রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

পরীক্ষা

শুক্রুবার সোনালী ব্যাংক এর MCQ পরীক্ষা দিতে গেলাম। সিট পড়ছে বিজ্ঞান কলেজে। এক ব্যাঞ্চে ৪ জন!!! স্কুল কলেজ এর সময় পরীক্ষায় এমন সিট প্লান পাওয়ার জন্য দুই চার রাকাত নফল নামজো পইড়া ফালাইতাম তাও আল্লায় কবুল করতো না আর ঐদিন তিন জন ব্যাঞ্চে বইসা আল্লাহ আল্লাহ করতাছি চতুর্থ জন যাতে না আসে। এমনেই গরম আর চাপা চাপি কইরা গরম হওয়ার ইচ্ছা নাই।
বরাবরের মত এইবারো আল্লায় দোয়া কবুল করে নাই। ঘন্টা বাজার ঠিক আগ মূহুর্তে ৪নং ভাইজানো আইসা পড়ছেন >
.
তো এতো চাপাচাপি ভাবে বসে পরীক্ষার একটা বেনিফিট তো নেয়া উচিৎ  একটা অংক করলাম। উত্তর যেটা আইলো সেটা মনেহয় MCQ কোশ্চেনের D নম্বর উত্তর। তার পরো আরো একটু সিউর হওয়ার জন্য ডাইনের ভাই জানের খাতার দিকে চাইলাম, হাজার হইলেও ভূল মার্কে নাম্বার তো পামুই না উল্টা নম্বর মাইনাস!!!
.
ডাইনের ভাই এর উত্তর মনেহয় ছিল A.
বাম পাশে চাইলাম। বাম পাশের ভাইয়ের উত্তর দেখি B!!!!
মহাজ্বালা!! তার পাশের ভাই জানের টা দিকে চাইলাম। তার উত্তর দেখি C !!!!!!!
 
.
এলা ছারছে নি কাম। কনফিউছন কমাইতে গিয়া দিলাম নি আরো বাড়ায়া!!!
আমার লগেই ক্যা এই আজগুবি মাল গুলার সিট পড়তে হইবো  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন