“স্যার আর একজন আছেন। পাঠিয়ে দিবো??”
“হুম দিন। সাথে এক কাপ কফি পাঠান তো”
.
“ আপনি একাউন্টস অফিসারের জন্য এপ্লাই করেছেন। আচ্ছা বলেন তো সর্ব প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে??”
.
< “জানি না স্যার ”
.
“ ‘ঐতরেয় আরণ্যকে’। আপনি একজন বাঙ্গালী, আর বঙ্গ নামটা প্রথম কই পাওয়া যায় তাই জানেন না!!অকে, তাহলে বলেন তো who is the father of english poetry?”
.
<“নো আইডিয়া এবাউট দিস ”
.
“খুবি সিম্পল এন্সার। Chucer is the father of english poetry. এটা তো অন্তত জানা উচিৎ ছিলো একজন গ্রেজুয়েট হিসাবে। কি পড়াশুনা করছেন। অকে বলেন তো আমাজন এর আয়তন কত??? ”
.
< “সরি স্যার এটাও সঠিক পারছিনা”
.
“মালয়শিয়ার হারিয়ে যাওয়া বিমানে কয় জন মালয়শিয়ান যাত্রী ছিলো?”
.
< “সঠিক মনে নাই। ৪৪ বা ৪৫ জন মনে হয়”
.
“ কি জানেন আপনি??? কিছুই তো জানেন না। পুরা জীবন টাইতো বৃথা দেখছি। এই জিরো ঘিলু দিয়ে কি করবেন লাইফে?”
.
< “স্যার মানুষের জীবন কত বছর??”
.
“এটা বলা কি পসিবল নাকি? এভারেজ ৬৫-৭০ বছর। এর আগে পরেও মারা যেতে পারে মানুষ”
.
< “তার মানে ঐ এভারেজ হিসাবে আমাকে এখনো আরো ৩০-৪০ বছর বৃথা লাইফ লিড করতে হবে!!”
.
“এক্সেটলি। এই জ্ঞান নিয়ে কিছুই করতে পারবেন না। আপনি না জানেন বাংলা সম্পর্কে, না জানেন ইংরেজী সম্পর্কে, না রাখেন দুনিয়াদারীর খবর। কিছুই তো জানেন না। লাইফে সাকসেসফুল হবেন কিভাবে? ”
.
< “স্যার আপনি কি সাকসেসফুল?”
.
“আপনার কি মনে হয়? আমি কি এমনে এমনে এই চেয়ারে বসেছি?? আ’ম এ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার অফ বাংলাদেশ গভর্মেন্ট। সাথে ওয়েল নৌউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে কন্সাল্টেন্ট হিসাবে আছি। অলমোস্ট লাখ টাকা স্যালারী ড্র করি। দেশের সেরা ভার্সিটি থেকে পড়াশুনা করেছি। স্কলারশিপে এমেরিকা থেকে পোস্ট গ্রেজুয়েশন করে এসেছি। দেশের সেরা স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। আপনার আর আমার বয়স তো আলমোস্ট সেইম, প্রায় একি এইজে আপনি কই আর আমি কই?? এর পরো কি ডাউট আছে কে সাকসেফুল?? তারপরো আমি বলবো না আমি সাকসেসফুল। আমাকে লাইফে সর্বোচ্চ সাকসেসের জন্য আরো পথ পাড়ি দিতে হবে”
.
< “স্যার এইটা তো ঐ ‘এভারেজ ৬৫-৭০ বছর’ লাইফের জন্য। এর পরের অনন্তকালের লাইফের জন্য কি করছেন??”
.
“হাহাহাহ। সিলি কোশ্চেন!! আমাদের ফেসবুক পেইজে ছবি দেখেন নি নাকি ফেসবুক আইডিও নেই এই যুগে??? আচ্ছা এখানে ঐযে আপনার পিছনে দেয়ালে ছবিগুলো দেখেন। আমি এই নিয়া ৩টা মসজিদ করে দিয়েছি ফুল এয়ার কন্ডিশন্ড, ডান পাশের ছবিতে দেখেন শীতার্তদের মাঝে শ’খানেক কম্বল বিতরন করেছি, এই পাশের ছবিতে দেখুন নিয়মিত রক্ত দিচ্ছি, ঐপাশের ছবিতে দেখুন ৫০০ মানুষ কে যাকাতের শাড়ি আর লুঙ্গী দিয়েছি এইবার। অন্য বারের ছবি গুলো এখানে নেই। ফেসবুকে আমার ওয়েলফেয়ার অরগানাইজেশন এর পেইজে সব ছবি আপডেট করি। অনেক মানুষ লাইক করে আমাকে এপ্রিশিয়েট করে। কমেন্ট গুলো পড়লেও বুঝবেন আলহামদুলিল্লাহ অনেক মানুষের দোয়া আছে আমার সাথে।”
.
< “এইগুলাত শো অফ হইয়া গেলো না?? আল্লাহ তো দান এমন ভাবে করতে বলছে যাতে ডান হাতে করলে বাম হাতেও তের না পায়”
.
“শো অফ হবে কেন?? আমারটা দেখে মানুষ যাতে ইনস্পায়ার্ড হয় সে জন্য আমি এগুলো আপ দেই। তাড়াছাড়া আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি”
.
< “স্যার তো সেই আছরের আগের থেকে একজন একজন করে ইন্টারভিউ নিচ্ছেন। এখন তো মাগরিব শেষ হয়ে এশার টাইম প্রায়। নামাজ কি পড়ছিলেন??”
.
“আজকে বিজি ছিলাম তাই নাহয় পড়া হয় নি। এমনিতে পড়ি সবসময়।”
.
<“স্যার একটা লাস্ট প্রশ্ন করি??”
.
< “করেন”
.
“গোছলের ফরজ কয়টা???”
.
< “আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন???? গোছলের আবার কয়টা ফরজ ৫-৭টা হবে হয়তো। শাওয়াড় ছেড়ে পুরা শরীর ওয়াশ করলেই তো ফরজ নফল সব হয়ে যায়। এটা কোন প্রশ্ন হলো?? বি প্রফেশনাল ”
.
“আপনি যে মাঝে মধ্যে গার্লফ্রেন্ড্রে নিয়া কক্সবাজারে হলিডে পালন করতে যান বা পিএ কে নিয়ে সিঙ্গাপুরে যান, যাই হোক যেখানেই যান যাই করেন আল্লাহ ক্ষমাশীল। মাফ চাইলে মাফ কইরা দেয় সব গুনাহ। কিন্তু ক্ষমা চাইতে হইলেও তো পাক শরীরে চাইতে হয় ক্ষমা। গোছলের ফরজটাই যদি না জানেন তাইলে শরীর পাক করবেন ক্যামনে। আর এমনেই যদি মারা যান জাহান্নাম যাইতে আর কস্ট করতে হইবো না, সাকসেস্ফুল্লি বিনা হিসাবেই যাইবেন গা, এই ওয়েলফেয়ার টেয়ার কোন কাজে আসবে না।”
.
< “ হোয়াট রাবিশ!! মানে কি???”
.
“স্যার আমার তো মাত্র ৬৫-৭০ বছরের লাইফ বৃথা পরের লাইফে হয়তো কিছুটা চান্স আছে সাকসেসের, নাও থাকতে পারে... আপনার তো দেখছি অনন্ত কালই বৃথা। সুইসাইড মিশনের মধ্যে আছেন। বেস্ট অফ লাক”