এক ফ্রেন্ডের বার্থডে। তারে আনকমন কোন “পদার্থ” টাইপ কিছু গিফট দেয়ার মত কোন আইডিয়া মাথায় আসে নাই, তাই “অপদার্থ” টাইপ জিনিস গিফট দেওনের প্ল্যান করছি। ওয় আজ পর্যন্ত ৮তলার বেশি উপরের কোন ছাদে উঠে নাই। হের বহুত দিনের একটা খায়েশ, ২০ তলার ছাদ থেকে ঢাকা শহর দেখবে!!! (গত বছর UTC এর ছাদে আমার ফুডু দেইক্ষা এই খায়েস এর আবির্ভাব)
.
অনেক দিন পর UTC Tower এ গেলাম। প্রায় ১-১.৫ বছর এখানে আসা যাওয়া ছিলো। অনেক মুখই চেনা। এক হটি আপুর সাথে দেখা হতেই, “আরি সুসাআআআন কত্ত দিন পর..!! কেমন আছো !! এতোদিন খুউউউউউউউউউউউব মিস করছি তোমাকে!!! জানো না তোমাকে আমি কত্ত লাভ করি!!! ”
.
< “জি আপু, আই লাভ ইউ টু ”
.
“ ঐ আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো!!??”
.
< “আপনি না বললেন তোমাকে খুব মিস করছি, কত্ত লাভ করি!!??”
.
“সুসাআআন!!!! বিহ্যাব ইউর সেলফ!! আমি তোমাকে সালাম দিছি আর বলছি, কেমন আছো, খুব ভালো লাগছে অনেক দিন পর দেখে!! দেটস ইট... সালামের উত্তর তো দিলাই না উল্টা কি সব উল্টা পাল্টা বকতেছো!! রিডুকুলাস!!’”
.
মাইরালচে!! থাক আর গ্যাজায়া কাম নাই, পরে আরো কি না কি ঘটনা ঘইট্টা যায়। যেই কামে আইছি ঐ কামে যাই। ফ্রেন্ডটারে লইয়া উঠলাম ২০তলায়। ও জানতো না যে ওরে আজকে ২০ তলার ছাদে নিয়া ঢাকা সিটি দেখামু তাই ঐডার চোখ বাইন্ধা ছাদের রেলিং এর কাছে নিয়া চোখ ছাড়ছি। মাইয়া প্রথম দেইক্ষা চোখে মুখে বিস্ময়।
.
এর পর মুখ ঘুরাইয়া, “সুসাআআআআআআআআন ইউ আর টু গুড টু গুড... আ’ম সো এক্সাইটেড এন্ড ইম্প্রেসড..!! আই লাভ ইউ!!!!! উইল ইউ মেরি মি!!?? প্লিজ প্লিজ প্লিজ!!!”
.
নিচে একটা অঘটন ঘটায়া আইছি, তখন কপাল জোরে ঠাডায় বন খাইতে খাইতেও খাই নাই। এই উল্টা পাল্টা কথা শুনার রিক্স নেয়াটা ঠিক হইবো না coz ২০ তলার উপরে আছি। কখন ধাক্কা মাইরা ফালায় দেয় কে জানে। So আবার জিগায়া শিউর হই কি কইছে। “সরি দোস্ত কি কইছোস শুনি নাই, আবার কও”
.
< “আরে বয়রা এত্তোগুলাআআ আই লাভ ইউউউউউউউউউউউউউ... মেরি মি প্লিজ্জজ্জজ্জজ্জজ প্লিজ্জজ্জজ্জজ...!!!”
.
আমার খোমার যেই ডিজাইন তাতে কাকের ঠেং, বকের ঠেং ও তো জুটার কথা না, ঐখানে ধলা সুন্দরীয়ে হাইদ্দা বিয়া করতে কয়!! এই চান্স মিস করন ঠিক হইবো না
.
“অক্কে ল রেডি ”
.
মাইয়া খুশিতে ছাদের রেলিং এর এক কোনায় গিয়া টাইটানিকের রোজের লাহান হাত দুইটা মেইল্লা আকাশের দিকে চাইয়া কয় “রেডিইইইইইইই.. এই বার তোল”
.
< “মানলাম আমরা বিয়া করুম, কিন্তু করি নাই তো... প্রথম দিনেই আঞ্জা আঞ্জি করা.. বেশি হইয়া যায় না.. আল্লায় গুনা দিবো.. বিয়া ডা আগে কইরা লই!!! এর পর তোরে বহুত বার কোলে তোলোন যাইবো ”
.
“ঐ হারাম জাদা!! বিয়া আইলো কইত্তে!! আর কোলে তুলতে কইলো ক্যা!! ”
.
< “তুই না এই মাত্র কইলি এত্তগুলা আই লাবু.. মেরি মি প্লিজ্জ প্লিজ্জ!!! আবার খুশিতে হাত মেইল্লা কস তোল!!”
.
“সুসাইন্নাআ তোরে এমন জোরে কইসসা এক থাবর মারুম UTC এর ছাদের থে বসুন্ধরার ছাদে গিয়া পড়বি... মাথায় কয়েল জালাইস না কইলাম। তোরে কইছি আমার সুন্দর এত্তগুলা ছবি তুইল্লা দে প্লিজ!! আর তুই হেইডারে এত্তগুলা লাবু, মেরি মি প্লিজ হুনো!!! ছবি তোলারে কোলে তোলা শুনো!! হারামী কোনহাঙ্কার!!!”
....
...
বাসায় আইলাম... ভইনের কয়ডা ছবি ফটশপে এডিট করে DSLR এর মত করে দিছিলাম। ঘরে ঢুকতেই ভইনে গালে চুম্মা একটা দিয়া কয়, “আসসালামুয়ালাকুম ভাইয়া, ছবি গুলা আমার ফ্রেন্ডদের সবার ব্যাপক পছন্দ হইছে!!”
.
< “সালাম দিছোস ভালা কথা কিন্তু সালাম দিতে হইলে গালে চুম্মা দেওন লাগে নি!!!?”
.
“আমি তো সালাম দেই নাই, আমি তো আই লাভ ইউ ভাইয়া কইছি!!!!”
.
কি যে হইলো, নিজের ভইনে আই লাভ ইউ কইলে হেইডারে সালাম দেয়া শুনি। আর মাইনষের ভইনে সালাম দিলে হেইডারে আই লাবু শুনি!!!
.
ডাক্তার যে দেখান লাগবো তা বুঝতাছি মগর মেন্টাল ডাক্তার দেখামু না কানের ডাক্তার দেখামু তা ঠিক বুঝবার পারতাছি না
.
অনেক দিন পর UTC Tower এ গেলাম। প্রায় ১-১.৫ বছর এখানে আসা যাওয়া ছিলো। অনেক মুখই চেনা। এক হটি আপুর সাথে দেখা হতেই, “আরি সুসাআআআন কত্ত দিন পর..!! কেমন আছো !! এতোদিন খুউউউউউউউউউউউব মিস করছি তোমাকে!!! জানো না তোমাকে আমি কত্ত লাভ করি!!! ”
.
< “জি আপু, আই লাভ ইউ টু ”
.
“ ঐ আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো!!??”
.
< “আপনি না বললেন তোমাকে খুব মিস করছি, কত্ত লাভ করি!!??”
.
“সুসাআআন!!!! বিহ্যাব ইউর সেলফ!! আমি তোমাকে সালাম দিছি আর বলছি, কেমন আছো, খুব ভালো লাগছে অনেক দিন পর দেখে!! দেটস ইট... সালামের উত্তর তো দিলাই না উল্টা কি সব উল্টা পাল্টা বকতেছো!! রিডুকুলাস!!’”
.
মাইরালচে!! থাক আর গ্যাজায়া কাম নাই, পরে আরো কি না কি ঘটনা ঘইট্টা যায়। যেই কামে আইছি ঐ কামে যাই। ফ্রেন্ডটারে লইয়া উঠলাম ২০তলায়। ও জানতো না যে ওরে আজকে ২০ তলার ছাদে নিয়া ঢাকা সিটি দেখামু তাই ঐডার চোখ বাইন্ধা ছাদের রেলিং এর কাছে নিয়া চোখ ছাড়ছি। মাইয়া প্রথম দেইক্ষা চোখে মুখে বিস্ময়।
.
এর পর মুখ ঘুরাইয়া, “সুসাআআআআআআআআন ইউ আর টু গুড টু গুড... আ’ম সো এক্সাইটেড এন্ড ইম্প্রেসড..!! আই লাভ ইউ!!!!! উইল ইউ মেরি মি!!?? প্লিজ প্লিজ প্লিজ!!!”
.
নিচে একটা অঘটন ঘটায়া আইছি, তখন কপাল জোরে ঠাডায় বন খাইতে খাইতেও খাই নাই। এই উল্টা পাল্টা কথা শুনার রিক্স নেয়াটা ঠিক হইবো না coz ২০ তলার উপরে আছি। কখন ধাক্কা মাইরা ফালায় দেয় কে জানে। So আবার জিগায়া শিউর হই কি কইছে। “সরি দোস্ত কি কইছোস শুনি নাই, আবার কও”
.
< “আরে বয়রা এত্তোগুলাআআ আই লাভ ইউউউউউউউউউউউউউ... মেরি মি প্লিজ্জজ্জজ্জজ্জজ প্লিজ্জজ্জজ্জজ...!!!”
.
আমার খোমার যেই ডিজাইন তাতে কাকের ঠেং, বকের ঠেং ও তো জুটার কথা না, ঐখানে ধলা সুন্দরীয়ে হাইদ্দা বিয়া করতে কয়!! এই চান্স মিস করন ঠিক হইবো না
.
“অক্কে ল রেডি ”
.
মাইয়া খুশিতে ছাদের রেলিং এর এক কোনায় গিয়া টাইটানিকের রোজের লাহান হাত দুইটা মেইল্লা আকাশের দিকে চাইয়া কয় “রেডিইইইইইইই.. এই বার তোল”
.
< “মানলাম আমরা বিয়া করুম, কিন্তু করি নাই তো... প্রথম দিনেই আঞ্জা আঞ্জি করা.. বেশি হইয়া যায় না.. আল্লায় গুনা দিবো.. বিয়া ডা আগে কইরা লই!!! এর পর তোরে বহুত বার কোলে তোলোন যাইবো ”
.
“ঐ হারাম জাদা!! বিয়া আইলো কইত্তে!! আর কোলে তুলতে কইলো ক্যা!! ”
.
< “তুই না এই মাত্র কইলি এত্তগুলা আই লাবু.. মেরি মি প্লিজ্জ প্লিজ্জ!!! আবার খুশিতে হাত মেইল্লা কস তোল!!”
.
“সুসাইন্নাআ তোরে এমন জোরে কইসসা এক থাবর মারুম UTC এর ছাদের থে বসুন্ধরার ছাদে গিয়া পড়বি... মাথায় কয়েল জালাইস না কইলাম। তোরে কইছি আমার সুন্দর এত্তগুলা ছবি তুইল্লা দে প্লিজ!! আর তুই হেইডারে এত্তগুলা লাবু, মেরি মি প্লিজ হুনো!!! ছবি তোলারে কোলে তোলা শুনো!! হারামী কোনহাঙ্কার!!!”
....
...
বাসায় আইলাম... ভইনের কয়ডা ছবি ফটশপে এডিট করে DSLR এর মত করে দিছিলাম। ঘরে ঢুকতেই ভইনে গালে চুম্মা একটা দিয়া কয়, “আসসালামুয়ালাকুম ভাইয়া, ছবি গুলা আমার ফ্রেন্ডদের সবার ব্যাপক পছন্দ হইছে!!”
.
< “সালাম দিছোস ভালা কথা কিন্তু সালাম দিতে হইলে গালে চুম্মা দেওন লাগে নি!!!?”
.
“আমি তো সালাম দেই নাই, আমি তো আই লাভ ইউ ভাইয়া কইছি!!!!”
.
কি যে হইলো, নিজের ভইনে আই লাভ ইউ কইলে হেইডারে সালাম দেয়া শুনি। আর মাইনষের ভইনে সালাম দিলে হেইডারে আই লাবু শুনি!!!
.
ডাক্তার যে দেখান লাগবো তা বুঝতাছি মগর মেন্টাল ডাক্তার দেখামু না কানের ডাক্তার দেখামু তা ঠিক বুঝবার পারতাছি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন