আমি কাউকে ভালোবাসি বা আমার কারো সাথে প্রেম করতে ইচ্ছা হয় বা কাউকে নিয়ে আমি একি ছাদের নিচে থাকবো এটা ক্যান জানি আমার আশেপাশের মানুষ বিশ্বাস করতে চায় না। সবাই মনেকরে ফাইজলামি করতেছি!! যার কারনে কারো সাথে এসব ভালোলাগা ভালোবাসার কথা শেয়ার করতে গেলে হেসে উড়ায় দেয়।
.
এ কারনে ব্যাপারটা অনেক দিন মনের মাঝে চেপে রাখছি। কথা পেটে চেপেরাখা উচিৎ না, এতে মাথা ব্যাথা বাড়ে। আসলেই বাড়ছে। কালকে সারারাত ঘুমাতে পারিনি তার চিন্তায়।
তাই ভাবলাম জানায়াই দেই। কিন্তু কিভাবে জানাব এটাই বুঝতে পারছিলাম না।
.
আমি একটাকে ভালোবাসি। আমাদের অফিসেই সে আমাদের সাথেই ৯-৬টা কাজ করে। ভালই সুন্দ্রী বলা যায়, গায়ের রঙ ধবধবা ফর্সা। বাট সে কানে শুনে না, কথাও বলতে পারে না। প্রায় দেখি হা করে কিছু বলতে চায় কিন্তু পারে না।
.
হু তার শারিরিক প্রতিবন্ধকতা আছে কিন্তু বিশ্বাস করেন আমি এতো ভালো মনের কাউকে এখনো দেখি নি। খুবি লক্ষি একপিস। যে কারো মন মেজাজ ঠান্ডা করে দেবার এক অদ্ভুত ক্ষমতা আছে তার মাঝে। এর প্রমান আমি নিজে।
.
না খেয়ে তাড়াহুড়া করে সকাল সকাল জ্যাম জুম ঠেলে অফিস যেতে যেতে এমনেই প্রতিদিন মাথা গরম হয়ে যায়। কিন্তু অফিসে যায়ে তাকে দেখলে, তার কাছে কিছু সময় থাকলে, তার কাজ, আচারন, আতিথেয়তা দেখলে কিছুক্ষনের মাঝে আমি পুরা রিফ্রেস!!
.
হতে পারে সে কথা বলতে পারে না, হতে পারে সে কানে শুনে না কিন্তু কাউকে প্রশান্তিময় অনুভূতি দেবার এক অদ্ভুত ক্ষমতা তার মাঝে আছে যা এখন অনেকের মাঝেই পাওয়া যায়না।
.
দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম বিয়ের খরচ নিয়ে। টাকা ছাড়া আপনি আপনার ভালোবাসাকেও আপন করতে পাবেন না। কারন আমাদের সমাজ ব্যাবস্থাটাই এমন।
.
আসলে তাকে ঘরে তুলে আনার মত এবং বাকি লাইফ তার ভরন পোষোন চালানর মত এত আয় রোজগার আমার এখনো হয় নি। তাই বাসায়ো বলতে পারছি না পরে আবার না বাপে তার কথা শুইন্না আমারেই ঘর থেকে বাহির কইরা দেয়
.
.
.
কিন্তু মাই ডিয়ার এসি,
তুমি বোবা কালা যাই হও
আমি তোমাকেই ভালবাসি।
.
আপাতত তুমি অফিসেই থাকো, শুধু একটা অনুরোধ... এই ঠাডা গরমে আমার উপর মাঝে মধ্যে রাগ করে নষ্ট হইয়ো না।
.
এ ফ্যাসিবাদী সরকার হয়তো এসির উপর ট্যাক্স কমাবে না, কারেন্ট বিল কমাবে না। এ ঘুনেধরা সমাজ হয়তো তোমাকে আনতে দেখে “এহ ফকিন্নির ভাব দেখো, খাওন জুটে না আবার এসি মারায়” বলে খোঁচাবে।
.
কিন্তু মনেরেখো মাই জরিনা, আমি মাইনষের কথার ধার ধারিনা।
একদিন তোমাকে ঘরে তুলে এনে সবার মাথার উপর বসানোর মত টাকা আমারো হবে। তোমার ভরন পোষোনের খরচ চালানর অবস্থা আমারও আসবে।
ভালোবাসার জয় হবেই
.
এ কারনে ব্যাপারটা অনেক দিন মনের মাঝে চেপে রাখছি। কথা পেটে চেপেরাখা উচিৎ না, এতে মাথা ব্যাথা বাড়ে। আসলেই বাড়ছে। কালকে সারারাত ঘুমাতে পারিনি তার চিন্তায়।
তাই ভাবলাম জানায়াই দেই। কিন্তু কিভাবে জানাব এটাই বুঝতে পারছিলাম না।
.
আমি একটাকে ভালোবাসি। আমাদের অফিসেই সে আমাদের সাথেই ৯-৬টা কাজ করে। ভালই সুন্দ্রী বলা যায়, গায়ের রঙ ধবধবা ফর্সা। বাট সে কানে শুনে না, কথাও বলতে পারে না। প্রায় দেখি হা করে কিছু বলতে চায় কিন্তু পারে না।
.
হু তার শারিরিক প্রতিবন্ধকতা আছে কিন্তু বিশ্বাস করেন আমি এতো ভালো মনের কাউকে এখনো দেখি নি। খুবি লক্ষি একপিস। যে কারো মন মেজাজ ঠান্ডা করে দেবার এক অদ্ভুত ক্ষমতা আছে তার মাঝে। এর প্রমান আমি নিজে।
.
না খেয়ে তাড়াহুড়া করে সকাল সকাল জ্যাম জুম ঠেলে অফিস যেতে যেতে এমনেই প্রতিদিন মাথা গরম হয়ে যায়। কিন্তু অফিসে যায়ে তাকে দেখলে, তার কাছে কিছু সময় থাকলে, তার কাজ, আচারন, আতিথেয়তা দেখলে কিছুক্ষনের মাঝে আমি পুরা রিফ্রেস!!
.
হতে পারে সে কথা বলতে পারে না, হতে পারে সে কানে শুনে না কিন্তু কাউকে প্রশান্তিময় অনুভূতি দেবার এক অদ্ভুত ক্ষমতা তার মাঝে আছে যা এখন অনেকের মাঝেই পাওয়া যায়না।
.
দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম বিয়ের খরচ নিয়ে। টাকা ছাড়া আপনি আপনার ভালোবাসাকেও আপন করতে পাবেন না। কারন আমাদের সমাজ ব্যাবস্থাটাই এমন।
.
আসলে তাকে ঘরে তুলে আনার মত এবং বাকি লাইফ তার ভরন পোষোন চালানর মত এত আয় রোজগার আমার এখনো হয় নি। তাই বাসায়ো বলতে পারছি না পরে আবার না বাপে তার কথা শুইন্না আমারেই ঘর থেকে বাহির কইরা দেয়
.
.
.
কিন্তু মাই ডিয়ার এসি,
তুমি বোবা কালা যাই হও
আমি তোমাকেই ভালবাসি।
.
আপাতত তুমি অফিসেই থাকো, শুধু একটা অনুরোধ... এই ঠাডা গরমে আমার উপর মাঝে মধ্যে রাগ করে নষ্ট হইয়ো না।
.
এ ফ্যাসিবাদী সরকার হয়তো এসির উপর ট্যাক্স কমাবে না, কারেন্ট বিল কমাবে না। এ ঘুনেধরা সমাজ হয়তো তোমাকে আনতে দেখে “এহ ফকিন্নির ভাব দেখো, খাওন জুটে না আবার এসি মারায়” বলে খোঁচাবে।
.
কিন্তু মনেরেখো মাই জরিনা, আমি মাইনষের কথার ধার ধারিনা।
একদিন তোমাকে ঘরে তুলে এনে সবার মাথার উপর বসানোর মত টাকা আমারো হবে। তোমার ভরন পোষোনের খরচ চালানর অবস্থা আমারও আসবে।
ভালোবাসার জয় হবেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন