“১০ লাখের নিচে তো আমরা মেয়ে দিবই না”
- “১০লাখ!! কি বলেন, এখন কি ওতো চলে নাকি। আপনি আশে পাশে দেখেন তার পর বলেন। যান ৩ লাখ ”
.
“আরে কি বলেন, পাগল নাকি?? ৩লাখ!!এই যুগে তিন লাখে মেয়ে দেয়া যায়?? আমাদের কালেও তো ৫লাখ লাগছিলো। যান ৮ লাখ”
.
“আরে কি বলেন, পাগল নাকি?? ৩লাখ!!এই যুগে তিন লাখে মেয়ে দেয়া যায়?? আমাদের কালেও তো ৫লাখ লাগছিলো। যান ৮ লাখ”
- “ আইচ্ছা যান আপনারটাও থাকলো আমারটাও থাকলো। ৫লাখে ফাইনাল করেন”
.
“নাআআআআআআআ, অসম্ভব। লাস্ট ৭ লাখ। এর নিচে হবেই না”
.
.
.
উপরের এইটা আমার বানানো হইলে বিয়ের আগে দুই পক্ষের মধ্যে কাবিন নিয়া এটা একটা কমন কথোপকথন।
.
আল্লাহ মাইনষের ভালোর জন্য বিয়েতে কাবিন নামে একটা ব্যাপার রাখছেন। কিন্তু আমরা তো সেই পইতাল জাতি যারা ‘আঈনে কি লেখা আছে’ তা না দেইখা খুঁজি ‘আঈনে কি লেখা নাই’ সেই ফাঁক ফোকর।
.
মাঝে মধ্যে এই ধরনের কথা বার্তা হুনলে বুঝিও না এইডা কি বিয়া নামের কোন পবিত্র বন্ধন নিয়া কথা, নাকি খদ্দর-দালালের দর কষাকষির কথা squint emoticon
.
“নাআআআআআআআ, অসম্ভব। লাস্ট ৭ লাখ। এর নিচে হবেই না”
.
.
.
উপরের এইটা আমার বানানো হইলে বিয়ের আগে দুই পক্ষের মধ্যে কাবিন নিয়া এটা একটা কমন কথোপকথন।
.
আল্লাহ মাইনষের ভালোর জন্য বিয়েতে কাবিন নামে একটা ব্যাপার রাখছেন। কিন্তু আমরা তো সেই পইতাল জাতি যারা ‘আঈনে কি লেখা আছে’ তা না দেইখা খুঁজি ‘আঈনে কি লেখা নাই’ সেই ফাঁক ফোকর।
.
মাঝে মধ্যে এই ধরনের কথা বার্তা হুনলে বুঝিও না এইডা কি বিয়া নামের কোন পবিত্র বন্ধন নিয়া কথা, নাকি খদ্দর-দালালের দর কষাকষির কথা squint emoticon
.
বিবাহ_ফ্যাক্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন