এক ফ্রেন্ডের লগে গেলাম
ওর কলেজে, ওর কি দরকারী কাগজ পত্র উঠানোর জন্য। গার্লস কলেজ সো ভিতরে যাইবার পারুম
না বাহিরেই দাড়ায়া থাকতে হইবো। :/
.
ভাগ্যগুনে তাহার এক “ইয়ো ম্যান” বান্ধুবির সাথে দেখা। তো বান্ধুবি তার
বান্ধুবির সাথে পরিচয় করায়া দিয়া কলেজে গেছে তার কাজে, “ঐ তোরা কতক্ষন ফুচকা খা আর
ফিল্ডিং মার, আমি আইতাছি ভিত্রের থে!!! ”
.
বান্ধুবির ইয়ো ম্যান বান্ধুবির সাথের কথার কিছু অংশ.....
.
“তো তুমি এখন কি করতেছো? জব/ বিজনেস/ অর ভাত রান্ধা??”
.
< “আমি লাইক একটা জব করছি। একচুয়েলি ইট’স নট লাইক জব, ইটস লাইক কি
বলবো, লাইক একেবারে নিজের ব্যাবসার মত লাইক অফিসটা লাইক নিজের অফিসের মতই। কখনোই
আমরা লাইক নিজেদের এমপ্লই ভাবি না লাইক এক জন
আরেক জনকে ডমিনেট করা লাইক অফিস পলিটিক্স ইউ নো হোয়াট আই মিন... নট লাইক
দেট... সবাই খুবি ফ্রেন্ডলি লাইক ফ্যামেলির মত। অফিসে উই আর লাইক এ বার্ড....”
.
“আচ্ছা তুমি মনেহয় ‘লাইক’ কে বেশি লাইক করো??? ”
.
< “নানানান্না একচুয়েলি নট লাইক দ্যাট যেটা তুমি ভাবছো। এটা আসলে
লাইক কি বলবো লাইক বুঝানো আরকি লাইক একটা সাথে আরেকটা লাইক কম্পেয়ার করে নাআআআ...?
লাইক তেমনি আরকি...”
.
“আই লাভ ইউ!!!!”
.
< “হোয়াট!!!! :O :O আ’মিন লাইক কি বুঝাতে চাচ্ছ??”
.
“ না এটা আসলে লাইক সেই ‘লাভ’ না লাইক এফেয়ার বা লাইক বয়ফ্রেন্ড
গার্লফ্রেন্ড এর ‘লাভ’... ইউ নো হোয়াট আই মিন.. নট লাইক দেট। যে সব কিছুই এতো
লাইক করে লাইক ইভরি থিং তাকেই তো লাইক করা উচিৎ লাইক ‘লাভ’। কিন্তু “আই লাইক ইউ” তে সেই আবেগ টা লাইক
ইমশন টা প্রকাশ পায় না লাইক এক্সপ্রেশন টা আসে না। তাই লাইক এর বদলে “লাভ ইউ”
বলছি। নট লাইক অন্য কিছু”
.
< “ঐ তুমি কি আমার সাথে মজা
নিতেছো লাইক ফাইজলামি করো!!! আমার কথাই আমাকেই রিপিট করছো লাইক ভ্যাঙ্গাচ্ছো...
হোয়াট ইজ ইট ?? নতুন পরিচয় হওয়া একটা মেয়ের সাথে লাইক কিভাবে কথা বলতে হয় লাইক
ম্যানারস জান না!!! আমার আসলে শুরুতেই ভুল হইছে লাইক............. ”
.
.
( উপরের পুরোটাই চাপা আছিলো লাইক মিছা কথা। কোন বান্ধুবির বান্ধুবি
লাইক ফ্রেন্ডের সাথে মিলে গেলে লাইক ম্যাচ হয়ে গেলে হুদাই ভুং
ভাং লাইক সুসান দায়ী নহে লাইক ঝাড়ি খাইতে বাধ্য নহে :D )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন