রবিবার, ৩১ মে, ২০১৫

পেপারে আমার ছবি উঠবে না কারন আমি মেয়ে না

আমাগো ঘরের বাপ মা ভাই বোন সহ মোট ৬জন বাসিন্দার মধ্যে ৫ জনেরই বোর্ড পরীক্ষা দেওনের এক্সপেরিয়ান্স হইছে। এই ৫ জনের মধ্যে 'মহা ট্যালেন্ট' আমি ছাড়া বাকি ৪ জনেই A+/ গোল্ডেন A+/ স্কুলে-কলেজে হাইস্ট/ DU তে পড়ার সুযোগ/ পাইলট হওয়ার হাতছানি/ ক্লাসে ফার্স্ট/ মেধাবী হিসাবে স্কলারশীপ/ অমুক ক্রেস্ট/ তমুক ক্রেস্ট/ মেডেল এমন পড়ালেখা বিষয়ক বিভিন্ন এচিভিমেন্ট আছে।
.
আর একমাত্র ব্যাতিক্রম (!!) আমার এচিভমেন্ট হচ্ছে যেই বছর আমার মেট্টিকের রেজাল্ট দিছে হেই বছর থে শুরু কইরা আইজ পর্যন্ত (মেবি আমার মরার আগ পর্যন্ত) প্রতি মেট্টিক/ইন্টারের রেজাল্টের পরেই বাপের কমন বয়ান শুনা,
.
"মাইনষের পোলাপাইন কত্ত ভালো ভালো রেজাল্ট করে, অনাথ পোলাপাইন দিনে রিক্সা চালায় আর রাইতে ল্যাম্প পোস্টের নিচে বইয়া পড়াশুনা কইরা হায়িস্ট নাম্বার পায়। পেপারে তাগো ছবি আসে। ঘরের বড়ডায় ভালা কিছু করলে তার দেখাদেখি ঘরের বাকি গুলাও তাকে অনুকরন করে। দেইক্ষা কইলজা জুড়ায় যায়।।
আর আমার ঘরে পরথমেই জন্মাইছে একখান বলদ, খাইবো আর ঘুম যাইবো। পেপার পত্রিকা দেইখা ভালা কিছু শিখবো তা না, দুইন্নাইর যত ফেলটু পাব্লিক আছে হেগুলা হইছে হের আইডল!!........................................"
.
.
বাপেরে যে ক্যামনে বুঝামু, পেপারে ছবি উঠাটাই যখন টার্গেট তো হুদাই পড়ালেখার পিছে এতো কস্ট কইরা ছাত্র জীবনের ‘অমুল্য আনন্দময় সময়’ গুলান নষ্ট করন কি দরকার?
আমি দেশে হায়িস্ট নম্বর পাইলেও আমার ছবি জিন্দেগীতেও পেপারে আইতো না। কারন আমি তো মেয়ে না। squint emoticon
.
পনশ্চঃ এইবারো সকালে পেপার খুইল্লা আপু সমাজের ভি সাইনের ছবি দেইখা যা বুঝলাম দেশে শুধু মেয়েরাই ভালো রেজাল্ট করছে colonthree emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন