রবিবার, ৩১ মে, ২০১৫

ল্যাদা কালে দেখতাম কয়দিন পরপরি মসজিদে জুম্মা শেষে

১. ল্যাদা কালে দেখতাম কয়দিন পরপরি মসজিদে জুম্মা শেষে কিছু পাব্লিক একটা লিফলেট বিলি করতো। সৌদিতে কোন বুজুর্গ জানি সপ্নে কি দেখছে ঐটার বিবরন। সত্য হইলেও হইতে পারে সেটা সমস্যা না, সমস্যা হইলো নিচে লেখা (হুবহু মনে নাই অনেকটা এমন) ‘এই কাহিনি ছাপায়া আরো ২০/৩০ জনকে বিলি করলে তিন দিনের মধ্যে অনেক বড় কোন কিছু পাইবেন আর না করলে অনেক বড় ক্ষতি হবে!!’
.
ফলাফল পরের সাপ্তাহে আবারো একি লিফলেট অন্য কারো কাছ থেকে পাই!! (মেবি অয়ান কাইন্ড অফ শিরিক। আল্লাহর কাছে চাইবেন না বাট লিফলেট বিলি কইরা বড় কিছু পাওনের আশা করবেন/ না করলে ক্ষতি হবে ঐ ভয় করবেন!! )
.
২. মোবাইলের স্বর্ণ যুগে মানে যখন সারা রাইত ফ্রি আবার ৫ টাকায় ৫হাজার মেসেজ ফ্রি আছিল তখনো মোবাইলে কোন আয়াত মেসেজ করে পাঠাইতো আর শেষে লিখা থাকতো “এটা আরো ২০ জনকে পাঠাইলে তিন দিনের মধ্যে বড় কিছু পাবো নাহলে অনেক বড় ক্ষতি হবে”
যেদিন থে ঐ ফ্রি অফার শেষ হেই দিন থে এই আয়াত পাঠানও শেষ colonthree emoticon
.
৩. এখন ফেবুকে যুগ। উপরের তামাসা এখন ইনবক্সে প্রায় সময় দেখি। তার সাথে আরো অনেক কিছু ওয়ালেও দেখি। যেমন ফটোশপ দিয়া কাঠাল পাতায় বা মাছের পেটে বা ডেউয়া ফলের মাঝে ‘আল্লাহু’ লেইখা এইবার তা পোস্ট করে ‘সোবাহানাল্লাহ মাছের পেটে খোদার নাম, এটার জন্য কয়টা লাইক!!!’
.
আবার আরেক ছাগল দেখলাম কাবা ঘরের একটা সাদা কালো ছবি দিয়া কয় ‘এইটা কাবা ঘরের ১০০০ বছর আগের ছবি, সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
মাশাল্লাহ শেয়ারো পড়ছে লাখ খানেক!!!
আব্বে ছাগলের জাত, এক হাজার বছর আগে তোর কোন নানায় আইয়া ক্যাম্রা আবিষ্কার কইরা দিয়া গেছিলো?? squint emoticon
.
আরেক জনেরে দেখলাম কাবা ঘরের উপ্রে পোকেমনের লাহান (এই শব্দ টা নিশম ভাই থেকে পাওয়া tongue emoticon ) সাদা কি একখান ছবি দেখায়া কয় ‘কাবা ঘরের উপ্রে এইটা ফেরেস্তা, ক্যাম্রায় ধরা পড়ছে!! সোবাহানাল্লাহ কয়টা লাইক??’ squint emoticon
আল্লাহয় ফেরেস্তাদের হাইডা কইরা রাখে আর ক্যাম্রার বুঝি এতই খমতা হইয়া গেছে আল্লাহর হাইড করা জিনিস ধইরা ফালাবে??
.
এন্ড লেটেস্ট
‘২ জুন শবেবরাত, ১৭ জুন মাহে রমজান, ১৭ জুলাই রোজার ঈদ, ২৪সেপ্টেম্বর কোরবানীর ঈদ। এই মেসেজ যে অন্যকে দিবে মহানবী সাঃ বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
.
ঝাতির বিবেক ঝানতে চায়, ১৪শ বছর পূর্বে মহানবী সাঃ কখন কারে কোন জায়গায় কইছে যে ২০১৫ সালে ২ জুন শবে বরাত বা ১৭ জুন মাহে রমজান?? আর চাঁদ যদি একদিন আগে পরে উঠে তখন???
.
.
দ্যাখ ভাই, ফেবুকে লাইক শেয়ার আরো বহুত ভাবেই পাওয়া যায়। এই সব ঘরে বইয়া নিজে বানাইন্না হাদিস পোস্ট দিয়া আবার তা মাইনষেরে শেয়ার কইরা নেকী হাসিল করতে কইয়া প্রতি শেয়ারে হুদ্দাই নিজের পাপ বাড়াইছ না।
.
সোজা সাপটা জনগন হয়তো সরল মনে নেক হাছিলের আশায় শেয়ার দিবে (হয়তো নেক নিয়তের কারনে তাদের সওয়াব হইলেও হইতে পারে) কিন্তু মাইনষেরে বিভ্রান্ত করার কারনে আপনে কইলাম ছাড় পাইবেন না।
.
কব্বরে বিভিন্ন ক্যাটাগরীর ফেরেস্তারা যখন সকাল বিকাল ‘শেয়ার’ কইরা মুগুরের বাড়ি দিবো তখন ‘শেয়ার করে জানায়া দেয়ার’ ঠেলাডা বুঝবেন। squint emoticon
অতএব সাধু সাবধান

পেপারে আমার ছবি উঠবে না কারন আমি মেয়ে না

আমাগো ঘরের বাপ মা ভাই বোন সহ মোট ৬জন বাসিন্দার মধ্যে ৫ জনেরই বোর্ড পরীক্ষা দেওনের এক্সপেরিয়ান্স হইছে। এই ৫ জনের মধ্যে 'মহা ট্যালেন্ট' আমি ছাড়া বাকি ৪ জনেই A+/ গোল্ডেন A+/ স্কুলে-কলেজে হাইস্ট/ DU তে পড়ার সুযোগ/ পাইলট হওয়ার হাতছানি/ ক্লাসে ফার্স্ট/ মেধাবী হিসাবে স্কলারশীপ/ অমুক ক্রেস্ট/ তমুক ক্রেস্ট/ মেডেল এমন পড়ালেখা বিষয়ক বিভিন্ন এচিভিমেন্ট আছে।
.
আর একমাত্র ব্যাতিক্রম (!!) আমার এচিভমেন্ট হচ্ছে যেই বছর আমার মেট্টিকের রেজাল্ট দিছে হেই বছর থে শুরু কইরা আইজ পর্যন্ত (মেবি আমার মরার আগ পর্যন্ত) প্রতি মেট্টিক/ইন্টারের রেজাল্টের পরেই বাপের কমন বয়ান শুনা,
.
"মাইনষের পোলাপাইন কত্ত ভালো ভালো রেজাল্ট করে, অনাথ পোলাপাইন দিনে রিক্সা চালায় আর রাইতে ল্যাম্প পোস্টের নিচে বইয়া পড়াশুনা কইরা হায়িস্ট নাম্বার পায়। পেপারে তাগো ছবি আসে। ঘরের বড়ডায় ভালা কিছু করলে তার দেখাদেখি ঘরের বাকি গুলাও তাকে অনুকরন করে। দেইক্ষা কইলজা জুড়ায় যায়।।
আর আমার ঘরে পরথমেই জন্মাইছে একখান বলদ, খাইবো আর ঘুম যাইবো। পেপার পত্রিকা দেইখা ভালা কিছু শিখবো তা না, দুইন্নাইর যত ফেলটু পাব্লিক আছে হেগুলা হইছে হের আইডল!!........................................"
.
.
বাপেরে যে ক্যামনে বুঝামু, পেপারে ছবি উঠাটাই যখন টার্গেট তো হুদাই পড়ালেখার পিছে এতো কস্ট কইরা ছাত্র জীবনের ‘অমুল্য আনন্দময় সময়’ গুলান নষ্ট করন কি দরকার?
আমি দেশে হায়িস্ট নম্বর পাইলেও আমার ছবি জিন্দেগীতেও পেপারে আইতো না। কারন আমি তো মেয়ে না। squint emoticon
.
পনশ্চঃ এইবারো সকালে পেপার খুইল্লা আপু সমাজের ভি সাইনের ছবি দেইখা যা বুঝলাম দেশে শুধু মেয়েরাই ভালো রেজাল্ট করছে colonthree emoticon

শুক্রবার, ২৯ মে, ২০১৫

Money= শখ পূরনের খনি

বাস্তবতাঃ
Money= শখ পূরনের খনি
.
শান্তনাঃ
গরীবের শখ বইলা কিছু নাই, সব মিডিয়ার সৃষ্টি colonthree emoticon
— feeling ফয়িন্নি.

বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫

কথার সময় কাপড় ঠিক করা

একটা ব্যাপার কেউ খেয়াল করছেন কিনা জানি না, একটা চরম বিরক্তিকর মোমেন্ট যখন কোন মেয়ের সাথে কথা বলতেছেন আর ওয় কন্টিনিউয়াস কাপড়/ওড়না ঠিক করতাছে!!!
.
আবে হালায় কথা কইতাছি তোর মুখের দিকে চাইয়া তা গায়ের কাপড় লইয়া এতো মোচড়া মুচড়ি করতাছোছ ক্যা? মনেহয় যেন তোর লগে কথা কইতাছিনা, বইয়া বইয়া তর ফিগার গিলতাছি grumpy emoticon
.
প্রথম দুই চাইবার মানন যায়, নরমাল। বাট আপনে যতক্ষন কারো সামনে আছেন ততক্ষনই যদি আপনার সামনের জন শুরু থেকে প্রতি সেকেন্ডে কাপড়ই ঠিক করে তাইলে ক্যামনডা লাগে কন তো? 
.
নিজের কাছেই তো বিব্রতকর মনেহয়। মনেহয় আবার আমারে কি না কি ভাইবা বইয়া রইছে বা আমার এক্সপ্রেশনেই কোন ফল্ট আছে তাই হয়তো সামনে থাকতে আনকম্ফোটেবল ফিল করতেছে।
ফলাফল ৩০ মিনিট কথা কওয়ার নিয়ত কইরা আইলে ৩ মিনিটেই সারমর্মটা বইলা কাট মারো।
.
আধুনিক মানুষ, আপনেগো তো কাপড় নিয়া কোন কথা বলা যাবে না। তাইলে তো আবার ‘মেন্টালিটি’/ ‘দৃষ্টিভঙ্গি’ খারাপ ছেলে হইয়া যামু তাই কাপড় নিয়া কিছু কইতাছিও না।
.
কাপড় যা মনেচায় পিন্দা বাহির হন, মনে চাইলে না পিন্দাও বাহির হন প্রব্লেম নাই বাট যে কাপড় পড়লে আরেক জনের সামনে আইয়া ঠিক মত কথাই কইতে পারবেন না কাপড় ঠিক করার জ্বালায়, ছিঁড়া খ্যাতার লাহান উপরে ঢাকলে নিচে খালি হইয়া যায়, নিচে ঢাকলে উপরে খালি হইয়া যায় হেমন কাপড় পিন্দা বাহির হইতে কয় ক্যাডা?
.
.
অগ্রীম রিপ্লাই কমেন্টঃ “নিজের মেন্টালিটি চেঞ্জ করেন”/ “দৃষ্টিভঙ্গী চেঞ্জ করেন” অনেকেই কমেন্টে এই পুরান টেপ রেকর্ডার বাজাইবেন জানি।
মুখের দিকে চাইয়া কথা কওয়ার পরেও যদি মনেহয় মেন্টালিটি আরো চেঞ্জ করতে হইবো তাইলে ‘মেন্টালই’ হইয়া যাওন লাগবো।
.
আর দৃষ্টিভঙ্গি কইতে যে আসলে কি বুঝাইতে চান বুঝি না।
কোনদিন দেখা যাইবো দৃষ্টিভঙ্গী চেঞ্জ কইতে ছেলেদের চোখের পাতা দুইডা সেলাই কইরা হাতে সাদা ছড়ি নিয়া হাটার দাবি কইরা বইবেন আল্লাহয় জানে। 

সোমবার, ২৫ মে, ২০১৫

উচ্চারন

"ঐ রিসকা ডাক, সিঙ্গেলের মোড়ের দোকানে ল। গরুর মজক দিয়া পরোটা খামু"
.
"আইচ্ছা তোর জিলবা এত লম্মা ক্যা?? খালি খাই খাই করছ?"
.
"ছাগল আগে উচ্চারন ঠিক কর। জিলবা না, হইবো জিবলা "
.
.
confused emoticon

গরীবের সারপ্রাইজ

"তোর জন্য একটা সারপ্রাইজ আছে"
.
'আল্লাআআআআআআ তাইইইইইইইইইইইই সত্যিইইইইইইইইইইইইইইইই, দেখা দেখা তাড়াতাড়ি দেখা কি সারপ্রাইজ grin emoticon '
.
"তর জন্য সারপ্রাইজ আছে জাইন্না যে তুই অনেক সারপ্রাইজড হইছোস এইডাই তোর 'সারপ্রাইজ'!!!"
.
.
আমার লাহান গরীব মাইনষের কাউরে বিনা খরচে সারপ্রাইজ দেওনের ইহাই তরিকা wink emoticon

রবিবার, ২৪ মে, ২০১৫

বিশ্ব সেরা কমেডিয়ান হ্যাপি

যে কাউকে কাঁন্দানো অনেক সোজা কিন্তু হাসানো সত্যি কঠিন। চাইলেই এটা সবাই পারে না। দুনিয়াতে হাতে গনা কয়জন মানুষকে দেখছি এই কাজটা পারে। চার্লি চ্যাপলিন, মিস্টার বিন বা কপিল শর্মা। ঘুরে ফিরে এদের দেখেই আমরা হাসি।
.
এরা সবাই বিদেশী তাই মনের কোণে একটা আফসোস ছিলো আমাদের দেশে এতো মানুষ কিন্তু এমন কেউ নাই যে চাইলেই সবাইকে হাসাতে পারে, যার কাজ কর্ম দেখলে মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খাবে।
.
কথায় আছে সবর কা ফল মিঠা হোতা হ্যা। অবশেষে এ জাতি উপরোয়ালার কৃপায় অলওয়েজ হাসার জন্য একজন মানুষ পাইছে। তিনি এমন মানুষ যার কমেডির সামনে মিস্টার বিন, চার্লি চ্যাপলিন বা কপিল শার্মা কিছুই না।
.
দুই দিন পর পর ওয় এমন সব মৌলিক জোকস ডেলিভারি দেয় মাঝে মধ্যে তো মনেহয় ফ্যানের রেগুলেটরের মত হাসি কন্ট্রলেরো রেগুলেটর থাকা উচিৎ। নাইলে তো হাসতে হাসতে মারাই যামু।
.
.
সি ইজ নন আদার দেন রুবেলের এক্স ডার্লিং 'নাজনিন আক্তার হ্যাপি'।
ঝাতিও তারে পাইয়া হ্যাফি colonthree emoticon

শনিবার, ২৩ মে, ২০১৫

মানুষের মৌলিক চাহিদা প্রধানত ৬ টি

মানুষের চাহিদার শেষ নাই। তবে বাঁচার জন্য অন্তত মৌলিক চাহিদা পূরন হওয়া চাই। মানুষের মৌলিক চাহিদা প্রধানত ৬ টি।
জি ভূল দেখেন নাই বা ভূল লিখি নাই, ৬টাই। অন্তত বাংলাদেশের জন্য হইলেও ৬টা।
.
১.অন্ন ২.বস্ত্র ৩.বাসস্থান ৪.চিকিৎসা ৫.শিক্ষা
.
.
এবং মোস্ট ইম্পর্টেন্ট....... ৬. এসি 

শুক্রবার, ২২ মে, ২০১৫

'গরম যখন আসে চার পাশ থেকেই আসে

আপনি গরমে বাহিরে হাওয়া খাইতে যাবেন দেখবেন হাওয়া গায়েব উল্টা সূর্য্যে হের ডিসপ্লে আরো হাই রেজুলেশন ক্রিস্টাল ক্লিয়ার কইরা দিছে squint emoticon 
.
ঘরে আইয়া ফ্রিজের থে ঠান্ডা পানি নিয়া খাইতে যাইবেন দেখবেন কারেন্ট নাই পানিও ঠান্ডা হয় নাই!! 
গোছল করতে যাইবেন দেখবেন কল দিয়া গরম পানির ফোয়ারা বইতাছে!!
ফ্যান ছাড়বেন দেখবেন ফ্যানের থে গরম বাতাস ডেলিভারি হইতাছে!!! 
হালকা পাতলা কাপড় পিন্দা একটু গরম কমাইতে যাইবেন দেখবেন কাপড়ো গরম হইয়া আছে!! বিসনায় একটু হেলান দিয়া শুইতে যাইবেন বিসনাও গরম!!
.
.
ওয়ান্স আপনে টাইম মাইনষে কইতো 'আপদ বিপদ যখন আসে চার পাশ থেকেই আসে'
এখন মনেহয় প্রবাদ এডিটানির টাইম হইছে। এডিট কইরা এখন বলা যায় 'গরম যখন আসে চার পাশ থেকেই আসে' squint emoticon

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

সৌন্দর্য্য মনেহয় ট্যাকাই আমগো দেখায়

ক্লাসের যেই মাইয়ার দিক কোন পোলা ফিরাও চায় না ফেবুকে হেইডার প্রোপিক দেইখা বেকে ফিদা!!! কারন প্রোপিকটা ডিস্লারে তোলা।
.
ছিড়াবিড়া ত্যানা ড্রেস পিন্দা আর উষ্ক খুষ্ক জং ধরা কালারের চুলয়ালা মেয়েটারে রাস্তা দিয়ে হাইট্টা যাওয়ার সময় পাগলী লাগে। গাড়িত উঠার পরে উইন্ডশীল্ডের ওপাশ থেকে তারেই আবার রুপকথার রাজকন্যা লাগে!!!
কারন গাড়িটা মার্সিডিজ।
.
সৌন্দর্য্য মনেহয় ট্যাকাই আমগো দেখায়, আমগো চোখ তো শুধু উছিলা মাত্র colonthree emoticon

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

‘লজ্জা শরম’ শব্দটার অর্থ কি রিসেন্ট চেঞ্জ হইছে নি

ঘটনা-১
গুলশান টু মিরপুরের বাসের লাস্টের আগের সিট।
.
‘দেখো ছেলেটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। বদমাইস একটা। তুমি কিছু বলবা??’
.
“এক্সকিউজমি, আপনি এভাবে হাআআ করে তাকিয়ে কি দেখছেন?”
.
< “আপনাগো ডলাডলি দেখতেছি colonthree emoticon ”
.
“কেমন ফাজিল ছেলে দেখছো বলছিলাম না। একে তো অপরাধ করে তার উপরে আবার জোর গলায় বলে, সাহস কত। কাপড় চোপড়ে তো দেখতে ভদ্র মানুষ মনেহয় ভিতরে এত নোংড়া চিন্তা। এভাবে আমাদের দিকে তাকায় আছেন, আপনার লজ্জা শরম নাই নাকি, ফালতু কোথাকার!!!!!”
gasp emoticon gasp emoticon
.
.
ঘটনা-২
রাস্তার পাশে খোলা আকাশের নিচে
.
“ঐ মিয়া এমনে চাইয়া চাইয়া কি দেখেন??”
.
“আপনার মুত্র বিসর্জন করা দেখি colonthree emoticon ”
.
“ কেউ মুতার সময় এমনে কেউ তাকায় থাকে? আপনার কি শরম ভরম কইয়া কিছু নাই নাকি?”
gasp emoticon gasp emoticon
.
.
আইচ্ছা ডিক্সনারীতে ‘লজ্জা শরম’ শব্দটার অর্থ কি রিসেন্ট চেঞ্জ হইছে নি?? মাথায় তো ঠিক কিছু ধরতাছে না। কাগো লজ্জা শরম পাওয়ার কথা আর উল্টা কারে ‘লজ্জা শরম’ পাওয়ার জন্য ঝাড়ি দেয়!!! confused emoticon
.
(বিঃদ্রঃ ঘটনা পুরা সত্যাবলম্বনে কাল্পনিক। গুলশান টু মিরপুরের বিহঙ্গ বাসে পিছনের আগের সিটে বসে হাফ বাসর রাইত করা কোন কাপল বা রাস্তায় দাড়ায়া মুত্র বিসর্জনরত কোন ‘সুফী’ পাব্লিকের কর্মের সাথে মিলে গেলে এটা কাকতালীয় মাত্র। এতে সুসান দায়ী নহে colonthree emoticon 

রবিবার, ১৭ মে, ২০১৫

একটা মেয়ে রেপ হয়ে মারা গেলো কিছুই যে লিখলেন না

আচ্ছা একটা মেয়ে রেপ হয়ে মারা গেলো কিছুই যে লিখলেন না?
- ‘ক্যা আমি এমন কে যে লিখতেই হবে আর লিখলে কি বা হবে??’
.
দুনিয়ার সব সাবজেক্ট নিয়ে স্টাটাস দেন, আর এটা নিয়ে দিবে না?? gasp emoticon কিছু না হোক এট লিস্ট নিজের অবস্থান থেকে প্রতিবাদ তো করা হবে
- ‘আইচ্ছা মনে করেন দিলাম একখান জ্বালাময়ী স্টাটাস, হের পর কি করতে হইবো?’
.
‘রেপিস্টের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে’
- ‘মনেকরেন হইলাম, হের পর?’
.
‘মানব বন্ধন, অন্নশন করে এর প্রতিবাদ জানাতে হবে’
- ‘ধরেন তাও জানাইলাম, হের পর?’
.
রেপিস্টদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
- ‘ঢাহা শহরে একি বিল্ডিং এর উপ্রের ফ্লাটে কয় জন মানুষ থাকে তা নিচের ফ্লাটের কেউ জানে না, এই সামাজিকতা লইয়া নি আবার সামাজিক আন্দোলন!! আইচ্ছা যান ওইডাও করলাম, বহুত কিছুই তো হেই কখন থে করার কথা কইতাছেন... ফাইনাল গোল কি মানে শেষে কি করবেন হেইডা কন’
.
‘অপরাধীকে ধরে আঈনের হাতে তুলে দিতে হবে’
- ‘হইছে এলা খ্যান্ত দেন। আঈনের হাতে তুইলা দিবেন আর হেরা আঈনের আরেক হাতে একটা বান্ডিল দিয়া বা উপর থেকে একটা হ্যালো দিয়া বাহির হইয়া আপনার ঘরেরি কোন একটারে উল্টা রেপ কইরা বইবো।
এর চেয়ে একবাটি মুড়ি চানাচুর শইশার তেলের লগে মিলায়া খাইতে থাকেন আর ফেবুকে নজর রাখে। বেশি হইলে এক সাপ্তাহ হের পরেই দেখবেন সবাই এই ঘটনাও খাইয়া ফালাইছে’
.
‘তার মানে কি এভাবেই চলবে!! কিছুই বলবো না’
- ‘এত সুশীল হইতে কইছে কেডা? শেষের কামডাই আগে করেননা শুধু একটু অন্য ভাবে। মানে যে এই কাম করে হেরে পাইলে নগদ ধইরা জায়গা মত কাইট্টা দেন, যেইডায় আবার সুশীলতা দেখায়া বাংলা সিনেমার মত কইবো ‘আঈন নিজের হাতে তুলে নিবে না’ লগে ওইডারটাও কাইট্টা দেন।
এমন কয়টা ঘটনার পর সিউর থাকেন পরে দিন সকাল থেকে রেপ হওয়া তো দূরের কথা কেউ কার লগে বিবাহ বহির্ভূত সেক্সুয়াল কাজকারবার করতে গেলেও ১০১ বার ভাইব্বা নিবে ‘যদি জিএফ এর লগে ব্রেকাপ হইয়া যায়/ কোন প্রসের লগে টাকা নিয়া কাইজ্জা বাধে তখন তো আবার রেপ কেসে পইড়া আমার টাও যাইবো!! থাক বাপ মাফো চাই দোয়াও চাই, এর চেয়ে ভালা উত্তেজনাটাই বরং কমাই’’
.
সত্যি কইতে এই দেশে মাইরের উপ্রে কোন ঔষূধ নাই।
.
(বিঃদ্রঃ ইহা কয়েকজনের কনভার্সেশন একসাথ কইরা এর পরে কাল্পনিক একখান বানাইছি। আবার দেইখেন দুই লাইন নিজের সাথে মিল্লা গেলেই কইয়েন না ইনবক্সের সব কথা ফাঁস কইরা দেই squint emoticon )

শনিবার, ১৬ মে, ২০১৫

ইন শবে মেরাজ

আগে মাইনষে অসুস্থ হইলে আল্লাহ আল্লাহ করতো
এখন মাইনষে অসুস্থ হইলে নিজে প্রে না কইরা ফেবুকে ‘ফ্রে ফর মি’ কইয়া স্টাটাস দেয়। 
.
আগে ঝড় হইলে মাইনষে আল্লাহ আল্লাহ করতো
এখন ঝড় হইলে মাইনষে ছাদে বৃষ্টি বিলাস করে।
.
আগে ভূমিকম্প হইলে মাইনষে আল্লাহ আল্লাহ করতো
এখন ভূমিকম্প হইলে ‘আর্থ শেকিং সেলিব্রেট’ করে!!
.
আগে ঠাডা পড়লে মাইনষে আল্লাহ আল্লাহ করতো
এখন ঠাডা পড়লে মাইনষে ডিস্লারে ঠাডার ফটোশুট করে!!
.
আগে কেউ মরলে মাইনষে আল্লাহ আল্লাহ করতো
এখন কেউ মরলে মাইনষে লাশের লগে সেলফি তুলে!!
.
.
আগে শবে মেরাজের রাতে মাইনষে আল্লাহ আল্লাহ করতো
এখন শবে মেরাজের রাতে.......................
আশা করি এখনো মাইনষে আল্লাহ আল্লাহই করবে, না পারলে এশা আর ফজরটা অন্তত জামাতে পড়বে (তাইলে সারা রাত নফল এবাদতের সোওয়াব)
তাও না পারলে ঘুমানোর আগে সূরা এখলাস তিনবার পড়বে (এতে এক খতম কোরআন তেলোয়াতের সমান সোওয়াব পাওয়া যায়)
.
এর থে সোজা আর কোন আমল আপাতত আমার জানা নাই। 

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

দুনিয়ার সব পিকুলিয়ার পাব্লিক

দুনিয়ার সব পিকুলিয়ার পাব্লিকডি মনেহয় আমগো বিল্ডিং এই থাকে। এই বিল্ডিং এ থাকা অবস্থায় অনেকবারই ভূমিকম্প হইছে।
.
একবার ভূমিকম্পের সময় সামনের ফ্লাটের চাচা মিয়ার ডায়ালগ, (হুবহু মনে নাই, অনেকটা এমন)
ঐ ভূমিকম্প, তাড়াতাড়ি আমার পাঞ্জাবি দে......... আরে জুতা কইইইই জুতা পাইনা ক্যা, জুতা ছাড়া নিচে যামু ক্যামনে.......... দড়জা জানালা খোলা রাইখা যাস কই। জানালা সব লাগায়া আয়... আরে দড়জায় চাবি কইইইইইইইইইইই, দেখসো দরজা খোলা রাইখা যাইতাছে গা, মেজাজটা কেমন লাগে grumpy emoticon 
.
ততক্ষনে ভূমিকম্প শেষ।
.
আইজগা উপ্রের তলার এক আপায় মোবাইল টিপতে টিপতে নামতাছে আর কারে জানি গাইল্লাইতাছে “ধুরররররর দুই দিন পর পর কি শুরু করছে, এই নাড়ানাড়ি আর ভাল্লাগে না” gasp emoticon
(মনেহয় যেন কেউ ইচ্ছা কইরা নাড়াইতাছে)
.
আরেক বার এক বাসায় মিনি হাতি তাড়াহুড়া কইরা নামতে গিয়া বর্ষা কালের সিএনজির লাহান সিডিত আটকাইয়া গেছে, সামনেও যায় না পিছেও আহে না। পিছে ততক্ষনে গুলিস্তানের জ্যাম লাইজ্ঞা গেছে।
.
এন্ড লাস্ট, পাশের ফ্লাটে মোটামুটি সব খানেপিনেয়ালা বংশের মানুষ জন থাকে। কোনডার ওজন ৯০ কেজির কম হইবো না। আজকে এত জোরে নাড়ানি দিসে সব বাসার মানুষ বাহির হইছে এগো ঘরের কারো খবর নাই। পরে আম্মায় যাইয়া জিগাইল, কাহিনি কি ভূমিকম্প হইলো বাহির হইলেন না যে।
হেরা মনেহয় আকাশ থে পড়ছে,
ভূমিকম্প!!!!! gasp emoticon বলেন কি?? কখন হইলো, ঐ তুই টের পাইসোস? তুই পাইসোস? নাহ আমাদের ঘরের কেউই তো টের পায় নাই!!
.
হাদে কি কই ভূমিকম্পের কাপাকাপি দিয়া ওজন বুঝন যায়।
.
২মিনিটের কম্পন বন্ধের পরেও যদি আরো ৬মিনিট স্প্রিং এর মত নড়তেই থাকেন তাইলে বুঝবেন আপনি আন্ডার ওয়েট,
যদি কম্পন বন্ধের সাথে সাথে আপনেরো নড়া নড়ি বন্ধ হইয়া যায় তাইলে বুঝবেন ওজন ঠিক আছে।
.
আর যদি ভূমিকম্প আপনারে নাড়াইতেই না পারে এর মানে আপনে হাতির বংশধর। সকাল বিকাল হটাহাটি শুরু করেন।
আপনাগো ওজনে তো কমলার লাহান দুইন্নাইডা সিলভারের পাতিলের লাহান ট্যাপ খাইয়া যাইতাছে 

সোমবার, ১১ মে, ২০১৫

ফেবুকে মৃত ব্যাক্তি নিয়া হা হুতাশ

লাস্ট কয়েক বছরে যা দেখলাম কেউ অকালে মারা গেলে ফেবুকে ঐ মৃত ব্যাক্তির চেয়ে তাঁর বউ/জিএফ কে নিয়ে হা হুতাশ মুলক স্ট্যাটাস বেশি!! লগে পারলে মেয়েটার আইডি সহও দিয়া দেয়!!
‘ইসসস আহহহ মেয়েটার কি হবে’ বা ‘মেয়ে টা এত কস্ট কিভাবে নিবে’... হুম কথা ঠিক। আপন কেউ চলে গেলে কস্ট লাগবেই বাট কোন খানে দেখলাম না ‘তাঁর বাপ মায় এত কস্ট কিভাবে নিবে’ এই টাইপের কোন লেখা। 
.
ক্যারে ভাই বউ/জিএফ জুটছে কয়দিন?? বাপ মায়ে যে পয়দা কইরা পাইল্লা বড় করল হেগো কিছু হইবো না?? আমি তো যদ্দুর জানি, সবচেয়ে ভারী জিনিস বা কস্টের ব্যাপার হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। (এটা আসলে কোন ইম্পর্টেন লাইন না, জাস্ট বাপ মায়ের কথাটা মনে করায় দিলাম। কেউ মারা গেলে খারাপ সবারই লাগে)
.
আরেকটা ব্যাপার, মারা যাওয়ার পরে মৃত ব্যাক্তির ছবি হাজার হাজার শেয়ার দেয়ার মানে কি?? কোন রেফারেন্স মনে নাই তয় যদ্দুর জানি মৃত ব্যাক্তির ছবির ব্যাপারে কঠোর নিষেধ আছে। এইটা শুধু আমি না, ল্যাদা কাল থেকে অনেকেই জানেন।
তো হুদ্দাই আবেগের ঠেলায় নিজের গুনা বাড়ান ক্যা লগে আরেক জনেরেও আপনার মত কাম করতে দেয়ার সুযোগ কইরা দেন ক্যা?

বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

মধ্যবৃত্ত, নাকি মধ্যবিত্ত

ছেলে পড়াশুনা শেষ করে। বাবা চাকরি থেকে অবসর নেয়। মায়ের ডায়বেডিক্স, বাতের ব্যাথা শুরু হয়।
দুইজনেরই স্বপ্ন ছেলে ভালো চাকরি পাবে, সংসারের হাল ধরবে, বিয়ে করে ঘরে বউ আনবে। মা বউ এর উপরে সংসার ছেড়ে দিয়ে অবসর নিবে। ফুটফুটে নাতি-নাতনি হবে, ওদের নিয়ে দুই বুড়োবুড়ি তাদের গল্পের ঝুড়ি খুলে বসবে।
.
কিন্তু বুড়বুড়ির স্বপ্ন এক জায়গাতে গিয়ে হ্যাং খায়। কারন ছেলে ‘বেকার’!!।
.
পাশের বাড়ির ছেলেটার ভালো চাকরি হয়। তাঁর মা ছেলের চাকরির খুশিতে মিস্টি নিয়ে আসে সাথে এ বাড়ির ছেলের জন্য এক গাদা আফসোস রেখে যায় কারন এ বাড়ির ছেলে ‘বেকার’।
.
ওদিকে এক মেয়ে স্বপ্ন দেখে তাঁর মনের মানুষের সাথে বিয়ে হবে, ছোট্ট একটা সংসার হবে, পছন্দের মানুষের সাথে সারা জীবন পাশাপাশি থাকবে কিন্তু তাঁর স্বপ্নও এক জায়গায় যেয়ে হ্যাং খায়।
কারন ছেলে ‘বেকার’!!
.
হ্যাং থাকতে থাকতে একদিন মেয়েটার বিয়ে হয় কোন এক গাড়ি/বাড়িয়ালার সাথে। মেয়েটা হয়ত জানেই না যে এককালে তাঁর স্বামী নামক ছেলেটাও ছিলো ‘বেকার’।
.
.
বেকার ছেলেটার অবশ্য স্বপ্ন হ্যাং খায় না, কারন সে স্বপ্ন দেখারই সময় পায় না। বাবাকে রেহাই দিয়ে সংসারের হাল ধরার চিন্তায় রাতের ঘুম হারাম, আর দিনের বেলা চাকরির জন্য এই অফিস থেকে ওই অফিসে দৌড়াদৌড়ি। হ্যাং হওয়ার মধ্যে ভবিষ্যতের চিন্তায় ঘুমটাই হ্যাং হয়।
.
একদিন বেকার ছেলেটারও চাকরি হয়। বুড়া বুড়ির হ্যাং খাওয়া স্বপ্ন গুলো আবার একটিভেট হয়। খাবার টেবিলে বাবা ছেলেতে ঠেলাঠেলি চলে মাছের মাথাটা কে কার প্লেটে দিবে।
.
বুড়ি পারলে পুরা দুনিয়াকে মাইকিং করে জানায় ছেলে আর বেকার নেই। আসে পাশের বাড়িতে ছেলের চাকরির খুশিতে মিস্টি দিয়ে আসে সাথে অন্য বাড়ীর ‘বেকার’ ছেলেটার জন্য এক গাদা আফসোস রেখে আসে।
.
ছেলের প্রমশন হয়। ছেলে গাড়ি কিনে, পুরান বাসা ছেড়ে বাবা মাকে নিয়ে বড় ফ্লাটে উঠে। অতঃপর ছেলের জন্য মেয়ে দেখা শুরু হয়। একদিন কোন এক মেয়ের সাথে বিয়েও হয়ে যায়। ছেলেটা হয়তো জানেই না তাঁর স্ত্রীর আগের ভালোবাসা এখনো ‘বেকার’।
.
.
.
এভাবেই নিয়তির চিত্রনাট্য কাটা কম্পাসের আদলে মাঝের একটা বিন্দুর চারপাশে গোলাকার বৃত্রের মত ঘুরতেই থাকে। এর নামই মধ্যবৃত্ত, নাকি মধ্যবিত্ত।
.
এই মধ্যবিত্তে যাদের জন্ম তাদের মাঝে খুব কম মানুষই এই বৃত্তের বাহিরে যেতে পারে। ইচ্ছা থাকুক আর না থাকুক বেশিরভাগকে এই বৃত্তের মাঝের নিয়তিই মেনে নিতে হয়।

মঙ্গলবার, ৫ মে, ২০১৫

কি কইয়া ডাকমু??

“তোগো মাইয়া মাইনষেরে লইয়া কোথাও যাইতে হইলে এই এক জ্বালা। শাড়ি পিন্দতে লাগাছ ২ ঘন্টা মেকাপ করতে লাগাছ চাইর ঘন্টা”
-- “ঐ মেয়ে মানুষ কি? মেয়ে মানুষ কি? আমার ভাবতে খারাপ লাগে তোর মত একটা ছেলে আমার ফ্রেন্ড যে কিনা এখনো মেয়েদের ‘মানুষ’ হিসাবে দেখে না, জাস্ট ‘মেয়ে মানুষ’ হিসাবে দেখে..”
.
“তোগো পোলা মাইনষেরে লইয়া কোথাও যাইতে হইলে এই এক জ্বালা। শাড়ি পিন্দতে লাগাছ ২ ঘন্টা মেকাপ করতে লাগাছ চাইর ঘন্টা”
-- “ঐ হারামী আমারে পোলা মনেহয়?? থাপড়াইয়া দাঁত সব কয়টা ফালায়া দিমু। মাইয়া দেখলেই তোগো খালি তারে পচাইতে মনেচায় না? ফাজিল কোনহানকার। মেয়েদের শুধু ‘মেয়ে’ না ভেবে ‘মানুষ’ হিসাবে দেখতে শিখ ”
.
“তোগো হিজলা মাইনষেরে লইয়া কোথাও যাইতে হইলে এই এক জ্বালা। শাড়ি পিন্দতে লাগাছ ২ ঘন্টা মেকাপ করতে লাগাছ চাইর ঘন্টা”
-- “কুত্তাআআআআআআআআআআ আমি হিজলাআআআ!!?? হারামী বাহির হ, যামু না তো লগে। যেই ছেলে মেয়েদের ‘মানুষ’ হিসাবে না দেখে শুধু ‘মেয়ে’ মনেকরে ফাইজলামি করেই যায় তার সাথে কোথাও যাওয়ার মানে নাই। যা ভাগ.. ”
.
.
কয়েক বছর পর,
“দোস্ত জানস তানিয়ার তো বাচ্চা হইছে”
-“আল্লাআআআআআ তাইইইইইইই। শো শুইট। ছেলে না মেয়ে হইছে?”
“মানুষ হইছে”
- “ মানুষের পেট থেকে তো মানুষই বাহির হবে তা তো আমিও জানি। ছেলে হইছে না মেয়ে হইছে? ”
.
“আরে কইলাম না মানুষ হইছে”
- “ভার্সিটি লাইফ শেষ কইরাও তোর কি মেয়েদের সাথে ফাইজলামী করার পুরান বদ স্বভাব এখনো যায় নাই না?? শুন মেয়েরা ফাইজলামির কোন বস্তু না, মেয়েদের ‘মেয়ে’ হিসাবে না দেখে ‘মানুষ’ হিসাবে দেখতে শিখ ”
.
.
মোর জ্বালা, মেয়েরে ‘মেয়ে’ কইলে ছেলে খ্রাফ, মেয়েরে ‘ছেলে’ কইলেও ছেলে খ্রাফ
মেয়েরে ‘হিজলা’ কইলেও ছেলে খ্রাফ, মেয়েরে ‘মানুষ’ কইলেও ছেলে খ্রাফ!!
আব্বে হালায় তাইলে কমুডা কি?? gasp emoticon

জীবনে আরেকটা প্রাপ্তি যোগ হলো।

জীবনে আরেকটা প্রাপ্তি যোগ হলো। অবশেষে 'ব্ল্যাক বেল্ট' পাইলাম kiki emoticon
.
.
.
.
.
.
বেল্টটা ওয়াড্রপের ড্রয়ারের চিপায় পইড়াছিলো। বহুত খোঁজাখুজির পরে পাইছি devil emoticon

সোমবার, ৪ মে, ২০১৫

আগে, স্টাটাসঃ "ভূমিকম্প হইছে"

আগে, স্টাটাসঃ "ভূমিকম্প হইছে"
কমেন্টঃ "সত্যি হচ্ছে? কই টের পাই নাই তো, আর কেউ টের পাইছে?"
.
এখন, স্টাটাসঃ "ভূমিকম্প হইছে"
কমেন্টঃ "টের পাইলাম নাতো, প্রুফ কি? লিঙ্ক দেন"
.
ভবিষ্যতে স্টাটাসঃ "ভূমিকম্প হইছে"
কমেন্টঃ "টের পাইলাম নাতো, প্রফ কি? কাঁপানো স্ক্রিনশর্ট দেন!!!" confused emoticon

শুক্রবার, ১ মে, ২০১৫

ভোট দেওয়া বয়স ১৮+ মানুষে কাজ

ভোট দেওয়া বয়স ১৮+ মানুষে কাজ। ................১
‘বয়স ১৮+’ মানে 'অসামাজিক' কাজের সাইন..........২
.
২ নং সমীকরণ এর মান ১ নং এ বসিয়ে পাই,
"ভোট দেওয়া অসামাজিক মানুষের কাজ"
.
আমি ভোট না দিয়া বাড়িত ঘুম গেছি মানে আমি অসামাজিক কাজ করি নাই।
অর্থাৎ আমি ছেলে ভালো।
(প্রমানিত)
# আজকে শুক্রু বার। আমাদের দেশে সরকারী ছুটির দিন আর আমার একমাত্র সাপ্তাহিক ছুটির দিন।
আজকে পহেলা মে। সারা দুনিয়ার ছুটির দিন।
.
# "কালকে এসে এনি হাও ঢাকায় সব কাজ শেষ করে জিনিস সব প্লাণ্টে পাঠাবা, পরশুর পরের দিন প্রধান্মন্ত্রী উদ্বোধন করবেন"। 
এই 'কালকে'টাই আজকে। মে দিবস/ শুক্রু বার এর ধার ধারনের টাইম নাই।
.
# "একমাত্র গার্মেন্টসের মাইয়াডি বাদ দিলে, পোলাগো তুলনায় অফিসে 'ম্যাডাম' ডাকার মত মাইয়াগো তেমন কোন কাম নাই। হুদ্দাই এসির তলে বসায় বসায় চেহারা একখান দেখায়া এডিরে মাসে মাসে ট্যাকা কতডি দেয়।
দুইন্নাইর ঝাড়ি, দাবড়ানির উপ্রে থাকে পোলাডি আর লাস্ট মোমেন্টে পোলাডির আগাইয়া দেয়া কাজের প্রেজেন্টেশন কইরা বসেগো বাহবাহ কামায় এক্সিকিউটিভ মাইয়াডি... ".... ............পরিচিত মাইয়া কতডির লগে আমার প্রায়ই এই সাব্জেক্টে কাইজ্জা লাগে।
.
# প্রধানমন্ত্রীও অনেক কাজ করেন। ৩ তারিখে একটা সুইচ চাইপ্পা ৪টা পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন। দেশ কারেন্টের বন্যায় ভাইসা যাবে। কারেন্টের বন্যায় ভাসানোর পিছনের আমার কোন অবদান নাই, ঐটা ইঞ্জিনিয়ারদের কাজ।
শুধু আপায় যে সুইচ একখান এক সেকেন্ডের জন্য চাপ দিয়া পর্দা সরাইবেন হেইডার এরেঞ্জমেন্টের পিছে দৌড়াইতে দৌড়াইতে সাপ্তাহ ধইরা খাওয়া ঘুম এর ১২টা বাইজ্জা গেছে সাথে পাও থে মাথা পর্যন্ত ব্যাথা।
.
এক সুইচ চাইপ্পা পর্দা সরানির এরেজমেন্টেই এতো ঘাম ঝড়াইতে হয় আর যারা লাস্ট কয়েক বছর ধরে পাওয়ার প্লান্ট টা 'কারেন্টের বন্যায় ভাসায়া' দেয়ার জন্য দাড়া করাইছে তাগো না জানি কেমন ঘাম ঝড়ছে।
.
বাট দিন শেষে ক্রেডিট গোউজ টু, যিনি সুইচ চাপবেন তার কান্ধে। তিনি এতো বিদ্যুৎ বাইছেন এন্ড সাপ্লাই দিচ্ছেন, অনেক কাজ করছেন। এর পিছনে হাজার মাইনষের ঘাম ততক্ষন রোদে শুকায়া গেছে।
.
আসলে ব্যাপারটা এমনই হয়, কস্ট কম বেশি সবাই করে। বেশি করে ক্যামেরার পিছের মাইনষেরা নাম ফুটে ক্যামেরার সামনের হাত ধইরা প্রেম পিরিতে অভিনয় করা মাইনষের। মজায় মজাও লয় সাথে নামে নামো কামায়। পিছেরডি কুত্তা খাটানটা খাটে সাথে নুন থে চুন খসলে রাস্তার কুত্তার লাহান লাত্থিও খায় grumpy emoticon
.
.
# স্টাটাস টা কি নারীবাদী, না নারী বিদ্ধেষী, না কোন দলের পক্ষে, না বিপক্ষে কইতে পারি না। মেজাজ খ্রাফ। রাত একটায় ঘুম দিসি চারটায় উঠছি। কাম কাজ গুছায়া 'শুক্রুবার', 'মে দিবসে' দৌড়াও squint emoticon
.
.
সবাইকে হ্যাপি মে ডে।
('মে' মানে 'May' না 'girl' জানি না তয় 'মেয়ের' এর মান রাখছে। অফিসের মাইডার ছুটি colonthree emoticon )