১. একবার বানিজ্য মেলায় “ফ্রেস” এর প্যাভিলিওনে ঢুকসিলাম। সেলস গার্ল কয়, স্যার এই প্রডাক্ট টা কিনলে ফ্রেসের কিউউউট একটা মিনারেল ওয়াটার বটল ফ্রি।
মিনারেল ওয়াটার আবার কিউট হয় ক্যামনে, দেখান দেখি
১০০ না ১৫০ মিলির একটা বাইট্টা বা ছোট খাটো মিনারেল ওয়াটার বোতল দেখাইলো। এই দেখেন, কিউট না!!!
.
২. আঙ্গুলের তিন ভাগের এক ভাগ সাইজের বই আকৃতির কয়টা রাবার কিনছিলাম পিচ্চির জন্য। এক জনে দেইখা কয় ওয়াও, কি কিউট বুক!!
.
৩. এক রমনী আঙ্গুলের সাইজের একখান জুতা দেখাইলো যার ভিত্রে নবজাত বাচ্চারো ঠেং ঢুকবে কিনা সন্দেহ। ‘দেখতো জুতাটা কিউট না!!’
.
.
আমি ইংলিশে বকলম পাব্লিক। মাইনষের মুখে দুই চার ওয়ার্ড ইংলিশ শুইন্না শুইন্না শিখার চেস্টা করি। যাই হোক, উচ্চ শিক্ষিত মাইনষের কথা বার্তা থেকে যা বুঝলাম ‘বাইট্টা/ছোট খাটো’ বস্তু এর ইংরেজী হচ্ছে ‘কিউট’।
.
.
ও, আমি আবার প্রকৃতিগত ভাবে ছোট খাটো মানুষ বা বাইট্টা মানুষ।
সো ইংলিশে হবে, ‘ন্যাচারেলি আ’ম কিউট'
মিনারেল ওয়াটার আবার কিউট হয় ক্যামনে, দেখান দেখি
১০০ না ১৫০ মিলির একটা বাইট্টা বা ছোট খাটো মিনারেল ওয়াটার বোতল দেখাইলো। এই দেখেন, কিউট না!!!
.
২. আঙ্গুলের তিন ভাগের এক ভাগ সাইজের বই আকৃতির কয়টা রাবার কিনছিলাম পিচ্চির জন্য। এক জনে দেইখা কয় ওয়াও, কি কিউট বুক!!
.
৩. এক রমনী আঙ্গুলের সাইজের একখান জুতা দেখাইলো যার ভিত্রে নবজাত বাচ্চারো ঠেং ঢুকবে কিনা সন্দেহ। ‘দেখতো জুতাটা কিউট না!!’
.
.
আমি ইংলিশে বকলম পাব্লিক। মাইনষের মুখে দুই চার ওয়ার্ড ইংলিশ শুইন্না শুইন্না শিখার চেস্টা করি। যাই হোক, উচ্চ শিক্ষিত মাইনষের কথা বার্তা থেকে যা বুঝলাম ‘বাইট্টা/ছোট খাটো’ বস্তু এর ইংরেজী হচ্ছে ‘কিউট’।
.
.
ও, আমি আবার প্রকৃতিগত ভাবে ছোট খাটো মানুষ বা বাইট্টা মানুষ।
সো ইংলিশে হবে, ‘ন্যাচারেলি আ’ম কিউট'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন