সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

শুভ নববর্ষ

“হেল্ল, শুভ নববর্ষ”
.
< “শুভ নববর্ষ নাআআআআ?? দিনের ১১টা পর্যন্ত ফোন অফ ছিলো ক্যান?  ”
.
“আরে ঘুমাইছি ভোরে। হুদ্দাও কেউ কল করে যাতে ঘুম না ভাঙ্গায় তাই ফোন অফ রাখছিলাম!!”
.
< “উররে আমার শাহরুখ খানরেহ!!! আপনে কুত্তত্তুউউউউ পপুলার মানুষ!! আপনারে ফুন দিয়া ঘুম ভাঙ্গানির জন্য মাইনষে পাগুউউউউউউউউল!!!”
.
“না মানে যদি কেউ করে তাইলেতো ঘুম শেষ। এই কারনেই অফ রাখছিলাম।”
.
< “যদি কোন ইম্পর্টেন্ট কল আসতো??”
.
“এই বন্ধের দিনে কি আর ইম্পর্টেন্ট কল আইবো? হয়তো কারো মারা যাওয়ার খবর? এখন কেউ সকাল ৭টায় মরলে ওর খবর যদি দিনের ১১টায় পাই তাতে তো সমস্যা নাই। কারন জানাজাতো যোহোরের আগে হইবো না  ”
.
< “তোমার কি ঠোটের আগায় সব সময় এই সব ফালতু যুক্তি রেডি থাকে নাকি??”
.
“গড গিফটেড!! আমি কিরুম, চাইলেও তো এভয়েড করতে পারি না  ”
.
< “বাদ দেও। পহেলা বৈশাখ ঘুমায়াইয়া কাটাবা নি? বাহির হবা না?”
.
“পাগলা কুত্তায় কামড়াইছে? এই গরমে স্বইচ্ছায় মাইনষে বাহির হয়!!!??”
.
< “তো বাহিরে যারা বাহির হইছে ওরা কি অমানুষ নাকি??  ”
.
“নাহ তা না। আমি কইছি স্বইচ্ছায় কেউ বাহির হয় নাকি?”
.
< “তাইলে কার ইচ্ছায় বাহির হয়!!??”
.
“মাইয়া গুলার গায়ে তো আল্লায় আলগা চর্বি দিছে হেইডার পাওয়ারেই হেরা চলে আর পোলা যেগুলা বাহির হয় সেগুলা নিজের ইচ্ছায় বাহির হয় না। হয় ঐ মাইয়াগুলার সাথে ঠেকায় পইড়া”
.
< “ওঁ, তো তুমি এর আগ আমার সাথে বাহির হইতা ঠেকায় পইড়া??? এমনে এমনে না??”
.
“ন্নানানান্নানাআআআআআআ ঠেকায় পড়ে ক্যান? খুশি খুশি বাহির হইতাম”
.
< “ওঁ আমার প্রতি কোন ঠেকা নাই নাআআআ??”
.
“আরে কি বলে আছে তো, থাকবেনা ক্যান??  ”
.
< “তার মানে আমার সাথে ঠেকায় পড়ে রিলেশন করতেছো  ”
.
“আরে ঠেকায় পরে রিলেশন হবে ক্যান? আজব”
.
“ তাইলে কোন ঠেকা নাই নাআআআআআআআ... থাকলে থাকলে থাকলাম না থাকলে নাই এমন???  ”
.
“আরে ধুরো!!! কোণডা কইলে খুশি হইবা?? ঠেকা না ঠেকা ছাড়া?? কিছুই তো বুঝি না!!!  ”
.
“বুঝার লাগবে না”...... টু টু টু (লাইন ডিস্কানেক্ট)
.
অতপর বালক, বালিকার গোসসা ভাঙ্গাইতে ২ঘন্টা বালিকার লেঞ্জার পিছে পিছে ঘুরপাক খাইয়া এই ঠাডা পড়া রোদের ভিত্তে বালিকারে নিয়া বাহির হইলো।
.
এক বড়ভাই আসলে ঠিকি কইছে, হাতে গনা ২-৪টা এক্সেপশনাল কেইস বাদ দিলে পহেলা বৈশাখে কোন ছেলে বের হয় না। বের হয় ললনারা। আর পোলা যেগুলারে দেখা যায় সেগুলা বাহির হয় ললনাদের সাথে “ঠেকায় পইড়া”...
কিন্তু এটা মুখে বলা যাবে না 
.
শুভ নববর্ষ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন