শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

বর্ষার বিয়ে

১. ল্যাদা কাল থেকেই কিল্লাইগা জানি বর্ষার সাথে আমার খোদার ৩০টা দিন কিলাকিলি বাধতো। আল্লাদি মার্কা কিলাকিলি না, WWF রেস্লিং হইতো। এর সঠিক কারন আইজ পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই। বাসা চেঞ্জ করায় ক্লাস থ্রি এর পরে আর বর্ষার সাথে দেখা নাই। 
অনেক বছর পরে সম্ভবত কলেজে পড়ার সময় ২০০৪ বা ০৫ সালে ঈদে বাসায় আসছিলো। ঐবারই লাস্ট বর্ষার সাথে কথা হয়। হেইদিনো পচাইছি  
(যদিও বড় হইয়া উরাধুরা সুন্দরী হইয়া গেছিলো, তো কিছে?  হু কেয়ার্স  )
.
২. আগে বর্ষাকে আমি হারামো দেখতে পারতাম না কিন্তু এই বছর থেকে মানে ২০১৪তে হঠাৎ বর্ষাকে ভালো লাগা শুরু করছে। শুধু ভালো না মন থেকে ভালো লাগে। সিরিয়াসলি।  
.
৩. এই বছর সম্ভবত মার্চে বর্ষা আমার ফ্রেন্ড রিকু একসেপ্ট করে। প্রথম দিন চ্যাটে মোটামুটি ভালই কথা হয় এর পরে ব্যাস্ততার কারনে আর তেমন আড্ডা মারা হয় নাই।
.
আগামীকাল ৮ই আগস্ট। বর্ষার বিয়ে.........
.
.
.
ভাই বেরাদরেরা, হেড লাইন দেইক্ষাই বিভ্রান্ত হইয়েন না। নিজে নিজে সুসানের সাথে বর্ষার রাসায়নিক বিক্রিয়া মিলানির আগে একটু হোল্ড করেন। সব খোলাসা করতাছি।
.
(১) নং এর বর্ষা আমাগো এক্স বাড়িয়ালার ভাগনী। ওর লগে আমার সম্পর্ক টম এন্ড জেরী লেভেলের। এবং আইজ পর্যন্ত আমগো দুইটার ভিত্রে কোন শান্তি চুক্তি হয় নাই। ঐসব সুন্দরী ফুন্দরী চেহারা ধুইয়া পানি খাওনের টাইম নাই, ঠুয়াঠুয়ি টু বি কন্টিনিউ 
.
(২) নং এর বর্ষা হচ্ছে রেইনি সিজন বা বৃষ্টি (রেইন) কে বুঝাইছি। বৃষ্টি বা বর্ষাকাল আমার কোন কালেই পছন্দ ছিলো না। শীতকাল পছন্দ। কিন্তু আল্লাহয় এইবার অল্প শীত আর ৪০-৪২ ডিগ্রী প্লাস গরম দেখায়া দেওনে এখন বর্ষাকালো পছন্দের তালিকায় চইলা আসছে। তাও ভালা বৃষ্টি হইলে দুনিয়া কিছুটা ঠান্ডা থাকে। ঠান্ডা থাকাটাই আসলে পছন্দের কারন।
.
(৩) নং এর বর্ষা হচ্ছে আমার ভার্চুয়াল ফ্রেন্ড Sanjida Islam Barsha। মার্চ থেকে ওর সাথে আমার ভার্চুয়ালি পরিচয়।

আগামীকাল ৮ই আগস্ট। শোকের মাস আগস্টে আরেকটা শোকের দিন। আগামীকাল বর্ষার কোরবানী থুক্কু শুভ বিবাহ। জীবিত অবস্থায় মেয়েটা অনেক মেধাবী ও ভালো মানুষ ছিলো। আবিয়াইত্তা ওয়ার্ল্ডের এই ক্ষতি অপূরনীয়। Maiden জীবন থেকে তার এই অকাল প্রস্থানে ঝাতি গভীর ভাবে শোকাহত। আমরা তার মেইডেন আত্মার শান্তি কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন