বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

বেইজ্জতি

“ভাইয়া আপনি এতো সুন্দর করে কিভাবে লিখেন?? আমি এতো ট্রাই করি তাও আপনার মত পারি না।  আ’ম জাস্ট ইম্প্রেসড... 
আপনার লেখা দেখার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় থাকি”  


< “ওহ থেঙ্কস, থেঙ্কস ফড় ইউড় কমপ্লিমেন্ট। ব্যাপাড় না আজ পাড়ো না একদিন পেড়ে যাবে.. আমি তো ছুট কাল থেকে প্রচুড়ড়ড়ড়ড় পড়াশুনা কড়তাম, সব সময় ক্লাসে ফার্স্টো হতাম...  তাই লেখালিখিটা অটো চলে আসে আড়কি...  তোমাকেও এর জন্য প্রচুড়ড়ড়ড়ড় স্টাডি কড়তে হবে...”

“সরি ভাইয়া আমি আরিফ আর হোসাইনকে মেসেজ দিতে গিয়ে ভূলে আপনাকে দিয়ে ফেলছিলাম।
বাই দ্যা ওয়ে আপনি আমাকে চিনেন নাই মনে হয়, আমি আপনার ফ্রেন্ডের কাজিন। আপনি যে ছুট কালে কত্তত্তত্তত্তত্তত্তত “পড়াশুনা” করতেন!!! আর কত বার ক্লাসে লাস্ট হইছে তা আমি জানি...  
এই অস্তি বস্তি ভাষায় লেখার জন্য প্রচুড়ড়ড়ড়ড় স্টাডি লাগে না, ওইডা আমি এমনেও পারি। এইবার আলগা ভাব মারা অফ করেন মিয়া  ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন