বুধবার, ১ জুলাই, ২০১৫

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার করা হইছিলো কিন্তু মানুষ হেইডারে দেশ ধ্বংস কইরা দেয়ার কাজে ব্যাবহার করতেছে।
.
মোবাইল আবিষ্কার হইছে ধ্রুত ও সহজ যোগাযোগের জন্য আর আমরা মানুষরা হেইডারে সহজে ও সহি তরিকায় মিথ্যা বলার কাজে ব্যাবহার করতেছি।
.
ফেসবুক পয়দা করছে সামাজিক যোগাযোগের একটা ভার্চুয়াল ভার্সন হিসাবে যেখনে মানুষ ঘরে বা অফিসে বসে দুনিয়ার যে কোন চিপার ফ্রেন্ডের সাথে আড্ডা, তাঁর ফিলিংস, অবস্থান, অবস্থা ইত্যাদি শেয়ার করতে পারে।
আর আমরা হেইডাতে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদির মাধ্যমে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বিভিন্ন আজাইরা পন্থা অবলম্বন করি।
.
কেউ পাশের রুমে মায়ের খোজ না নিয়া ফেবুকে মা নিয়ে আবেগী স্ট্যাটাস মারি। কেউ রোজার মাসে পোলা হইয়া মেয়েগো পিরিয়ড এবং রোজাতে এর সামাজিক এফেক্ট নিয়া পিএইচডি ডিগ্রীধারী টাইপ জ্ঞান ঝাড়ি যেখানে ঘরে নিজের ভইনেই এসব ব্যাপারে নিজেরে লুকায় রাখে সেদিকে খেয়াল রাখি না।
.
কেউ এক ব্যাগ রক্ত দিয়া বা দুই জন মিস্কিনেরে দুই প্যাকেট বিরানী দিয়া 
এক সাপ্তাহ হেইডার ভি সাইনের ফটো আপলডাই।
.
আবার কেউ ঘরে খোদার ৩০টা দিন বউ জামাইয়ে কাইজ্জা কইরা ফেবুকে নিজের বানাইন্না লুতুপুতু আবেগী ভালোবাসার গল্প ডেলিভারি দেই।
.
এতো অনেক লাইক শেয়ার হয়। শো শুইট/ শেলুট/ শুন্ডর মেন্টালিটি ইত্যাদি কমেন্ট পাওয়া যায় সাথে পপুলারিটিও বাড়ে। তারপরো এইখানে মন্দের ভালো হচ্ছে মিছা গল্প আপলড দিলেও হয়তো ঐটা দেইখা অন্য কেউ কিছু শিখতে পারে।
.
আরো কিছু পাগল আছে যারা ব্যাতিক্রম হইতে একটু অন্য লাইনে যায়। কেউ কাপড় চোপড় খুইল্লা নায়লা নাঈম হয়। কেউ পাগলের চরম পর্যায় দেখায়া “হ্যাপি” নামেও পাগলের আরেকটা স্তর তৈরী করে।
.
কেউ আর্থকোয়াক সেলফি দেয়, কেউ নামাজে সেজদায় বা বাথরুমে কমডে বইসা সেলফি আপলোডায়।
এত নিজের সম্মান যে কই যাইয়া ঠেকতাছে সেদিকে খেয়াল নাই শেয়ার বাড়তেছে ফলোয়ার বাড়তেছে তাতেই আলহামদুলিল্লাহ।
.
এইসব পাগলদেরো একটা ভালো দিক হচ্ছে এগো দেইখা আমরা ফ্রি বিনোদিত হইতে পারি।
.
কিন্তু ইদানিং এই পপুলারিটি তাড়াতাড়ি বাড়ানির জন্য ক্যান জানি মাইনষে গায়ে পইড়া ধর্মের বিরুদ্ধে লেখে!! কারন জানে এইটা এমন এক জিনিস যাতে আঘাত করলে কারো মাথাই ঠিক থাকে না। ফলাফল গাইল্লানির জন্য হইলেও তাতে কমেন্ট করবে, তা শেয়ার করবে এন্ড তাঁর পপুলারিটি এমনিতেই বাড়বে। 
.
তা নাহ হইলে আসিফ মিয়ারেই দেখেন। ওয় কাবা শরিফের দেয়ালে গে সাইন মানে রংধনু কালার দিতে পারে বাট গির্জা, মন্দিরে তো দেয় না??
.
আবার কোরবানী আইলে তা পশু অধিকারে আঘাত লাগে মগর নিজে বাসমতির লগে বিফ দিয়া খায় আবার হেইডার ছবিও আপলোডায়, তখন পশু অধিকারে আঘাত হয় না??
.
যেই কয়ডা স্বঘোষিত নাস্তিকের আইডি চিনি প্রায় সব কয়ডার আইডি নেম দেখেন মুসলমান!! বাংলাদেশে নাস্তিক বুঝি সব মুসলমান ঘরেই পয়দা হয়?? নামাজ কালাম তো অনেকেই পড়ে না তাই বইলা তো আর আল্লাহ খোদা অবিশ্বাস করে না।
.
পপুলারিটি থাকা খারাপ না কিন্তু ঝামেলাও আছে বহুত। আপনার একটা ভালো কথায় কেউ ভালো কিছু করলে তাঁর বেনিফিটের একটা অংশ আপনিও পাবেন। কিন্তু আপনার কথায় কেউ যদি বেলাইনে যায় তাইলে আকাম না কইরাও আপনে আকামের ভাগিদার হইবেন।
.
ধরলাম শয়তানের কুরকুরানিতে পপুলারিটি বাড়াইতে নাহয় কোন নির্দিষ্ট ধর্মগোষ্টির মনে আঘাত করে কিছু আপলোড দিলেন এবং তা স্বাভাবিক ভাবেই অনেক শেয়ার হবে অনেকেই জানবে এন্ড আপনাকে অভিষাপ দিবে।
.
কোন এক সময় আপনার যদি বোধোদয় হয় যে কাজটা ঠিক করেন নাই এবং আপনি ফেবুকে তাঁর জন্য ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিলেন আপনার কি মনেহয় হেই স্টাটাস আগের ধর্মে আঘাতের স্টাটাসের মত শেয়ার হবে? বা আগের টা যত মানুষের কাছে পৌছাইছিলো আপনার ক্ষমার আবেদন তত মানুষের কাছে পৌছাবে?
.
ফলাফল মাপ চাইয়াও হয়তো সবার কাছ থেকে মাফ পাবেন না বা আপনার সুশীলগিরি আধুনিক বেলাইনের কথা বার্তায় উৎসাহিত হইয়া যেই কয়জন পার্মানেট বেলাইনে গেছেগা তাদের পাপের অংশো কইলাম কন্টিনিউয়াস আপনার ঘাড়ে আসতে থাকবে।
.
পপুলার হওয়াটা মোটামুটি সহজ কিন্তু তাঁর সদব্যাবহার করতে না পারলে পরে ঐ পপুলারিটিই এক সময় কাল হইয়া দাড়াইবো।
অতএব পপুলার সাধু, সাবধান।

1 টি মন্তব্য:

  1. Dharma jinista ki etoi thunko, bhongur, je karur social site-er post e tate aghat lagbe? If your faith has carried you this far, it is surely strong enough to bear the brunt of sarcasm, eh?

    উত্তরমুছুন