শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না,

• এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না, হয় ‘ইফতার পার্টি’
• এখন আর ‘ইফতার পার্টির’ পরে নামাজের ব্যাবস্থা থাকে না, থাকে হ্যাং আউট/জম্পপেস আড্ডা।
.
• এখন আর অন্যকে খুব বেশি একটা ইফতার খাওয়ানো হয় না, হয় প্রতিদিনের ইফতারের আয়োজনের ছবি ফেবুকে আপলড দেয়া।
• রোজার পবিত্রতা রক্ষায় রোজাতে ‘লেট নাইট পার্টি’ হয় না, হয় ‘সেহেরী পার্টি’ সাথে আবার সঙ্গীতানুষ্ঠানো থাকে!! colonthree emoticon
.
• এখন আর ঈদের জন্য এক সেট কাপড় কেনাকাটা করা হয় না, হয় ঈদের শো অফের জন্য ১০ সেট কাপড় কেনাকাটা।
• এখন আর কোরআন খতমের প্রতিযোগীতা হয় না, হয় পিৎজা হাটে কে কার চেয়ে বেশি ইফতারে পিৎজা স্লাইস খেতে পেরেছে তার প্রতিযোগীতা।
.
• এখন আর গোপনে মানুষকে দান করা হয় না, হয় দান করে ভি সাইনের সেলফি আপলড করা (সাথে আবার লিখে দেয়া হয় ‘এটা দেখানোর জন্য না, ভালো কাজে অন্যকে উৎসাহিত করার জন্য’ colonthree emoticon )
• এখন আর ক্লান্তি আসবে বলে শপিং কমানো হয় না, হয় শপিং এর জন্য রোজা কম রাখা!!
.
• এখন আর ফরজ আদায় করা হয় না, হয় নফলের পিছনে ছুটতে গিয়ে ফরজ ছেড়ে দেয়া!!
• এখন আর রোজা মানে কম কম খাওয়া হয় না, হয় প্রতিদিন নামি দামী রেস্ট্রুরেন্টে ‘বাফেট’ সেহেরী/ইফতার/ ডিনার খেয়ে ফুড ব্যাংক এ ছবি সহ রিভিউ দেয়া।
• এখন আর ধর্মীয় কর্ম পূণ্যের আশায় করা হয় না, হয় ফ্যাশন রক্ষার্থে!!
.
• এখন আর ভালো কিছু দেখার আশা হয় না, হয় কেয়ামতের নতুন নতুন আজগুবি আলামত দেখার অপেক্ষা........... colonthree emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন