মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

সুন্দ্রী না বান্দ্রী

ওয়ান্স আপন এ টাইম একি কলেজের দুই সেকশনের দুই জনের সাথে কথোপকথনঃ
.
.
“খুব টেনশনে আছি”
.
< “ হুনো টেনশনের কিছু নাই। সুন্দরীরা কোন খানেই কোন ব্যাপারে আটকায় না  ”
.
“ সুন্দরী হইয়া লাভ নাই দুনিয়া বড়ই কঠিন”
.
< “ সুন্দরী বান্দরী সবার জন্যই কঠিন তয় সুন্দরীদের জন্য কিছুটা সুবিধাজনক”
.
“ আমি সেরাম সুন্দরী না”
.
< “ তোমার গ্রুপ ফটোর সাথে মিলায়া দেখো তোমার চেয়ে বেশি সুন্দরী কেডা আছে? কলেজে শুধু রূপারেই দেখছিলাম তোমার চেয়ে বেশি সুন্দরী, সেকেন্ডেই তুমি।”
.
“রূপা টা কে???  ”
.
< “আমার কলেজ ফ্রেন্ড  ”
.
“আমার লগে রূপারে মিলাইলা!!!!  এখুনি ছবি দেখাও, দেখি ওয় কেমন সুন্দরী”
.
< “ঐ যুগে মোবাইলে ক্যাম্রা এভেলেভেল ছিলো না, তাই ছবি নাই। তয় ওই টপ সুন্দরী আছিলো কলেজে  ”
.
“হুহ শিহাব ( কলেজ ফ্রেন্ড) বলছে আমিই কলেজের টপ সুন্দরী  ”
.
.
বুঝলাম না কাহিনি। ২ মিনিট আগে কইলো “আমি সিরাম সুন্দ্রী না” ২ মিনিট পরে কয় “আমি কলেজে টপ সুন্দ্রী!!!!!” 
আপু সমাজ কখন যে তারে সুন্দ্রী ভাবে আর কখন যে তারে বান্দ্রী ভাবে কিছুই মাথায় ঢুকে না!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন