বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

সাকা চৌধুরীর বাণী সমগ্র

সাকা চৌধুরীরে অনেকেই দেখতে পারেন না কিন্তু সত্যি কইতে উনি আমার খুব্বব ফেভারিট!!! ব্যাটার ফাসি হইয়া গেলে সত্যিই খুব মিস করমু। ক্যান মিস করুম তা তাঁর নিচের ডায়ালগ গুলা পড়লেই বুঝবেন। এমন পিস আসলেই রেয়ার। এমন এন্টারটেইনিং পিস চইলা গেলে মিস না করা ছাড়া উপায় আছে কন? tongue emoticon
.
(ইয়ে সামাজিক সাইটে দেয়ার জন্য অনেক ডায়ালগ ডিলিট করে দেয়ার পরো নিচের কিছু ডায়ালগ আন্সেন্সর্ড রইয়া গেছে আই মিন কিছু ১৮+ কথা বার্তা আছে। সো পড়লে একলা একলা পইড়েন unsure emoticonআর ডায়ালগ গুলো নেট থেকেই পাইছি মানে কার্টেসীঃকালেক্টেড)
.
১. 'আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।'
.
২. 'পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে’
.
৩. ''মাননীয় স্পিকার , মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শুনে আমি চোদনা হয়ে গেলাম।'' অতঃপর স্পিকার যখন সালাউদ্দিন কাদেরকে সংযত ও মার্জিত হয়ে কথা বলতে বললেন, তখন তিনি তার মার্জিত ভাষায় বলে উঠলেন; ''মাননীয় স্পিকার, আপনার কথা শুনে আমি আবারও চোদনা হয়ে গেলাম।''
.
৪. প্রধনামন্ত্রী শেখ হাসিনা সাকা চৌধুরী সম্পর্কে মন্তব্য করেছিলেন সাকা চৌধুরী একজন চিহ্নিত সোনা চোরাচালানকারী।
সাকা চৌধুরী প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে বলিলেন; "দেশে এত সোনা থাকতে আমার সোনা নিয়ে শেখ হাসিনার কেন এত টানাটানি, বুঝলাম না।"
.
৫. অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে সাকা চৌধুরী বলেন, "খা*কীর পোলা দুই বছর জেলে রাখছিস, বের হইয়া নেই, তোর পু*কির মধ্যে আঙ্গুল ঢুকাবো।"
.
.
৬. ''আন্দালিব পার্থ পোলাডা অনেক সুইট আছে।''
.
৭. একবার সাকা তার দলের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে বললেন; ''আগে জানতাম কুকুরে লেজ নাড়ায়, আর এখন দেখি লেজে কুকুর নাড়ায়!''
.
৮. “আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। আমার মাতৃভাষা বাংলা নয়, চাটগাঁইয়া।”
.
৯. চট্টগ্রাম এ এক সমাবেশে তৎকালীন আওয়ামী সরকারের সবকিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন খুজে পাওয়াকে কটাক্ষ করে সাকা বলেন "বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার স্বপ্নদোষ (!!!) আছিল"
.
১০. আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami league থেকে বাল BAL.
.
১১. "সুশীল আবার কি? সু মানে সুন্দর আর শীল মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত।"
.
১২. মাননীয় স্পিকার,আমি কি সংসদে কাউকে চোর বলতে পারি ?" স্পিকার বলেন- "না পারেন না।" সালাহ উদ্দিন কাদের চৌধুরীর উত্তর, "তাহলে আমি শেখ সেলিম সাহেবকে চোর বললাম না।"
.
এন্ড সবচেয়ে ঝাক্কাস ডায়ালগ..
১৩ .গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা নির্ভার এবং হাসিখুশি কিভাবে আছেন এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সাকা চৌধুরী, "ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়।"
.
.
উই উইল মিশ ইউ শাকা colonthree emoticon

বুধবার, ২৯ জুলাই, ২০১৫

১০ লাখের নিচে তো আমরা মেয়ে দিবই না

“১০ লাখের নিচে তো আমরা মেয়ে দিবই না”
- “১০লাখ!! কি বলেন, এখন কি ওতো চলে নাকি। আপনি আশে পাশে দেখেন তার পর বলেন। যান ৩ লাখ ”
.
“আরে কি বলেন, পাগল নাকি?? ৩লাখ!!এই যুগে তিন লাখে মেয়ে দেয়া যায়?? আমাদের কালেও তো ৫লাখ লাগছিলো। যান ৮ লাখ”
- “ আইচ্ছা যান আপনারটাও থাকলো আমারটাও থাকলো। ৫লাখে ফাইনাল করেন”
.
“নাআআআআআআআ, অসম্ভব। লাস্ট ৭ লাখ। এর নিচে হবেই না”
.
.
.
উপরের এইটা আমার বানানো হইলে বিয়ের আগে দুই পক্ষের মধ্যে কাবিন নিয়া এটা একটা কমন কথোপকথন।
.
আল্লাহ মাইনষের ভালোর জন্য বিয়েতে কাবিন নামে একটা ব্যাপার রাখছেন। কিন্তু আমরা তো সেই পইতাল জাতি যারা ‘আঈনে কি লেখা আছে’ তা না দেইখা খুঁজি ‘আঈনে কি লেখা নাই’ সেই ফাঁক ফোকর।
.
মাঝে মধ্যে এই ধরনের কথা বার্তা হুনলে বুঝিও না এইডা কি বিয়া নামের কোন পবিত্র বন্ধন নিয়া কথা, নাকি খদ্দর-দালালের দর কষাকষির কথা squint emoticon 
.
বিবাহ_ফ্যাক্ট

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

টাকায়ালা আর ফয়িন্নি

• টাকায়ালায় কাপড় না পিন্দলে তারে কয় ন্যুড, ফয়িন্নিয়ে কাপড় না পিন্দলে তারে কয় নাঙ্গা।
• টাকায়ালায় ডিস্লারে ছবি তুল্লে তারে কয় ফটোগ্রাফি, ফয়িন্নিয়ে মোবাইলে ছবি তুল্লে তারে কয় ফটো খিচা।
.
• টাকায়ালায় পুরান জিনিস কিনলে তারে কয় এন্টিক, ফয়িন্নিয়ে পুরান জিনিস কিনলে তারে কয় সেকেন্ড হ্যান্ড।
• টাকায়ালায় নাঙ্গা ছবি দেয়ালে টাঙ্গাইলে তারে কয় শিল্প, ফয়িন্নিয়ে আধানাঙ্গা ছবি দেয়ালে টাঙ্গাইলেও তারে কয় অশ্লীল।
.
• টাকায়ালায় বন্ধুগো লগে দেখা করলে তারে কয় হ্যাং আউট, ফয়িন্নিয়ে বন্ধুগো লগে দেখা করলে তারে কয় আড্ডা।
• টাকায়ালায় অন্যের লগে আকাম করলে তারে কয় ফান, ফয়িন্নিয়ে অন্যের লগে আকাম করলে তারে কয় পতিতা।
.
• টাকায়ালায় কস্ট করলে তারে কয় স্ট্রাগল, ফয়িন্নিয়ে কস্ট করলে তারে কয় জীবন যুদ্ধ।
• টাকায়ালার মদ খাইলে হয় এলকোহলিক, ফয়িন্নিয়ে মদ খাইলে হয় ডাইলখোর।
.
• টাকায়ালয় ধুমপান করলে হয় স্মোক, ফয়িন্নিয়ে ধুমপান করলে হয় বিড়িখোর।
• টাকায়ালাগো দাওয়াত কইরা আইন্না খাওয়াইলে তারে কয় পার্টি, ফয়িন্নিগো দাওয়াত কইরা আইন্না খাওয়াইলে তারে কয় কাঙ্গালীভোজ।
• টাকায়ালায় ছিড়া ত্যানা পিন্দলে তারে কয় ফ্যাশন, ফয়িন্নিয়ে ছিড়া ত্যানা পিন্দলে তারে কয় অভাবী।

বুধবার, ২২ জুলাই, ২০১৫

When আপনে একজন বেকার ছেলে, তখন আসেপাশের মানুষ বলবে, “দেখছো ইয়াং ছেলে, শিক্ষিত হইয়া এখনো ইগো নিয়া বেকার বইসা আছে। চাকরিই করতে হবে এমন কোন কথা আছে?? রিক্সা চালাইয়াও তো আয় ইনকাম করা যায়”
then আপনে যদি রিক্সা চালানি শুরু করেন তখন আবার তারাই ‘অবজ্ঞার’ সাথে বলবে “ডিগ্রী পাশ কইরা রিক্সা চালায়, ছিঃ ” colonthree emoticon
.
When আপনে আবিয়াইত্তা ডাঙ্গর মেয়ে, আসেপাশের মানুষ বলবে, “পাত্র এতো বাছাবাছি করার কিছু নাই, মেয়ের বয়স বাইড়া যাইতেছে তাড়াতাড়ি একটার সাথে বিয়া দিয়া দেও”
then আপনি তাড়াহুড়া করে অপছন্দের একটারে বিয়া করে অশান্তির সংসার শুরু করবেন তখন আবার আশে পাশের মানুষ বলবে, “এভাবে নরপশুর সাথে সংসার করা যায়? বাদ দাও। তোমারো তো একটা লাইফ আছে”
then আপনি যদি তারে ডিভর্স দেন তখন আবার আশেপাশের মানুষই ‘অবজ্ঞার’ সাথে বলবে, “ডিভর্সী মেয়ে, সংসার করতে জানে না” colonthree emoticon !!!
.
.
ফেসবুকে আইলে দেখি মাইনসের দুঃখের শেষ নাই, মগর আমি তো দেখি আশেপাশে এন্টারটেইনের শেষ নাই। এরুম সার্কাস টাইপ একখান সোসাইটিতে বাস কইরাও মাইনষে আবার ক্যামনে দুঃখে থাকে হেইডাই আমার মাথায় ধরে না colonthree emoticon

মাইনষে চায় একটা করে আরেকটা

স্কুল কলেজ ভার্সিটি লাইফে পোলাপাইনের তালতামাসা দেইখা যা বুঝলাম
.
‘বেশিরভাগ’ মেয়ে এমন ছেলে পছন্দ করে যারা………..
১। বিড়ি ফুকে না
২। ড্রিংক্স করে না
৩। পড়াশুনার মনযোগী
৪। কোন মেয়ের সাথে ফ্লার্ট করে না
৫। নম্র ভদ্র, বিটলামি করে না
৬। তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না
.
মগর ‘বেশিরভাগ’ মেয়ে যেডির পিছে ঘুরে বা খেত্র বিশেষে প্রেমো করে হেগো মধ্যে
১। ৯৯.৯৯% ই বিড়ি ফুকে, লগে জিএফডিও বিভিন্ন উপলক্ষে বিএফেরে সিগারেট রিলেটেড জিনিস গিফট করে
২। ৫০%ই রেগুলার না হইলেও বিভিন্ন অকেশনে ড্রিঙ্কস করে এন্ড এইডা জিএফ জানে। মাঝেমধ্যে ইচ্ছায় হোক বা ঠেকায় পইড়া হোক হেরাও দুই এক প্যাগ মারে।
৩। এডি পড়াশুনায় খুব একটা মনোযোগী না
৪। বেশিরভাগেই ফ্লার্ট করার দিক দিয়া ওস্তাদ
৫। নম্র ভদ্র না হইলেও ওরা ভালই বিটলা হয়।
৬। এন্ড অবশ্যই গার্লফ্রেন্ডের স্বাধীনতায় ব্যাগড়া বাধায়
.
.
অন্যদিকে ‘বেশিরভাগ’ ছেলে পছন্দ করে এমন মেয়ে
১। যে আপাদ মস্তক পর্দা পর্শিদা করে
২। যে ছেলেদের সাথে ঘুরাঘুরি করে না বা যে ছেলেদের সাথে রাত বিরাতে ফোনে কথা বলে না
৩। যে আটা ময়দা ওরফে মেকাপ মুকাপ বেশি একটা দেয় না
৪। মেয়েটা হাঙ্কি পাঙ্কি বা লুতুপুতু কিসিমের না 
৫। তার ফেসবুক বা মোবাইল নিয়া নাগ গলায় না
.
মগর ‘বেশিরভাগ’ ছেলেই যেইসব মেয়ের পিছে ঘুর ঘুর করে বা খেত্র বিশেষে প্রেমো করে তাদের মধ্যে
১। মেক্সিমামই টাইটফিট এবং যত সম্ভব ছোট খাটো ড্রেস পিন্দে (যারে কয় হট লুক)
২। সে ছেলের সাথে আদারে বাদারে ভালোভালই ঘুরাঘুরি উইথ গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলে
৩। এদের মধ্যে বেশিরভাগই এতোই মেকাপ করে যে আসল চেহারাই চিনা যায় না
৪। বেশিরভাগই লুতুপুতু কিছিমের হয়
৫। এন্ড আই লাবু কওয়ার পরে প্রথমেই ফেবুকের পাসোয়ার্ড চাইয়া বসে।
.
.
মাইনষে হুদ্দাই ভাগ্যরে গাইল্লায়, “চাই একটা আর পাই আরেকটা” 
মগর জনগন এইডা দেখেনা ‘আসলে ওয় চায় কি, আর নিজে করে ডা কি????’ colonthree emoticon 

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??

“অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??”
.
-- “ ঈদে পোলাগো কোন শপিং টপিং লাগে না। একখান সাদা পাঞ্জাবি দিয়াই আমরা ৫-৭ ঈদ কাটায় দিতে পারি। সাদা রং, সো ডিস্কালার হবারো চান্স নাই, বরং দিন দিন উল্টা কালার হইবো tongue emoticon ”
.
“হুহ আমাদেড়ো তেমন শপিং টপিং লাগে না। জাস্ট সকালের জন্য একটা, বিকালের জন্য একটা রাতের জন্য একটা টোটাল তিনটা শেলোয়াড় কামিজ,
পড়দিন ফ্রেন্ডস দের সাথে বেড় হবার জন্য একটা জামদানী ছাড়ী।
টোটাল চারটা ড্রেসের জন্য মেচিং করে জাস্ট চার জোড়া জুতা,
চার কালাড়ের লিপিস্টিক,
অ্যাই শ্যাডো,
মাস্কাড়া,
ছয় জোড়া কানের দুল আড় ৫ ডজন চুড়ি। এই টুকুই...
.
ও ভূলে গেছি, আর ম্যাচিং করে চার কালারের চারটা পার্টি ব্যাগ.... এই তো..
.
ও না জাস্ট আরেকটা আছে, চার ড্রেসের জন্য চার কালারের মোবাইল কভার… ব্যাস
.
ও আরেকটা, চার কালারের ফ্রেমের চারটা সানগ্লাস.... এই অল্প কয়টাই আর কিছু কিনি না ঈদে..
.
এর বাহিরে শুধু সানস্ক্রিন, একটা ফেইসওয়াস,
টোনার, ফেসপ্যাক, হেয়ার কালার, স্কাব.... এগুলো তো লাগেই। এগুলো কি আর শপিং এর মধ্যে পড়ে নাকি...
.
ও আর ছোট একটা, মেহেদি....
.
ও আরেকটা আছে ছয় রকমের নেইলপালিস, নেইল পলিশ রিমুভার... দেটস ইট..... অন্যদের মত আমার অতো কেনাকাটা নাই ঈদে। ব্যাস এই কয়টা দিয়েই কোন মতে ঈদ কাটায় দেই”
.
.
confused emoticon

রবিবার, ১২ জুলাই, ২০১৫

দিলরুবা বেগমের স্টাটাসঃ

দিলরুবা বেগমের স্টাটাসঃ
“অফ আজকে ৫ম বাড়েড় মত ড়ক্ত দিয়ে আসলাম। ক্যামন জানি লাগছে বাট আ’ম হ্যাপি বিখজ এক জনেড় জান বাঁচাতে পাড়লাম। চেয়েছিলাম ৫ ব্যাগ দেই বাট এক ব্যাগের বেশি দেয়া পসিবল না।”
.
.
কমেন্টঃ
সমদ আলীঃ ‘আমি রক্ত দিয়েছি মাত্র দেড় মাস হলো। উফ তাড়াতাড়ি তিন মাস হয় না ক্যান আবাড় দিব। দেড় মাসকে তো দেড় যুগ মনে হচ্ছে’
.
বক্কর মিয়াঃ ‘এইভাবে ঢোল পিটানো উচিৎ না। আমি যে আজ পর্যন্ত ১০ ব্যাগ রক্ত দিসি একবারো কোথাও বলছি??’
.
কুলসুম খাতুনঃ “শো শুইট আপ্পি, আমি তো প্রতি মাসেই দেই ” ( squint emoticon )
.
দিলরুবা বেগমঃ “দেখুন বক্কর মিয়া, আমি ঢোল পিটাই নাই। আমি অন্যকেও উদ্ভুদ্দ কড়াড় জন্য এটা লিখেছি ইউ নো। ঢোল পিটাতে চাইলে আমি বলতে পাড়তাম যে আমি ৫০ টা কম্বল দিয়েছিলাম শীতে, গত মাসে এক ড়িক্সায়ালাকে ৫০০০ টাকা দিয়েছিলাম, প্রতি সাপ্তাহে দুই জন ভিখারিকে খাওয়াই। কই বলছি আমি কিছু। হুহ, ওয়েল ইউর ওউন মেশিন ”
.
.
সারমর্মঃ নো ডাউট এনারা সবাই ভালো কাম করছেন এবং অনেকেই উপকৃত হইছেন বাট ভালো কাম কইরাও সামান্যতম নেক হাসিল করতে পারছেন কিনা তাতে যথেষ্ঠ সন্দেহ আছে।
.
‘অশেষ নেক’ হাসিলে বদলে ভালো কাম কইরাও শুধু ঢোল পিটানর কারনে ‘অশেষ পাপ’ও অর্জন কইরা থাকতে পারেন। কারন উপ্রে দিয়া যাই কন মনের ভিত্রের কিচ্ছা কইলাম আল্লাহয় ভাল কইরাই জানে।
.
অতএব ভালা কাম যা করার চুপে চাপে গোপনে করেন। সওয়াবো কামান সাথে মাইনষেরে অন্যের পাড়া খাইয়া মরার হাত থেকে বাচান squint emoticon
(যাকাতের কাপড় নিতে গিয়ে যারা মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতে দাখিল করুন)

শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না,

• এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না, হয় ‘ইফতার পার্টি’
• এখন আর ‘ইফতার পার্টির’ পরে নামাজের ব্যাবস্থা থাকে না, থাকে হ্যাং আউট/জম্পপেস আড্ডা।
.
• এখন আর অন্যকে খুব বেশি একটা ইফতার খাওয়ানো হয় না, হয় প্রতিদিনের ইফতারের আয়োজনের ছবি ফেবুকে আপলড দেয়া।
• রোজার পবিত্রতা রক্ষায় রোজাতে ‘লেট নাইট পার্টি’ হয় না, হয় ‘সেহেরী পার্টি’ সাথে আবার সঙ্গীতানুষ্ঠানো থাকে!! colonthree emoticon
.
• এখন আর ঈদের জন্য এক সেট কাপড় কেনাকাটা করা হয় না, হয় ঈদের শো অফের জন্য ১০ সেট কাপড় কেনাকাটা।
• এখন আর কোরআন খতমের প্রতিযোগীতা হয় না, হয় পিৎজা হাটে কে কার চেয়ে বেশি ইফতারে পিৎজা স্লাইস খেতে পেরেছে তার প্রতিযোগীতা।
.
• এখন আর গোপনে মানুষকে দান করা হয় না, হয় দান করে ভি সাইনের সেলফি আপলড করা (সাথে আবার লিখে দেয়া হয় ‘এটা দেখানোর জন্য না, ভালো কাজে অন্যকে উৎসাহিত করার জন্য’ colonthree emoticon )
• এখন আর ক্লান্তি আসবে বলে শপিং কমানো হয় না, হয় শপিং এর জন্য রোজা কম রাখা!!
.
• এখন আর ফরজ আদায় করা হয় না, হয় নফলের পিছনে ছুটতে গিয়ে ফরজ ছেড়ে দেয়া!!
• এখন আর রোজা মানে কম কম খাওয়া হয় না, হয় প্রতিদিন নামি দামী রেস্ট্রুরেন্টে ‘বাফেট’ সেহেরী/ইফতার/ ডিনার খেয়ে ফুড ব্যাংক এ ছবি সহ রিভিউ দেয়া।
• এখন আর ধর্মীয় কর্ম পূণ্যের আশায় করা হয় না, হয় ফ্যাশন রক্ষার্থে!!
.
• এখন আর ভালো কিছু দেখার আশা হয় না, হয় কেয়ামতের নতুন নতুন আজগুবি আলামত দেখার অপেক্ষা........... colonthree emoticon

বুধবার, ৮ জুলাই, ২০১৫

পিংক-পার্পেল মাইয়াগো কালার

পিংক-পার্পেল মাইয়াগো কালার
সাদা-কালা শোকের কালার 
গোল্ডেন-সিলভার বড়লোইক্কা কালার
টিয়া-কমলা খেইত্তা কালার
আর এখন “বে নী আ স হ ক লা” মানে রংধনুর সাত রঙ সমকামীগো কালার।
.
আবে হালায় তাইলে পিন্দুম টা কি? পলিথিনের লাহান রঙ বিহীন ট্রাস্পারেন্ট কাপড় পিন্দুম নি squint emoticon

শনিবার, ৪ জুলাই, ২০১৫

ছোট ভাইয়ের এক পরিচিত ভাইয়েরে

ছোট ভাইয়ের এক পরিচিত ভাইয়েরে তাঁর এক আঙ্কেলে জিগায়
.
"বাবা কোথায় ভর্তি হইছো?"
.
- "আঙ্কেল, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছি"
.
"বুয়েটে বুঝি আর চান্স পাইলা না"
confused emoticon

শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

ঐ তোরে বিয়া করামু

আম্মাঃ ঐ তোরে বিয়া করামু। ক কেমন বউ পছন্দ?
-কেমন বউ পছন্দ মানে?
.
আবে ধামড়া মাইয়া দেখুম, তা কেমন মাইয়া তোর পছন্দ হেইডা ক, তাইলে ঐ রকমই দেখুম।
-ও আইচ্ছা, চেকের মাইয়া দেইখো। চেকচেক টা আমারে লগে ভালো মানায়
.
চেক চেক মাইয়া!! কি কস এডি?? gasp emoticon
-ও চেকের মাইয়া পাওন যায় না, তাইলে স্ট্রেইপের মাইয়া দেইখো। এক কালারো চলে
তয় প্রিন্টের মাইয়া একটুও পছন্দ না squint emoticon
.
ঐ ফাইজলামি করছ?
- পরথমে শুরুডা কেডা করছে?? squint emoticon

বুধবার, ১ জুলাই, ২০১৫

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার করা হইছিলো কিন্তু মানুষ হেইডারে দেশ ধ্বংস কইরা দেয়ার কাজে ব্যাবহার করতেছে।
.
মোবাইল আবিষ্কার হইছে ধ্রুত ও সহজ যোগাযোগের জন্য আর আমরা মানুষরা হেইডারে সহজে ও সহি তরিকায় মিথ্যা বলার কাজে ব্যাবহার করতেছি।
.
ফেসবুক পয়দা করছে সামাজিক যোগাযোগের একটা ভার্চুয়াল ভার্সন হিসাবে যেখনে মানুষ ঘরে বা অফিসে বসে দুনিয়ার যে কোন চিপার ফ্রেন্ডের সাথে আড্ডা, তাঁর ফিলিংস, অবস্থান, অবস্থা ইত্যাদি শেয়ার করতে পারে।
আর আমরা হেইডাতে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদির মাধ্যমে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বিভিন্ন আজাইরা পন্থা অবলম্বন করি।
.
কেউ পাশের রুমে মায়ের খোজ না নিয়া ফেবুকে মা নিয়ে আবেগী স্ট্যাটাস মারি। কেউ রোজার মাসে পোলা হইয়া মেয়েগো পিরিয়ড এবং রোজাতে এর সামাজিক এফেক্ট নিয়া পিএইচডি ডিগ্রীধারী টাইপ জ্ঞান ঝাড়ি যেখানে ঘরে নিজের ভইনেই এসব ব্যাপারে নিজেরে লুকায় রাখে সেদিকে খেয়াল রাখি না।
.
কেউ এক ব্যাগ রক্ত দিয়া বা দুই জন মিস্কিনেরে দুই প্যাকেট বিরানী দিয়া 
এক সাপ্তাহ হেইডার ভি সাইনের ফটো আপলডাই।
.
আবার কেউ ঘরে খোদার ৩০টা দিন বউ জামাইয়ে কাইজ্জা কইরা ফেবুকে নিজের বানাইন্না লুতুপুতু আবেগী ভালোবাসার গল্প ডেলিভারি দেই।
.
এতো অনেক লাইক শেয়ার হয়। শো শুইট/ শেলুট/ শুন্ডর মেন্টালিটি ইত্যাদি কমেন্ট পাওয়া যায় সাথে পপুলারিটিও বাড়ে। তারপরো এইখানে মন্দের ভালো হচ্ছে মিছা গল্প আপলড দিলেও হয়তো ঐটা দেইখা অন্য কেউ কিছু শিখতে পারে।
.
আরো কিছু পাগল আছে যারা ব্যাতিক্রম হইতে একটু অন্য লাইনে যায়। কেউ কাপড় চোপড় খুইল্লা নায়লা নাঈম হয়। কেউ পাগলের চরম পর্যায় দেখায়া “হ্যাপি” নামেও পাগলের আরেকটা স্তর তৈরী করে।
.
কেউ আর্থকোয়াক সেলফি দেয়, কেউ নামাজে সেজদায় বা বাথরুমে কমডে বইসা সেলফি আপলোডায়।
এত নিজের সম্মান যে কই যাইয়া ঠেকতাছে সেদিকে খেয়াল নাই শেয়ার বাড়তেছে ফলোয়ার বাড়তেছে তাতেই আলহামদুলিল্লাহ।
.
এইসব পাগলদেরো একটা ভালো দিক হচ্ছে এগো দেইখা আমরা ফ্রি বিনোদিত হইতে পারি।
.
কিন্তু ইদানিং এই পপুলারিটি তাড়াতাড়ি বাড়ানির জন্য ক্যান জানি মাইনষে গায়ে পইড়া ধর্মের বিরুদ্ধে লেখে!! কারন জানে এইটা এমন এক জিনিস যাতে আঘাত করলে কারো মাথাই ঠিক থাকে না। ফলাফল গাইল্লানির জন্য হইলেও তাতে কমেন্ট করবে, তা শেয়ার করবে এন্ড তাঁর পপুলারিটি এমনিতেই বাড়বে। 
.
তা নাহ হইলে আসিফ মিয়ারেই দেখেন। ওয় কাবা শরিফের দেয়ালে গে সাইন মানে রংধনু কালার দিতে পারে বাট গির্জা, মন্দিরে তো দেয় না??
.
আবার কোরবানী আইলে তা পশু অধিকারে আঘাত লাগে মগর নিজে বাসমতির লগে বিফ দিয়া খায় আবার হেইডার ছবিও আপলোডায়, তখন পশু অধিকারে আঘাত হয় না??
.
যেই কয়ডা স্বঘোষিত নাস্তিকের আইডি চিনি প্রায় সব কয়ডার আইডি নেম দেখেন মুসলমান!! বাংলাদেশে নাস্তিক বুঝি সব মুসলমান ঘরেই পয়দা হয়?? নামাজ কালাম তো অনেকেই পড়ে না তাই বইলা তো আর আল্লাহ খোদা অবিশ্বাস করে না।
.
পপুলারিটি থাকা খারাপ না কিন্তু ঝামেলাও আছে বহুত। আপনার একটা ভালো কথায় কেউ ভালো কিছু করলে তাঁর বেনিফিটের একটা অংশ আপনিও পাবেন। কিন্তু আপনার কথায় কেউ যদি বেলাইনে যায় তাইলে আকাম না কইরাও আপনে আকামের ভাগিদার হইবেন।
.
ধরলাম শয়তানের কুরকুরানিতে পপুলারিটি বাড়াইতে নাহয় কোন নির্দিষ্ট ধর্মগোষ্টির মনে আঘাত করে কিছু আপলোড দিলেন এবং তা স্বাভাবিক ভাবেই অনেক শেয়ার হবে অনেকেই জানবে এন্ড আপনাকে অভিষাপ দিবে।
.
কোন এক সময় আপনার যদি বোধোদয় হয় যে কাজটা ঠিক করেন নাই এবং আপনি ফেবুকে তাঁর জন্য ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিলেন আপনার কি মনেহয় হেই স্টাটাস আগের ধর্মে আঘাতের স্টাটাসের মত শেয়ার হবে? বা আগের টা যত মানুষের কাছে পৌছাইছিলো আপনার ক্ষমার আবেদন তত মানুষের কাছে পৌছাবে?
.
ফলাফল মাপ চাইয়াও হয়তো সবার কাছ থেকে মাফ পাবেন না বা আপনার সুশীলগিরি আধুনিক বেলাইনের কথা বার্তায় উৎসাহিত হইয়া যেই কয়জন পার্মানেট বেলাইনে গেছেগা তাদের পাপের অংশো কইলাম কন্টিনিউয়াস আপনার ঘাড়ে আসতে থাকবে।
.
পপুলার হওয়াটা মোটামুটি সহজ কিন্তু তাঁর সদব্যাবহার করতে না পারলে পরে ঐ পপুলারিটিই এক সময় কাল হইয়া দাড়াইবো।
অতএব পপুলার সাধু, সাবধান।