মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

BA pass

গ্রামের রাস্তায় হাটতে হাটতে এক চাচার সাথে দেখা।

"ভালা আছত্তি"

> "এইতো চাচা আছি ভালই, আপনি কেমন আছেন?"

< "রাইখছে আল্লায় ভালাই। তো ফড়ালেখা কিছু করছনি না ভাদাইম্মার নানি হারা দিন ইমুই তুন হিমুই ঘুরছ???"

> "পড়ালেখা তো কবেই শেষ করে ফেলছি, আর কি পড়বো।"

< "ওরে বাবা, ফড়ালেখা বেক শেষ করি ফেইলছত!!!! আর ফড়ার কিছু নাই??? আইএ ফাশ কইচ্চত্তি??"

> "কিযে বলেন চাচা, B.A পাশ করে ফেললাম আপনে আইএ নিয়ে পড়ে আছেন!!!"

< "হুম কি যে পইড়ছোত তা তো বুইজছি, কইলি মোডে দুগা অক্ষর B,A হেও কইছোত উল্টা!!! ওডা B, A না আগে A ফরে B............ ভালা করি ফড়, এই পড়া দি কিছু হইতো নো..... "

(লনির আইডিয়া এডিট করা)
 — feeling মখা.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন