লজ্জার কথা হইলেও সইত্য যে এই জামানায় চিল
কাউয়ার এমন কি রাস্তার টোকাইয়ের DSLR ফুডূ থাকলেও, আমার এতো দিন DSLR এ তোলা কোন ফুডূ ছিলো না :/
তো কাজিনে একদিন বাসায় ক্যাননের একটা
রকেটলাঞ্চার নিয়া আসলো। আর লাগে কি, ঐডা পাইয়া নগদ কয়ডা সেলফি উডাইলাম। এর পর
ডিসপ্লে তে ছবি গুলা দেইক্ষাই আমি তো শকড!! আমি এত্তো জোস!!
সুসান মডেলিং এ নামলে শাহরুখের তো পেডে লাত্থি
পড়বো!!
মাইনষেরে একটু সুন্দর লাগলে যা করে মানে আয়নায়
নিজেরে একটু দেখে, আমিও দেখলাম। কিন্তু এইডা কি দেখায় আয়না?? আমারে বাদ দিয়া এক
হনুমান এর ছবি দেখায়!!
ভইনেরে কইলাম “ঐ আয়নায় কারে দেখা যায়?”
কয় “কারে আব্বার, তোমারে!!”
< “আজিব!! আমি তো মনেহয় এমন না”
“হুম আসলেই তুমি এমন না। আয়নায় একটু বেশি সুন্দর
দেখাইতাছে!! বাস্তবে এতোটা সুন্দর না”
অতঃপর সকল সমীকরন দেখে আমি এই সিদ্ধান্তে উপনিত
হইলাম, সুসানকে আয়নায় বা সামনা সামনি যেমন দেখায় সুসানের চেহারা আসলে তেমন না। DSLR এর ডিসপ্লে তে সুসানেকে
যেমন দেখায় সুসানের চেহারা আসলে তেমন ;) B| B|
(প্রমানিত হইলেও প্রমানিত। প্রমানিত না হইলেও জোর কইরা প্রমানিত -_- )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন