মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

ছেলেরাও কাঁদে........

মেয়েদের 'মন' সাধারনত কোমল হয়। কোমল মনে একটু আঘাত পেলে মেয়েরা কাঁদে। কখনো সবার সামনেই কাঁদে, কখনো নিজ রুমে অন্যের চোখের আড়ালে বালিস ভিজিয়ে কাঁদে। কাঁদলে মন হালকা হয়। মেয়েরা অল্প আঘাতেই কেদে ফেলে। তাই হয়তো তাদের মন সবসময় হালকা/কোমল থাকে।
.
ছেলেদের মনো শুরুতে কোমল থাকে। কিন্তু কেন যেন ছেলেদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় ছেলেদের কাদতে নেই। যে কোন কঠিন আঘত বয়ে গেলেও ছেলেদের কাঁদতে হয় না। এতে মনের উপর চাপ বাড়ে। বাড়তে বাড়তে মন কঠিন হয়ে যায়। ছেলেরা কাঁদতে ভূলে যায়।
.
.
এরপরো কিছু ছেলেকে কাঁদতে হয়। পরিস্তিতি তাদের কাঁদতে বাধ্য করে। সে সময় তারা না কেঁদে থাকতে পারে না। এ সময় তাদের কাঁদতে দেখলে 'লোকে কি বলবে' সে ভয় কাজ করে না।
.
তারা পেয়াজ কাটতে গেলে কাঁদে। তাদের চোখে ধুলাবালি পড়লে কাঁদে।
অথবা চোখের সমস্যার কারনে আমার মত সকাল রাত দু বেলা চোখে দু ফোটা আইড্রপ দিতে গিয়েও ছেলেরা কাঁদে........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন