সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

DSLR চেহারা

“আপনাকে আজকে ১০ নম্বরে দেখছিলাম। এতো ডাকলাম, আপনার আশে পাশের মাইনষে তাকাইলো কিন্তু আপনি তাকাইলেন না ক্যান?? চেহারা একটু সুন্দর হইছে আবার একটা মেয়ে পিছন থেকে ডাকতেছে তাই বুঝি ভাব মারলেন??”
.
< “আমি গত এক মাস ধইরা ১০ নম্বরের আশেপাশে দিয়া যাই না, তুমি আমারে দেখলা ক্যামনে?? আবার চেহারা সুন্দর!!! কি দিন আইলো আজকাল হনুমানো মাইনষের কাছে সুন্দর লাগা শুরু হইছে!!” 
.
“আপনি ১০ নম্বরে যান নাই!!?? তাহলে আপনার কি জমজ ভাই আছে নাকি?”
.
< “নাহ”
.
“তাইলে আপনেই ছিলেন। আমি আপনাকেই দেখছি, চাপা সমগ্র ভার্চুয়াল স্টাটাসে মাইরেন আমার সাথে মাইরা লাভ নাই”
.
< “তুমি তো আমারে কোন দিন সামনা সামনি দেখই নাই ক্যামনে সিউর হইলা ঐডা আমিই ছিলাম??”
.
“ক্যান ফেসবুকে ছবি দেখছি না, ব্ল্যাক টিশার্টে।”
.
< “ ১০ নম্বরে যারে দেখছো ওর গালে কয় হাজার ছ্যাদা আছিলো??”
.
“ছ্যাদা থাকবে ক্যান আজিব!!! আপনার গালে কি ছ্যাদা আছে নাকি??”
.
< “ওয় কেমন কালা???”
.
“আরে ধুর কালো হবে ক্যান?? ফর্সা তো, পুরা আপনার মত”
.
“তাইলে তোমার জন্য একটা কথাই বলার আছে, ‘প্রো পিক দেখে কেউ হইছ না খুশি আড়ালে DSLR ক্যাম্রা হাসে  ”
.
.
মোরালঃ এতদিন মিথ্যা বলার একটা যন্ত্র ছিলো নাম “মোবাইল”
গত কয় বছর যাবত মিথ্যা দেখানোর একটা যন্ত্র এভেলেবেল হইছে.. নাম DSLR..
DSLR এ আমার ছবি দেইক্ষা আমি নিজেরেই নিজে চিনি না আরেকটায় আমারে কোন দিন না দেইক্ষাই আইছে ছবি দেইক্ষা চিনতে!!!! কারবার... হুররররররর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন