এক লোক প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করার আগে গোয়েন্দার ইন্টার ভিউ নিচ্ছে।
ক্লায়েন্টঃ “আচ্ছা কোন খুন এর তদন্তের ক্ষেত্রে আপনি সর্ব প্রথম কি কাজ করেন?”
গোয়েন্দাঃ “খুন বেশির ভাগ সময় হয় ছুরি অথবা পিস্তল এর মাধ্যমে। আমি প্রথমে ঐ ছুরি বা পিস্তলটা খুজে বের করে তা থেকে ফিঙ্গার প্রিন্ট বের করি।”
ক্লায়েন্টঃ “গুড এর পর কি করেন?”
গোয়েন্দাঃ “এর পর আমি ঐ ফিঙ্গার প্রিন্ট নিয়ে জ্যোতিষীর কাছে যাই। জ্যোতিষী যদি হাতের ছাপ দেখে বলে যে ঐ খুনির ভাগ্য রেখায় জেল লেখা আছে তাহলে বাকি তদন্ত করি নাহলে তদন্ত এখানেই পেকআপ। যার ভাগ্যে জেলই নাই শুধু শুধু তার পিছে সময় নস্ট করে লাভ নাই!!!!!!!”
বাংলাদেশের ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, গত কয়দিনের খেলা দেখে যা বুঝলাম খেলোয়াড়েরা তাদের সাধ্যের সব টুকু দিয়েই চেস্টা করেন কিন্তু বাংলার কপালে জয় লেখা নাই
তাই এখন চিন্তা করতাছি জ্যোতিষীরে জিগায়া খেলা দেখতে বসমু। যদি কয় আইজগা জয় আছে তাইলে দেখুম নাইলে হুদাও সারাদিন টাইম ওয়েস্ট কইরা শেষ মূহুর্তে হার্ট এটাক এর রিক্স নিয়া কাম নাই
ক্লায়েন্টঃ “আচ্ছা কোন খুন এর তদন্তের ক্ষেত্রে আপনি সর্ব প্রথম কি কাজ করেন?”
গোয়েন্দাঃ “খুন বেশির ভাগ সময় হয় ছুরি অথবা পিস্তল এর মাধ্যমে। আমি প্রথমে ঐ ছুরি বা পিস্তলটা খুজে বের করে তা থেকে ফিঙ্গার প্রিন্ট বের করি।”
ক্লায়েন্টঃ “গুড এর পর কি করেন?”
গোয়েন্দাঃ “এর পর আমি ঐ ফিঙ্গার প্রিন্ট নিয়ে জ্যোতিষীর কাছে যাই। জ্যোতিষী যদি হাতের ছাপ দেখে বলে যে ঐ খুনির ভাগ্য রেখায় জেল লেখা আছে তাহলে বাকি তদন্ত করি নাহলে তদন্ত এখানেই পেকআপ। যার ভাগ্যে জেলই নাই শুধু শুধু তার পিছে সময় নস্ট করে লাভ নাই!!!!!!!”
বাংলাদেশের ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, গত কয়দিনের খেলা দেখে যা বুঝলাম খেলোয়াড়েরা তাদের সাধ্যের সব টুকু দিয়েই চেস্টা করেন কিন্তু বাংলার কপালে জয় লেখা নাই
তাই এখন চিন্তা করতাছি জ্যোতিষীরে জিগায়া খেলা দেখতে বসমু। যদি কয় আইজগা জয় আছে তাইলে দেখুম নাইলে হুদাও সারাদিন টাইম ওয়েস্ট কইরা শেষ মূহুর্তে হার্ট এটাক এর রিক্স নিয়া কাম নাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন