শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

ফুডিস্ট

মাইনসে নরমালী কাপড় চোপড় নিয়া ফ্যাশন করে। এইডার পাশাপাশি একটা টাইমে শুরু হইছে খাওন নিয়া ফ্যাশন। কে কত কম খাইতে পারে বা না খাইতে পারে তার কম্পিটিশন!! 
তখনকার ডায়ালগ ছিলো এমন,
.
“ও মাই গাআআআআড কোক!! নো নো আ’ম ইন ডায়েট” 
.
“দোস্ত আমি কেক খাইনা তাড়পড়ো তোড় বার্থডে, তাই লিল বিট পোড়শোন খাচ্ছি বাট উপড়ের ক্রীম টা খেতে পাড়বো না, ইট’স ফুল অফ মাখন” 
.
“আমি তো ভাত খাইইইইইইইই না, সাড়া দিনে জাস্ট একটা রুটি আর স্যালাড খাই!!”
.
কিন্তু যারা এডি কইতো হেগো কোমর মাপতে গেলে দেখা যায় ফিতা শেষ হইয়া গেছে তাও হের কোমর শেষ হয় না!! colonthree emoticon 
ওইটা আছিলো “ডায়েট কন্ট্রল যুগ”
.
এখন আবার যুগ চেঞ্জ হইছে। এখন উল্টাটা। এখন কে কত্ত বেশি খাইতে পারে, কত বেশি ফ্যাট/রিচ ফুড খাইতে পারে, কে কত জায়গায় খাইসে সেইটা শো অফ করতে পারাটা ফ্যাশন!!
এখনকার ডায়ালগুলা অনেকটা এমন,
.
“ডোস্ট তুই ফাজিতাসের সাবওয়েটা খেয়েছিস? ড়াইফেলস স্কোয়াড়ের টা না, উত্তড়ারটা। ইচ্ছা মত চিজ মেয়োনিজ আর মাস্টার্ড সস দিয়ে খেতে যা ইয়াম্মি নাআআআআ” 
(বুঝাইলো ওয় ধানমন্ডি টু উত্তরা পুরাডা ভাইজ্জা খাইছে) 
.
“কি তোরা নান্না ফান্না খাছ। ঐখানে একটা দোকান আছে ‘কলিকাতা কাচ্চি’। জোওওওস” 
বুঝাইলো উনি এতোটাই ফুডি যে চিপা চাপা সব দোকানই খুইজ্জা খুইজ্জা খায়। (বাট সিরিয়াসলি এই কাচ্চি এক্কারে ফালতু)
.
“ডোস্ট এনজেলস এন্ড জিপসির চিকেন টারিয়াকি খেয়েছিস, আমি তো আমাড় হাব্বিড় সাথে প্রায়ইইইইইইইইই খাই” 
(টাকায় তো চাবায়?? ৬০ টাকার মুরগীর পিস ৬০০ টাকা দিয়া খাইতে যামু)
.
“আই জাস্ট লাভ ফুড ম্যাআআআন। আমি তো একবেলাতে ৮-১০ বার খাই আর ডাবল চিজ এন্ড মেয়োনিজ দিয়ে বাড়র্গাড় ছাড়া লাইফ ইম্পসিবল”
(কয় বছর আগেও ঢাকার পোলাপাইনেরে ধইরা বাইন্ধাও বার্গার খাওয়ান যাইতো না। বছর দুয়েক ধইরা TLC আর ফক্স ট্রাভেলার চ্যানেলের এফেক্টে বার্গার এখন ‘জাতীয়’ খাবার হইয়া গেছে!!)
.
এইডারে কয় “ফুডিষ্ট ফ্যাশনের যুগ”। নিজে কিছু খাইতে পারুক আর না পারুক অন্তত ফেসবুকে নিজেরে ফুডি হইসাবে শো অফে জন্য হইলেও টাকা কত্তডি খরচ কইরা খাওন কিন্না তার বিভিন্ন এঙ্গেলে ছবি তুইল্লা ফুডব্যাংক এর গ্রুপে বিরাআআআআআআট বড় জাজ এর লাহান রিভিউ না মারলে ফ্যাশনে গ্লামার থাকে না colonthree emoticon
.
.
ভাই এলা থাম। যেডি আসলেই খানেয়ালা পাব্লিক হেরা ক্যাম্রা নিয়া এই-হেই রেস্ট্রুরেন্টে দৌড়ায় না। খিদা লাগলে যে কোন জায়গায় নিজেই নিজের পেটের ব্যাবস্থা কইরা ফালায়, ছবি তুলার কথা সব সময় হেগো মনেও থাকে না squint emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন