মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??

“অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??”
.
-- “ ঈদে পোলাগো কোন শপিং টপিং লাগে না। একখান সাদা পাঞ্জাবি দিয়াই আমরা ৫-৭ ঈদ কাটায় দিতে পারি। সাদা রং, সো ডিস্কালার হবারো চান্স নাই, বরং দিন দিন উল্টা কালার হইবো tongue emoticon ”
.
“হুহ আমাদেড়ো তেমন শপিং টপিং লাগে না। জাস্ট সকালের জন্য একটা, বিকালের জন্য একটা রাতের জন্য একটা টোটাল তিনটা শেলোয়াড় কামিজ,
পড়দিন ফ্রেন্ডস দের সাথে বেড় হবার জন্য একটা জামদানী ছাড়ী।
টোটাল চারটা ড্রেসের জন্য মেচিং করে জাস্ট চার জোড়া জুতা,
চার কালাড়ের লিপিস্টিক,
অ্যাই শ্যাডো,
মাস্কাড়া,
ছয় জোড়া কানের দুল আড় ৫ ডজন চুড়ি। এই টুকুই...
.
ও ভূলে গেছি, আর ম্যাচিং করে চার কালারের চারটা পার্টি ব্যাগ.... এই তো..
.
ও না জাস্ট আরেকটা আছে, চার ড্রেসের জন্য চার কালারের মোবাইল কভার… ব্যাস
.
ও আরেকটা, চার কালারের ফ্রেমের চারটা সানগ্লাস.... এই অল্প কয়টাই আর কিছু কিনি না ঈদে..
.
এর বাহিরে শুধু সানস্ক্রিন, একটা ফেইসওয়াস,
টোনার, ফেসপ্যাক, হেয়ার কালার, স্কাব.... এগুলো তো লাগেই। এগুলো কি আর শপিং এর মধ্যে পড়ে নাকি...
.
ও আর ছোট একটা, মেহেদি....
.
ও আরেকটা আছে ছয় রকমের নেইলপালিস, নেইল পলিশ রিমুভার... দেটস ইট..... অন্যদের মত আমার অতো কেনাকাটা নাই ঈদে। ব্যাস এই কয়টা দিয়েই কোন মতে ঈদ কাটায় দেই”
.
.
confused emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন