মঙ্গলবার, ১২ মে, ২০১৫

দুনিয়ার সব পিকুলিয়ার পাব্লিক

দুনিয়ার সব পিকুলিয়ার পাব্লিকডি মনেহয় আমগো বিল্ডিং এই থাকে। এই বিল্ডিং এ থাকা অবস্থায় অনেকবারই ভূমিকম্প হইছে।
.
একবার ভূমিকম্পের সময় সামনের ফ্লাটের চাচা মিয়ার ডায়ালগ, (হুবহু মনে নাই, অনেকটা এমন)
ঐ ভূমিকম্প, তাড়াতাড়ি আমার পাঞ্জাবি দে......... আরে জুতা কইইইই জুতা পাইনা ক্যা, জুতা ছাড়া নিচে যামু ক্যামনে.......... দড়জা জানালা খোলা রাইখা যাস কই। জানালা সব লাগায়া আয়... আরে দড়জায় চাবি কইইইইইইইইইইই, দেখসো দরজা খোলা রাইখা যাইতাছে গা, মেজাজটা কেমন লাগে grumpy emoticon 
.
ততক্ষনে ভূমিকম্প শেষ।
.
আইজগা উপ্রের তলার এক আপায় মোবাইল টিপতে টিপতে নামতাছে আর কারে জানি গাইল্লাইতাছে “ধুরররররর দুই দিন পর পর কি শুরু করছে, এই নাড়ানাড়ি আর ভাল্লাগে না” gasp emoticon
(মনেহয় যেন কেউ ইচ্ছা কইরা নাড়াইতাছে)
.
আরেক বার এক বাসায় মিনি হাতি তাড়াহুড়া কইরা নামতে গিয়া বর্ষা কালের সিএনজির লাহান সিডিত আটকাইয়া গেছে, সামনেও যায় না পিছেও আহে না। পিছে ততক্ষনে গুলিস্তানের জ্যাম লাইজ্ঞা গেছে।
.
এন্ড লাস্ট, পাশের ফ্লাটে মোটামুটি সব খানেপিনেয়ালা বংশের মানুষ জন থাকে। কোনডার ওজন ৯০ কেজির কম হইবো না। আজকে এত জোরে নাড়ানি দিসে সব বাসার মানুষ বাহির হইছে এগো ঘরের কারো খবর নাই। পরে আম্মায় যাইয়া জিগাইল, কাহিনি কি ভূমিকম্প হইলো বাহির হইলেন না যে।
হেরা মনেহয় আকাশ থে পড়ছে,
ভূমিকম্প!!!!! gasp emoticon বলেন কি?? কখন হইলো, ঐ তুই টের পাইসোস? তুই পাইসোস? নাহ আমাদের ঘরের কেউই তো টের পায় নাই!!
.
হাদে কি কই ভূমিকম্পের কাপাকাপি দিয়া ওজন বুঝন যায়।
.
২মিনিটের কম্পন বন্ধের পরেও যদি আরো ৬মিনিট স্প্রিং এর মত নড়তেই থাকেন তাইলে বুঝবেন আপনি আন্ডার ওয়েট,
যদি কম্পন বন্ধের সাথে সাথে আপনেরো নড়া নড়ি বন্ধ হইয়া যায় তাইলে বুঝবেন ওজন ঠিক আছে।
.
আর যদি ভূমিকম্প আপনারে নাড়াইতেই না পারে এর মানে আপনে হাতির বংশধর। সকাল বিকাল হটাহাটি শুরু করেন।
আপনাগো ওজনে তো কমলার লাহান দুইন্নাইডা সিলভারের পাতিলের লাহান ট্যাপ খাইয়া যাইতাছে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন