ময়মুরুব্বিরা কয় কিছু হারাইলে কিছু পাওয়া যায়। সাইন্টিফিক্যালিও কথা সত্য। কোন কিছু ফাঁকা বা ভ্যাকুয়াম থাকে না। হোক সেটা কোন কাচের গ্লাস বা ঢাকা শহরের ফ্লাট বা ফ্রাইড চিকেন জেনারেশনের রিলেশনশিপ স্ট্যাটাস। খালি হইতে দেরি বুকিং হইতে টাইম লাগে না।
.
ভাড়াটিয়া গেলেই দুই দিন পরে নয়া ভাড়াটিয়া চলে আসে।
রিলেশনশিপে ব্রেকাপ হইলেই কয়দিনের মধ্যে নতুন কেউ এসে সেই জায়গা দখল করে হোক সে “bf/gf” বা “জাস্ট ফ্রেন্ড” colonthree emoticon
আবার কোন কাচের গ্লাস আপাত দৃস্টিতে পানি ছাড়া ফাঁকা মনে হলেও ফাঁকা নেই। সেখানে পানি চলে যাওয়ার পরে বাতাস জায়গা দখল করে।
.
যাই হোক, আমার বেলার একটু ব্যাপারটা ভিন্ন। স্যাড বাট ট্রু আমি জন্মের পর থে শুধু পাইতেইয়াছি পাইতেইয়াছি, উল্লেখ করার মত তেমন কিছুই আসলে যায় নাই। কে জানে জন্মের আগে কোন বড় জিনিস থুইয়া আইছি যায় ফল স্বরূপ এই দুনিয়ায় এত কিছু পাইতাছি। colonthree emoticon
.
পাওয়ার তালিকা দিন দিন শুধু বড়ই হইতাছে। যেমন আক্কায়ালা বাঁশ, মুলি বাঁশ, বরাক বাঁশ, চিকন বাঁশ, আছিলা বাঁশ, পিসলা বাঁশ, ব্যাম্বো বাঁশ, হুদা বাঁশ, খালি খালি বাঁশ, এমনে বাঁশ, হেমনে বাঁশ, ওমনে বাঁশ..............আহ এক জীবনে এতো কিছু পাইলে আর কি লাগে। লাইফ ইজ গু.....
.
*সরি ‘গুড’ এর ‘ড’ লিখতে ভুইল্লা গেছিলাম