শনিবার, ৩ মে, ২০১৪

ফিলিংস

“আচ্ছা তুমি যে স্টাটাসে শেষে feelings এড করো, এটা কিভাবে করো?? আমি পারি না যে!!”

 “পারবা কইথে?? এইটার জন্য ভিতর থেকে ফিল আসার লাগে নাইলে ফিলিংস এড হয় না!! স্টাটাস লেখার পরে ভিতরের থে লেখাটাকে ফিল করবা, ব্যাস তাইলেই দেখবা ফিলিংস এড হয়ে গেছে স্টাটাসে  ”
“ঐ তুমি আমার সাথে মজা নাও? ফাইজলামি বাদ দিয়া সিরিয়াসলি বলো”

 “মোর জ্বালা। সিরিয়াসলিই তো কইলাম। আইচ্ছা প্র্যাটিক্যালি দেখো। তুমি স্টাটাসে লেখো ‘ সুসানেরে ছাড়া আমি বাচুম না" এর পর মনের থে এইডা ফিল করো..
এর পর পোস্ট বাটনে ক্লিক করো দেখবা স্টাটাসের সাথে feeling loved with susan  এড হইয়া গেছে  ”

 “ আমারে বেকুব পাইছো??”


“ তোমারে বেকুব পাইছি কিনা এইডা বুঝানির জন্য কি এখন আবার প্রথম থে তোমারে বেকুব বানানির লাগবো নি!!!??? ;)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন