস বেশি!! লগে পারলে মেয়েটার আইডি সহও দিয়া দেয়!!
‘ইসসস আহহহ মেয়েটার কি হবে’ বা ‘মেয়ে টা এত কস্ট কিভাবে নিবে’... হুম কথা ঠিক। আপন কেউ চলে গেলে কস্ট লাগবেই বাট কোন খানে দেখলাম না ‘তাঁর বাপ মায় এত কস্ট কিভাবে নিবে’ এই টাইপের কোন লেখা। 
.
ক্যারে ভাই বউ/জিএফ জুটছে কয়দিন?? বাপ মায়ে যে পয়দা কইরা পাইল্লা বড় করল হেগো কিছু হইবো না?? আমি তো যদ্দুর জানি, সবচেয়ে ভারী জিনিস বা কস্টের ব্যাপার হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। (এটা আসলে কোন ইম্পর্টেন লাইন না, জাস্ট বাপ মায়ের কথাটা মনে করায় দিলাম। কেউ মারা গেলে খারাপ সবারই লাগে)
.
আরেকটা ব্যাপার, মারা যাওয়ার পরে মৃত ব্যাক্তির ছবি হাজার হাজার শেয়ার দেয়ার মানে কি?? কোন রেফারেন্স মনে নাই তয় যদ্দুর জানি মৃত ব্যাক্তির ছবির ব্যাপারে কঠোর নিষেধ আছে। এইটা শুধু আমি না, ল্যাদা কাল থেকে অনেকেই জানেন।
তো হুদ্দাই আবেগের ঠেলায় নিজের গুনা বাড়ান ক্যা লগে আরেক জনেরেও আপনার মত কাম করতে দেয়ার সুযোগ কইরা দেন ক্যা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন