১. ল্যাদা কালে দেখতাম কয়দিন পরপরি মসজিদে জুম্মা শেষে কিছু পাব্লিক একটা লিফলেট বিলি করতো। সৌদিতে কোন বুজুর্গ জানি সপ্নে কি দেখছে ঐটার বিবরন। সত্য হইলেও হইতে পারে সেটা সমস্যা না, সমস্যা হইলো নিচে লেখা (হুবহু মনে নাই অনেকটা এমন) ‘এই কাহিনি ছাপায়া আরো ২০/৩০ জনকে বিলি করলে তিন দিনের মধ্যে অনেক বড় কোন কিছু পাইবেন আর না করলে অনেক বড় ক্ষতি হবে!!’
.
ফলাফল পরের সাপ্তাহে আবারো একি লিফলেট অন্য কারো কাছ থেকে পাই!! (মেবি অয়ান কাইন্ড অফ শিরিক। আল্লাহর কাছে চাইবেন না বাট লিফলেট বিলি কইরা বড় কিছু পাওনের আশা করবেন/ না করলে ক্ষতি হবে ঐ ভয় করবেন!! )
.
২. মোবাইলের স্বর্ণ যুগে মানে যখন সারা রাইত ফ্রি আবার ৫ টাকায় ৫হাজার মেসেজ ফ্রি আছিল তখনো মোবাইলে কোন আয়াত মেসেজ করে পাঠাইতো আর শেষে লিখা থাকতো “এটা আরো ২০ জনকে পাঠাইলে তিন দিনের মধ্যে বড় কিছু পাবো নাহলে অনেক বড় ক্ষতি হবে”
যেদিন থে ঐ ফ্রি অফার শেষ হেই দিন থে এই আয়াত পাঠানও শেষ colonthree emoticon
.
৩. এখন ফেবুকে যুগ। উপরের তামাসা এখন ইনবক্সে প্রায় সময় দেখি। তার সাথে আরো অনেক কিছু ওয়ালেও দেখি। যেমন ফটোশপ দিয়া কাঠাল পাতায় বা মাছের পেটে বা ডেউয়া ফলের মাঝে ‘আল্লাহু’ লেইখা এইবার তা পোস্ট করে ‘সোবাহানাল্লাহ মাছের পেটে খোদার নাম, এটার জন্য কয়টা লাইক!!!’
.
আবার আরেক ছাগল দেখলাম কাবা ঘরের একটা সাদা কালো ছবি দিয়া কয় ‘এইটা কাবা ঘরের ১০০০ বছর আগের ছবি, সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
মাশাল্লাহ শেয়ারো পড়ছে লাখ খানেক!!!
আব্বে ছাগলের জাত, এক হাজার বছর আগে তোর কোন নানায় আইয়া ক্যাম্রা আবিষ্কার কইরা দিয়া গেছিলো?? squint emoticon
.
আরেক জনেরে দেখলাম কাবা ঘরের উপ্রে পোকেমনের লাহান (এই শব্দ টা নিশম ভাই থেকে পাওয়া tongue emoticon ) সাদা কি একখান ছবি দেখায়া কয় ‘কাবা ঘরের উপ্রে এইটা ফেরেস্তা, ক্যাম্রায় ধরা পড়ছে!! সোবাহানাল্লাহ কয়টা লাইক??’ squint emoticon
আল্লাহয় ফেরেস্তাদের হাইডা কইরা রাখে আর ক্যাম্রার বুঝি এতই খমতা হইয়া গেছে আল্লাহর হাইড করা জিনিস ধইরা ফালাবে??
.
এন্ড লেটেস্ট
‘২ জুন শবেবরাত, ১৭ জুন মাহে রমজান, ১৭ জুলাই রোজার ঈদ, ২৪সেপ্টেম্বর কোরবানীর ঈদ। এই মেসেজ যে অন্যকে দিবে মহানবী সাঃ বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
.
ঝাতির বিবেক ঝানতে চায়, ১৪শ বছর পূর্বে মহানবী সাঃ কখন কারে কোন জায়গায় কইছে যে ২০১৫ সালে ২ জুন শবে বরাত বা ১৭ জুন মাহে রমজান?? আর চাঁদ যদি একদিন আগে পরে উঠে তখন???
.
.
দ্যাখ ভাই, ফেবুকে লাইক শেয়ার আরো বহুত ভাবেই পাওয়া যায়। এই সব ঘরে বইয়া নিজে বানাইন্না হাদিস পোস্ট দিয়া আবার তা মাইনষেরে শেয়ার কইরা নেকী হাসিল করতে কইয়া প্রতি শেয়ারে হুদ্দাই নিজের পাপ বাড়াইছ না।
.
সোজা সাপটা জনগন হয়তো সরল মনে নেক হাছিলের আশায় শেয়ার দিবে (হয়তো নেক নিয়তের কারনে তাদের সওয়াব হইলেও হইতে পারে) কিন্তু মাইনষেরে বিভ্রান্ত করার কারনে আপনে কইলাম ছাড় পাইবেন না।
.
কব্বরে বিভিন্ন ক্যাটাগরীর ফেরেস্তারা যখন সকাল বিকাল ‘শেয়ার’ কইরা মুগুরের বাড়ি দিবো তখন ‘শেয়ার করে জানায়া দেয়ার’ ঠেলাডা বুঝবেন। squint emoticon
অতএব সাধু সাবধান
.
ফলাফল পরের সাপ্তাহে আবারো একি লিফলেট অন্য কারো কাছ থেকে পাই!! (মেবি অয়ান কাইন্ড অফ শিরিক। আল্লাহর কাছে চাইবেন না বাট লিফলেট বিলি কইরা বড় কিছু পাওনের আশা করবেন/ না করলে ক্ষতি হবে ঐ ভয় করবেন!! )
.
২. মোবাইলের স্বর্ণ যুগে মানে যখন সারা রাইত ফ্রি আবার ৫ টাকায় ৫হাজার মেসেজ ফ্রি আছিল তখনো মোবাইলে কোন আয়াত মেসেজ করে পাঠাইতো আর শেষে লিখা থাকতো “এটা আরো ২০ জনকে পাঠাইলে তিন দিনের মধ্যে বড় কিছু পাবো নাহলে অনেক বড় ক্ষতি হবে”
যেদিন থে ঐ ফ্রি অফার শেষ হেই দিন থে এই আয়াত পাঠানও শেষ colonthree emoticon
.
৩. এখন ফেবুকে যুগ। উপরের তামাসা এখন ইনবক্সে প্রায় সময় দেখি। তার সাথে আরো অনেক কিছু ওয়ালেও দেখি। যেমন ফটোশপ দিয়া কাঠাল পাতায় বা মাছের পেটে বা ডেউয়া ফলের মাঝে ‘আল্লাহু’ লেইখা এইবার তা পোস্ট করে ‘সোবাহানাল্লাহ মাছের পেটে খোদার নাম, এটার জন্য কয়টা লাইক!!!’
.
আবার আরেক ছাগল দেখলাম কাবা ঘরের একটা সাদা কালো ছবি দিয়া কয় ‘এইটা কাবা ঘরের ১০০০ বছর আগের ছবি, সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
মাশাল্লাহ শেয়ারো পড়ছে লাখ খানেক!!!
আব্বে ছাগলের জাত, এক হাজার বছর আগে তোর কোন নানায় আইয়া ক্যাম্রা আবিষ্কার কইরা দিয়া গেছিলো?? squint emoticon
.
আরেক জনেরে দেখলাম কাবা ঘরের উপ্রে পোকেমনের লাহান (এই শব্দ টা নিশম ভাই থেকে পাওয়া tongue emoticon ) সাদা কি একখান ছবি দেখায়া কয় ‘কাবা ঘরের উপ্রে এইটা ফেরেস্তা, ক্যাম্রায় ধরা পড়ছে!! সোবাহানাল্লাহ কয়টা লাইক??’ squint emoticon
আল্লাহয় ফেরেস্তাদের হাইডা কইরা রাখে আর ক্যাম্রার বুঝি এতই খমতা হইয়া গেছে আল্লাহর হাইড করা জিনিস ধইরা ফালাবে??
.
এন্ড লেটেস্ট
‘২ জুন শবেবরাত, ১৭ জুন মাহে রমজান, ১৭ জুলাই রোজার ঈদ, ২৪সেপ্টেম্বর কোরবানীর ঈদ। এই মেসেজ যে অন্যকে দিবে মহানবী সাঃ বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
.
ঝাতির বিবেক ঝানতে চায়, ১৪শ বছর পূর্বে মহানবী সাঃ কখন কারে কোন জায়গায় কইছে যে ২০১৫ সালে ২ জুন শবে বরাত বা ১৭ জুন মাহে রমজান?? আর চাঁদ যদি একদিন আগে পরে উঠে তখন???
.
.
দ্যাখ ভাই, ফেবুকে লাইক শেয়ার আরো বহুত ভাবেই পাওয়া যায়। এই সব ঘরে বইয়া নিজে বানাইন্না হাদিস পোস্ট দিয়া আবার তা মাইনষেরে শেয়ার কইরা নেকী হাসিল করতে কইয়া প্রতি শেয়ারে হুদ্দাই নিজের পাপ বাড়াইছ না।
.
সোজা সাপটা জনগন হয়তো সরল মনে নেক হাছিলের আশায় শেয়ার দিবে (হয়তো নেক নিয়তের কারনে তাদের সওয়াব হইলেও হইতে পারে) কিন্তু মাইনষেরে বিভ্রান্ত করার কারনে আপনে কইলাম ছাড় পাইবেন না।
.
কব্বরে বিভিন্ন ক্যাটাগরীর ফেরেস্তারা যখন সকাল বিকাল ‘শেয়ার’ কইরা মুগুরের বাড়ি দিবো তখন ‘শেয়ার করে জানায়া দেয়ার’ ঠেলাডা বুঝবেন। squint emoticon
অতএব সাধু সাবধান