২০১৭ সালের কোন এক শনিবার বিএনপির প্রেস ব্রিফিং সকল টিভিতে দেখাচ্ছে,
“আগামী রবিবার সকাল ৬টা থেকে টানা ৭২ ঘন্টা হরতাল অবরোধ থাকবে না। দেশবাসীকে এই ফ্যাসিবাদি সরকার এর বিরুদ্ধে হরতাল/অবরোধ করা থেকে বিরত থাকার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে”.কিছুক্ষন পর জাতির রিএকশনঃকয় কি হরতাল অবরোধ নাই!!! তাইলে দেশ চলবে ক্যামনে। gasp emoticon আল্লায় জানে কিনা কি হয় সুতারাং১. রবিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।২. সকল পরীক্ষা স্থগিত ঘোষনা।৩. হরতাল না দেয়ায় আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন।.৪. হরতাল নাই, সো বাস নাও চলতে পারে আবার ভার্সিটিও বন্ধ এই চান্সে শনিবার রাতেই বাড়ির উদ্দেশ্য রওনা দেও। ফলাফল শনিবার রাতে বাসস্যান্ড/ লঞ্চ টার্মিনালে মানুষের ভিড়।৫. হরতাল নাই তিন দিন সো পার্সনাল গাড়ি বের করা যাবে না, কি না কি হবে আল্লায় জানে। ড্রাইভারের ছুটি।.৬. গার্মেন্টস মালিকেরা হতাশ। এক দিন হরতাল না থাকা মানে হাজার কোটি টাকা লস। এমনে তিন দিন হরতাল বিহীন দেশ চললে তো ব্যাবসায়ীরা পথে বসবে।৭.অতি জুরুরী কাজ না থাকলে অফিস বন্ধ থাকবে।.৮.হরতাল নাই সুতারাং এই ভয়ে গাড়ি বন্ধ থাকতে পারে সো তরি তরকারী যা কিনার আগেই কিন্না ফালাও, নাহলে দাম বাইড়া যাইতে পারে।..যেমনে প্রতি শনিবার আইলে ৭২ ঘন্টা হরতাল ঘোষনা আর ৭২ ঘন্টা শেষ হইলে আবার ৩৬ ঘন্টার হরতাল ঘোষনা রুটিন হইয়া দাড়াইছে, এমনে চললে দুই বছর পরে উপরে ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না squint emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন