“সুসান কেমন আছো??? শরীর সাস্থ কেমন?”
> “এইতো আছি ভালই, শরীরো ভালো। তুমি কেমন আছো”
< “চলছে ভালই”
>"তো আজ হঠাত এই গরীবের ঘরে আগমন”
< “একি এপার্টমেন্ট এ থকি, আসতেই পারি। নাকি নিষেধাজ্ঞা আছে?”
>“না তা পারো, কিন্তু একি এপার্টমেন্টে থাইকাও তো দেখা হয়না বিল্ডিং এর কারো সাথে কারো, তাই জিজ্ঞাস করলাম আরকি। মানে কোন দরকার কিনা”
< “হুম তা একটু দরকার। তুমি নাকি ভালো রেপ করতে পারো!!! ফ্রি থাকলে আমাকে একটু রেপ করে দিতে পারবা!!!”
>“কিইইইইইই করে দিবো!!!!????”
< “এখানে এমন অবাক হবার কি আছে!!!???? আজব!! ফ্রি থাকলে একটু রেপ করে দিতে বললাম। বিজি থাকলে বলো, দেখি আমাদের দারয়ান পারে কিনা রেপ করতে। নাকি তোমাকে এটার জন্য পে করতে হবে ”
কি দিন আইলোরে ভাই, মাইয়া ঘরে আইসাই শরীর সাস্থের খোঁজ লয় শরীর ভালো আছে কিনা। আবার এখন কয় ফ্রি থাকলে একটু রেপ করে দিতে!!! ফ্রি না থাকলে দারোয়ান দিয়া রেপ করাবে!!!! আবার রেপের জন্য টাকা নেই কিনা তাও জিগায়!! এতো ইমার্জেন্সি রেপ করানো!!! নিজে টাকা খরছ কইরাও রেপ কইরাইতে রাজি!!! কেয়ামতের ডেট কি আইজগাই নাকি??
“আরে বাপ একটা গিফট বক্সই তো রেপ করে দিবা, এইটার জন্য এতো আকাশের চাঁন তারার দিকে তাকায়া ভাবার কি আছে? সব নিয়ে আসছি, শুধু ভালো করে এটা রেপ করে দিবা, আমি গেলাম। রেডি হতে হবে, ফ্রেন্ডের বার্থডে, যাওয়ার সময় নিয়ে যাবো। ”
শেষ কথাটা শুইনা বাঁচলাম। গিফট বক্সটা পেপার রেপিং করতে কইছিলো। আমি তো ভাবছি...........
যাক কেয়ামত আইতে তাইলে এখনো দেরি আছে... ডরায়াই গেছিলাম
> “এইতো আছি ভালই, শরীরো ভালো। তুমি কেমন আছো”
< “চলছে ভালই”
>"তো আজ হঠাত এই গরীবের ঘরে আগমন”
< “একি এপার্টমেন্ট এ থকি, আসতেই পারি। নাকি নিষেধাজ্ঞা আছে?”
>“না তা পারো, কিন্তু একি এপার্টমেন্টে থাইকাও তো দেখা হয়না বিল্ডিং এর কারো সাথে কারো, তাই জিজ্ঞাস করলাম আরকি। মানে কোন দরকার কিনা”
< “হুম তা একটু দরকার। তুমি নাকি ভালো রেপ করতে পারো!!! ফ্রি থাকলে আমাকে একটু রেপ করে দিতে পারবা!!!”
>“কিইইইইইই করে দিবো!!!!????”
< “এখানে এমন অবাক হবার কি আছে!!!???? আজব!! ফ্রি থাকলে একটু রেপ করে দিতে বললাম। বিজি থাকলে বলো, দেখি আমাদের দারয়ান পারে কিনা রেপ করতে। নাকি তোমাকে এটার জন্য পে করতে হবে ”
কি দিন আইলোরে ভাই, মাইয়া ঘরে আইসাই শরীর সাস্থের খোঁজ লয় শরীর ভালো আছে কিনা। আবার এখন কয় ফ্রি থাকলে একটু রেপ করে দিতে!!! ফ্রি না থাকলে দারোয়ান দিয়া রেপ করাবে!!!! আবার রেপের জন্য টাকা নেই কিনা তাও জিগায়!! এতো ইমার্জেন্সি রেপ করানো!!! নিজে টাকা খরছ কইরাও রেপ কইরাইতে রাজি!!! কেয়ামতের ডেট কি আইজগাই নাকি??
“আরে বাপ একটা গিফট বক্সই তো রেপ করে দিবা, এইটার জন্য এতো আকাশের চাঁন তারার দিকে তাকায়া ভাবার কি আছে? সব নিয়ে আসছি, শুধু ভালো করে এটা রেপ করে দিবা, আমি গেলাম। রেডি হতে হবে, ফ্রেন্ডের বার্থডে, যাওয়ার সময় নিয়ে যাবো। ”
শেষ কথাটা শুইনা বাঁচলাম। গিফট বক্সটা পেপার রেপিং করতে কইছিলো। আমি তো ভাবছি...........
যাক কেয়ামত আইতে তাইলে এখনো দেরি আছে... ডরায়াই গেছিলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন