১. এক ফ্রেন্ড টিভিতে খরর পড়তো। প্রতিদিনি টিভিতে ওরে দেখতাম। কয়দিন আর ঐডার দেখা নাই!! ফেসবুকে খোঁজ লইবার গেলাম বাইচ্চা আছে না মইরা গেছে, ওম্মা শালী দেখি আম্রিকায় বইয়া সেলফি আপলোডায়!!
২. এক ফ্রেন্ড কয় দিন পর পরই ঘরে বইসা ফেসবুকে চেকইন দিতো, Now im in Everest feeling cold/ I’m in Brazil dancing Samba….. এক দিন চেক ইন দিলো, I’m in USA feeling excited… হালায় যে ঘরে বইয়া এডি দেয় তা ভালো কইরাই জানি তাই আর পাত্তা দেই নাই। ২ দিন পর থেকে দেখি নিউইয়র্কের রাস্তায় পোজ দিয়া হের ছবি!!
৩. এলাকার এক ভাই ডাইল-মদ-গাঞ্জা মানে খাইতো না এমন কিছু নাই। যেই টেররিস্ট মার্কা চেহারা, হের চেহারা দেখলে মালদ্বীপও ওরে ভিসা দেওয়ার কথা না আতকা এক দিন দেখি আম্রিকায় এক গাড়ীর লগে পোজ দিয়া ছবি। এইডা বলে আবার ওর গাড়ি!! কখন গেলো আবার কখন গাড়িও কিনলো বুঝলামো না।
৪. আরেক ফ্রেন্ডেরে জন্মের পর থে দেখতাম গলির মাথায় চায়ের দোকানে বইয়া বইয়া আড্ডা মারতে। মাঝে মধ্যে তো কনফিউসড হইয়া যাইতাম ও চায়ের দোকানে আড্ডা মারে না চায়ালা ওর দোকানে আড্ডা মারে।
৩-৪ দিন আগে একটা আন্নৌন আজগুবি নং থেকে কল দিয়া কয়, দোস্ত কিছু মনে নিছ না আসলে কাউরেই জানাই নাই। আমি আম্রিকায় চইলা আসছি ২ মাস হইলো। দোয়া করিস!!!
৫. আরেক ফ্রেন্ড ইন্টারের পরে আর পড়া শুনা করে নাই, হেইদিন কয় দোস্ত দোয়া করিস ২৬ তারিখ ফ্লাইট। এমেরিকা চলে যাচ্ছি এমবিএ করতে!!! (গ্রেজুয়েশন ছাড়াই এমবিয়ে!! হালারে ভিসা দিলো কেডা!!)
.
.
কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো আজকাল বরিশালের লঞ্চের লাহান আম্রিকার লঞ্চও কি সদরঘাট থে ছাড়ে নি??? কথার আগেই মাইনষে আম্রিকা যায়গা!!!
আমগোই খালি কোন গতি হয় না
২. এক ফ্রেন্ড কয় দিন পর পরই ঘরে বইসা ফেসবুকে চেকইন দিতো, Now im in Everest feeling cold/ I’m in Brazil dancing Samba….. এক দিন চেক ইন দিলো, I’m in USA feeling excited… হালায় যে ঘরে বইয়া এডি দেয় তা ভালো কইরাই জানি তাই আর পাত্তা দেই নাই। ২ দিন পর থেকে দেখি নিউইয়র্কের রাস্তায় পোজ দিয়া হের ছবি!!
৩. এলাকার এক ভাই ডাইল-মদ-গাঞ্জা মানে খাইতো না এমন কিছু নাই। যেই টেররিস্ট মার্কা চেহারা, হের চেহারা দেখলে মালদ্বীপও ওরে ভিসা দেওয়ার কথা না আতকা এক দিন দেখি আম্রিকায় এক গাড়ীর লগে পোজ দিয়া ছবি। এইডা বলে আবার ওর গাড়ি!! কখন গেলো আবার কখন গাড়িও কিনলো বুঝলামো না।
৪. আরেক ফ্রেন্ডেরে জন্মের পর থে দেখতাম গলির মাথায় চায়ের দোকানে বইয়া বইয়া আড্ডা মারতে। মাঝে মধ্যে তো কনফিউসড হইয়া যাইতাম ও চায়ের দোকানে আড্ডা মারে না চায়ালা ওর দোকানে আড্ডা মারে।
৩-৪ দিন আগে একটা আন্নৌন আজগুবি নং থেকে কল দিয়া কয়, দোস্ত কিছু মনে নিছ না আসলে কাউরেই জানাই নাই। আমি আম্রিকায় চইলা আসছি ২ মাস হইলো। দোয়া করিস!!!
৫. আরেক ফ্রেন্ড ইন্টারের পরে আর পড়া শুনা করে নাই, হেইদিন কয় দোস্ত দোয়া করিস ২৬ তারিখ ফ্লাইট। এমেরিকা চলে যাচ্ছি এমবিএ করতে!!! (গ্রেজুয়েশন ছাড়াই এমবিয়ে!! হালারে ভিসা দিলো কেডা!!)
.
.
কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো আজকাল বরিশালের লঞ্চের লাহান আম্রিকার লঞ্চও কি সদরঘাট থে ছাড়ে নি??? কথার আগেই মাইনষে আম্রিকা যায়গা!!!
আমগোই খালি কোন গতি হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন