মাইনষেরে বেশি সোজা প্রশ্ন জিগাইলে দেখবেন সহজে উত্তর দিবার পারে না।
যেমন আমগো এক ফ্রেন্ডরে ইন্টারভিউতে জিগাইছিলো, " ১ বড় না ০ বড়?"
ও উত্তর দিছে ০ বড়!!
এইটা বলার কারন কি জিগাইলাম, কয় " এমনেতে ১ বড় কিন্তু একটা অনার্সের ছেলে কে এই প্রস্ন করছে তার মানে ডালমে কুছ কালা হ্যা। তাই কইচি ০ বড়…!!"
আমিও একটা প্রস্ন অনেক কে করছি। এর উত্তর সেকেন্ডের মধ্যে কোনো কনফিউশন ছাড়াই দেয়া যায়। কিন্তু এই প্রশ্নের উত্তর ৯০% ই দিতে পারে নাই, আর যায়ো ১০% পারছে সেটায়ো ৪-৫ মিনিট আকাশে বাতাসে চাদ তারার দিকে তাকাইয়া অনেক কনফিউশন নিয়া ম্যান ম্যানাইয়া উত্তর দিছে!!
এক্বার ইন্টারভিউ নেয় এমন এক লোক কেও উল্টা প্রস্নটা জিগাইয়া বইছি… পারে নাই…!!
প্রশ্নটা ছিলো, একটা গাছে ৬টা পাকা আম আছে। এর মধ্যে দুটা আম পড়ে গেলে কয়্টা থাকে?
এই সোজা প্রশ্নের উত্তর দিতে এতো কনফিউশনের কি আছে?
যেমন আমগো এক ফ্রেন্ডরে ইন্টারভিউতে জিগাইছিলো, " ১ বড় না ০ বড়?"
ও উত্তর দিছে ০ বড়!!
এইটা বলার কারন কি জিগাইলাম, কয় " এমনেতে ১ বড় কিন্তু একটা অনার্সের ছেলে কে এই প্রস্ন করছে তার মানে ডালমে কুছ কালা হ্যা। তাই কইচি ০ বড়…!!"
আমিও একটা প্রস্ন অনেক কে করছি। এর উত্তর সেকেন্ডের মধ্যে কোনো কনফিউশন ছাড়াই দেয়া যায়। কিন্তু এই প্রশ্নের উত্তর ৯০% ই দিতে পারে নাই, আর যায়ো ১০% পারছে সেটায়ো ৪-৫ মিনিট আকাশে বাতাসে চাদ তারার দিকে তাকাইয়া অনেক কনফিউশন নিয়া ম্যান ম্যানাইয়া উত্তর দিছে!!
এক্বার ইন্টারভিউ নেয় এমন এক লোক কেও উল্টা প্রস্নটা জিগাইয়া বইছি… পারে নাই…!!
প্রশ্নটা ছিলো, একটা গাছে ৬টা পাকা আম আছে। এর মধ্যে দুটা আম পড়ে গেলে কয়্টা থাকে?
এই সোজা প্রশ্নের উত্তর দিতে এতো কনফিউশনের কি আছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন