শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

সেলফি না ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি!!

শুরুতে একটা ছোট গল্প বলিঃ
# মেয়েটি তাহার ঠোঁট কে রাজ হাসের মত করিয়া একটি সেলফি তুলিয়া ফেসবুকে আপলোড করিলো।
সরল সোজা সাদা মনের ছেলেটি কমেন্ট করিলোঃ “সো নাইছ, তুমি খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারবা। আই এপ্রিশিয়েট ইট”
অতঃপর ছেলেটি মেয়ে কর্তিক ব্লকড হইলো। ছেলেটি বুঝিলো না প্রশংসা পাইয়াও ক্যান মেয়েটি তাকে ব্লক করিলো!!
.
দুবাই প্রবাসী মামুর কল্যানে সম্ভবত ২০০৭ এ প্রথম নোকিয়ার একটা ক্যাম্রা মোবাইল হাতে পাই। মোবাইলের ফিছন দি ক্যাম্রা। আমার ছবি তুইল্লা দেওনের জন্য কোন কালেই কেউ ছিলো না এখনো নাই। তাই মোবাইল ঘুরায়া আন্দাজ কইরা নিজেই নিজের ছবি তুলতাম। ২০০৮ এ আরেক প্রবাসী কাজিনের কল্যানে পাই নোকিয়ার N80. এইডার সামনে পিছে দুইহানেই ক্যাম্রা যার কারনে ‘নিজেই নিজের ছবি তোলা’ টা অনেক সহজ হইল।
কিন্তু ক্যান জানি ছবি গুলান দেখলে আমি সহ কেউই ঠাওর করতে পারতো না এডি কি আসলে মাইনষের ফটো না চিড়িয়াখানায় তোলা কোন ওয়াইল্ড লাইফ ফটো!!
.
.
২০১৪ তে আইসা দেখি ‘নিজেই নিজের ছবি তোলারে’ এখন ‘সেলফি’ কয়। সেলফিতে দেখতে যতই প্রতিবন্ধী টাইপ লাগুক বা চিড়িয়াখানার বান্দরের মত লাগুক এই “ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিই” এখন হাল ফ্যাশন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন