গত ১মাসে আমি জীবনে প্রথম অনেক কিছু দেখলাম।
.
১. জীবনে প্রথম ব্রাজিলেরে আত্মঘাতী দিতে দেখলাম
.
১. জীবনে প্রথম ব্রাজিলেরে আত্মঘাতী দিতে দেখলাম
২. জীবনে প্রথম তরকারীর খেলা দেখলাম (মুলার হেট্টিক, পেপের লাল কার্ড)
৩. জীবনে প্রথম সাম্বা ছাড়া ব্রাজিলের কোন অনুষ্ঠান দেখলাম
৪. জীবনে প্রথম আর্জেন্টিনারে কোয়াটার ফাইনালের উপরে উঠতে দেখলাম
৫. জীবনে প্রথম ওয়ার্ল্ড কাপে কোন দলেরে ৭ গোল খাইতে দেখলাম।
.
৬. জীবনে প্রথম মেসিরে ওয়ার্ল্ড কাপে একের অধিক গোল করতে দেখলাম
.
৬. জীবনে প্রথম মেসিরে ওয়ার্ল্ড কাপে একের অধিক গোল করতে দেখলাম
৭. জীবনে প্রথম বিশ্বাস হইলো “ঘুমিয়ে আছে হিটলার ছাও সকল জার্মানীর অন্তরে” নাইলে এতোটা অমানুষের মত কেউ গোল দেয়??
৮. জীবনে প্রথম রিপ্লে আর লাইভ গোলের মধ্যে পার্থক্য খুইজ্জা পাইলাম না। একটা গোলের পরে যেইটারে রিপ্লে মনে করছি পরে দেখি হেইটা নাকি আরেক গোল!!
৯. জীবনে প্রথম এত কম সময়ের ব্যাবধানে ৪টা গোল খাইতে দেখলাম
১০. জীবনে প্রথম ওয়ার্ল্ডকাপে আর্জেন্টিনারে ব্রাজিলের আগে যাইতে দেখলাম
.
১১. ব্রাজিলের হার আগেও দেখছি কিন্তু জীবনে প্রথম ব্রাজিলের সবচেয়ে অসহায় অবস্থা দেখলাম
.
১১. ব্রাজিলের হার আগেও দেখছি কিন্তু জীবনে প্রথম ব্রাজিলের সবচেয়ে অসহায় অবস্থা দেখলাম
১২. জীবনে প্রথম খেলা দেইক্ষা ভাষা আর আনুভূতি দুইটাই একলগে হারাইয়া ফালাইলাম(ব্রাজিলের সেমি ফাইনাল)
১৩. জীবনে প্রথম এক লগে অনেক মাইনষেরে হার্ট এটাক হইতে হইতেও হয় নাই সিচুয়েশন দেখলাম। (ব্রাজিল-চিলিতে ব্রাজিল সাপর্টার আর সেমিতে আর্জেন্টাইন দুইটাই ট্রাই ব্রেকার)
১৪. জীবনে প্রথম আর্জেন্টাইনদের খুশির কান্না দেখলাম (সেমি ফাইনাল জয়ের পর। হারার কান্না তো প্রতিবারই দেখি এইডা আর নতুন কি)
১৫. আগে জানতাম ব্রাজিলে সব কালাআআআআআআআআ। এইবারে জীবনে প্রথম জানলাম দুনিয়ার সব সেরা সুন্দরীই ব্রাজিলে পয়দা হয় (স্টেডিয়ামে যেইটারেই দেখি হেইটাই তো উড়াধুরা সুন্দরী আর কি কমু)
১৬. জীবনে প্রথম............
.
.
থাক জীবনে আর কি কি প্রথম দেখলাম তা আর নাই বা কই। পরে মাইনষে আমারে সদ্য ভূমিষ্ঠ বাইচ্চা মনে করবে। তখন হয়তো অন্য কেউ আমারে দেইক্ষা স্টাটাসো দিতে পারে
.
“জীবনে প্রথম সাড়ে পাঁচ ফিট লম্বা দেড় মণের চেয়ে বেশী ওজনের বাইচ্চা দেখলাম!!!!!!!!”
.
.
থাক জীবনে আর কি কি প্রথম দেখলাম তা আর নাই বা কই। পরে মাইনষে আমারে সদ্য ভূমিষ্ঠ বাইচ্চা মনে করবে। তখন হয়তো অন্য কেউ আমারে দেইক্ষা স্টাটাসো দিতে পারে
.
“জীবনে প্রথম সাড়ে পাঁচ ফিট লম্বা দেড় মণের চেয়ে বেশী ওজনের বাইচ্চা দেখলাম!!!!!!!!”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন