মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

কবিরাজ

আমার বড় খালার লিভারে প্রব্লেম ছিল (যিনি কয়দিন আগে ইন্তেকাল করেছেন)। ১০-১১ দিন বারডেমে ছিলো। তাদের পক্ষে আর পসিবল না, তাঁরা গ্যাস্টো-লিভারের একজন টপ লেভেলের ডাক্তারকে রেফার করে দিছেন। এবার বারডেম থেকে খালাকে ল্যাবেইডে ঐ ডাক্তারের আন্ডারে ভর্তি করানো হল। উনি খালার শরীর থেকে একটা স্যাম্পল নিয়ে ইন্ডিয়ায় টেস্টের জন্য পাঠাইছেন। আসতে ৭ দিন লাগবে এর উপরেই নির্ভর করবে খালাকে দেশে রাখা যাবে না বাহিরে নিতে হবে।
.
তো এলাকার আরেক আন্টি আইলো আমগো বাসায়। আম্মার কাছ থেকে সব কথা শুনে কইতাছে (কথা গুলা অনেকটা এমন )

“আরে ধূরো আপনেরা কিযে করেন। হুদ্দাই ডাক্তারের পিছে ট্যাকা কতডি খরছ করতাছেন। এই রোগ এমনে সারবো নি??? আমার পরিচিত কবিরাজ একটা আছে। লন ঐডার চেম্বারে।”

< “কোন কবিরাজ?? চেম্বারো আছে??  ”

“হুম বড় কবিরাজ। চেম্বারে বসে  ”

< “নাম কি? ”

“কবিরাজ চুমকির মা দাড়ান এখুনি ফোন দিতাছি ”
.
বাসায় থাকতেই ‘কবিরাজ চুমকির মা’ কে আন্টি কল দিলো,

“আপা কেমন আছেন? আপনি কি চেম্বারে??”

< “এইতো আছি ভালো। হুম চেম্বারে। ক্যান?”

“না একটু দরকার আছে। এক আপার লিভারের অসুখ, তাই আসবো”

< “আচ্ছা আসেন। একটু তাড়াতাড়ি আইসেন। আমার হাসবেন্ড অসুস্থ। তারে নিয়া আবার ডাক্তারের কাছে যাইতে হবে!!!!!!!”

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন