রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

আগে-এখন...

১) আগে মাইনষে আলু ভাজি খাইতো এখন মাইনষে ফ্রেঞ্চ ফ্রাই খায়।
২) আগে মাইনষে বন্ধুদের সাথে আড্ডা দিত এখন মাইনষে বন্ধুদের সাথে হ্যাং আউট করে।
৩) আগে মাইনষে গরম গরম চা কফি খাইতো ঠান্ডা হইয়া গেলে আবার ওর্ডার দিত, এখন মাইনষে ডাবল দাম দিয়া ঠান্ডা চা কফি আই মিন কোল্ড টি/ কফি খায়।
.
৪) আগে পোলাপাইন গুলতি দিয়া পাখি শিকার করে মজা পাইতো এখন পোলাপাইন এংরি বার্ডস খেলে পয়েন্ট কামায়া মজা পায়।
৫) আগে বিবাহিত মেয়েদের হাজবেন্ড থাকতো এখন হাব্বি থাকে।
৬) আগে বড় বোন কে আপু বলতো, এখন বড় বোনকে “আপ্পি” বলে।
.
৭) আগে বড় ভাই কে “ভাইয়া” বলতো এখন বড় ভাই কে “ব্রো” বলে(আই রিপিট “ব্রো” বলতো, নট “ব্রা”)
৮) আগে মানুষ প্রেম করতো এখন মানুষ ‘রিল্যাশন’ করে।
৯) আগে প্রেমিক/ প্রেমিকা থাকতো, এখন বিএফ-জিএফ থাকে।
.
১০) আগে মানূষের ছাড়াছাড়ি হইত (তাও রেয়ার) এখন মাইনষের ব্রেকাপ হয় (না হওয়াটাই রেয়ার)
১১) আগে যাদের বহনযোগ্য কম্পিউটার থাকতো তাকে তাঁরা ল্যাপটপ বলতো এখন একে মাইনষে ল্যাপি বলে।
১২) আগে যে জিপিএ ফাইভ পেতো সবাই তাকে দেখতে আসতো এইডা মানুষ না অন্য কিছু, এখন যে ফেল করে তারে সবাই দেখতে আসে এইডা মানুষ না অন্য কিছু তা বুঝার জন্য।
.
১৩) আগে মানুষ বাহির থেকে আসলে মুখ হাত ধুইতো , এখন মানুষ ফ্রেস হয়।
১৪) আগে মানুশ বাথরুমে যাইতো এখন মানূষ ওয়াশরুমে যায়।
১৫) আগে মানুষ আশ্চার্য হলে “ ইয়া আল্লাহ” বা “ওহ মাই গড” বলতো, এখন এমন কিছু হইলে মানুষ “ও এম জি” বলে।
.
১৬) আগে ভাইয়া সমাজ কইয়া বইলা চাইয়া যৌতুক নিত, এখন ভাইয়া সমাজ “মেয়েকে সাজায়া” দিতে বলে 
১৭) আগে হেজাব-বোরগা পড়ত পর্দা করার জন্য এখন বেশিরভাগ হেজাব-বোরগা পড়ে ফ্যাশনের অংশ হিসাবে!!
১৮)আগে মানুষ ছবি তুলতো, এখন মানুষ ফটোগ্রাফি করে 
.
১৯) আগে পোলাপাইন গিটার বাজিয়ে আর গান গেয়ে প্রেমিকা পটানর ট্রাই করত, এখন ডিএসেলারে ছবি তুলে আর বাইকে চড়িয়ে প্রেমিকা পটানর ট্রাই করে।
২০) আগে মানুষের মেজাজ খারাপ হইলে “এইসব কিইইইইইই” বলে চিক্কার দিত এখন মানুষ “what the f**k” বলে চিক্কার দেয়
২১) আগে মানুষে খিদা মিটানোর জন্য খাবার নিয়ে বসতো, এখন মানুষ ছবি তুলে ফেবু তে আপলড দেবার জন্য খাবার নিয়ে বসে।
.
২২) আগে পোলাপাইন তিন গোয়েন্দা/ কমিক্স এসব বই পড়ত, এখন পোলাপাইন ফেসবুক পড়ে।
২৩) আগে মানুষ ফ্রেন্ড কে দোস্ত বলতো, এখন ফ্রেন্ডকে মামা বলে।
২৪) আগে আপু সমাজের কাউকে “হট/সেক্সি” বললে জুতার বাড়ির আওয়াজ শুনা যাইতো, এখন এই সব বললে লাজুক লাজুক মুখে “থেঙ্কস ফড় ইউড় কমপ্লিমেন্ট” নামক কৃতজ্ঞতার বানী শুনা যায়।
.
২৫) আগে মানুষ কারো চ্যালেঞ্জ জাতীয় ব্যাপারে বিরক্ত হইলে বুইড়া আঙ্গুল দেখাতো, এখন মিডেল ফিঙ্গার দেখায়।
২৬) আগে মানুষের কিছু ভালো লাগলে “কি সুন্দর” বলতো, এখন মানূষের কিছু ভালো লাগলে “শো শুইট” বলে।
২৭) আগে টিচারেরা সুসানের পরীক্ষার খাতা দেখে মেজাজ খ্রাপ করতো “হারামজাদায় এডি কি লেখাছে, বই এর সাথে কোন মিলি নাই”
এখন মানুষ সুসানের ফেসবুক স্টাটাস দেখে মেজাজ খ্রাপ করে “হারামজাদার এত্ত বড় বড় কি বস্তাপচা লেখা লেইক্ষা হোম্পেইজে ভরায়া থোয়, হুদ্দাই কেবি নস্ট”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন