ফ্রেন্ড লিস্টের এক নব্য ইসমার্ট " জয়িতা আফরিন" ( স্বঘোষিত নাস্তিক) ইস্টাটাসে লিখলো, মন থেকে শ্রদ্ধা না আসলে নামাজ রোজা করা উচিৎ না!! এই নামায রোজা না করার কারনে তার মায়ের সাথে প্রতিদিন তার ঝগরা হয়। এই খারাপ সম্পর্কের জন্য ধর্ম দায়ী…!!
নিচে কমেন্টাইলাম,
" বাহ ঘরে বইসা বইসা সুন্দর হাদিস বানাইছেন… মন থেকে কিছু না আসলে করা উচিৎ না…!!
আইচ্ছা অসুখ হইলে আমরা যে ঔসুধ খাই, ইনজেকশন/ স্যালাইনের গুতা খাই, এইডা কি আমাদের ভালো লাগে? আমরাকি এই এসব ঔশুধ মন থেকে নেই? সুশ হবার জন্ন খারাপ লাগলেও ঔষুদ নেই, এই ধর্ম টাও তেমন। দুনিয়া ও আখেরাতে শান্তি তে থাকার পন্থা।
যার তার সাথে সেক্স করতে সবারই ভালো লাগে, কিন্তু ধর্ম মানার কারনে মানুষ তা থেকে বিরত থাকে। এই কারনে আপনে বা আমার বোনেরা এখন নিরাপদে আছে… মনে না চাইলেও মানা, এইটাই ধর্ম। আপনার আম্মার কথা শুনেন, দুই পাশেই উপকার পাবেন।"
তাইনে আমারে আনফ্রেন্ড মারলো।
আসলেই যার ধর্ম নাই তার খুটির জোর নাই, আর যার খুটির জোর নাই তার পাল্টা কোন উত্তর দেবার ক্ষমাতো নাই। -- feeling খুটি শক্ত
নিচে কমেন্টাইলাম,
" বাহ ঘরে বইসা বইসা সুন্দর হাদিস বানাইছেন… মন থেকে কিছু না আসলে করা উচিৎ না…!!
আইচ্ছা অসুখ হইলে আমরা যে ঔসুধ খাই, ইনজেকশন/ স্যালাইনের গুতা খাই, এইডা কি আমাদের ভালো লাগে? আমরাকি এই এসব ঔশুধ মন থেকে নেই? সুশ হবার জন্ন খারাপ লাগলেও ঔষুদ নেই, এই ধর্ম টাও তেমন। দুনিয়া ও আখেরাতে শান্তি তে থাকার পন্থা।
যার তার সাথে সেক্স করতে সবারই ভালো লাগে, কিন্তু ধর্ম মানার কারনে মানুষ তা থেকে বিরত থাকে। এই কারনে আপনে বা আমার বোনেরা এখন নিরাপদে আছে… মনে না চাইলেও মানা, এইটাই ধর্ম। আপনার আম্মার কথা শুনেন, দুই পাশেই উপকার পাবেন।"
তাইনে আমারে আনফ্রেন্ড মারলো।
আসলেই যার ধর্ম নাই তার খুটির জোর নাই, আর যার খুটির জোর নাই তার পাল্টা কোন উত্তর দেবার ক্ষমাতো নাই। -- feeling খুটি শক্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন