মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

ইশমার্ট



অনেককে দেখবেন নয়া নয়া হিন্দি মুভি দেখে হিন্দিতে ডায়ালগ মারতে যায়

" তুম কোথা হে" (তুমি কথায়)/ “ভাত খাইছো হে” (ভাত খাইছো)/ " ঘরে কুছতা হে" (ঘরে কিছু আছে)/ " ঘুরতে যাবা হে" (ঘুরতে যাবা)

ঠিক তেমনি কিছু ইয়ো ম্যান টাইপ so called ইশমার্ট পোলাপাইন দেখবেন বাংলা "র" কে "ড়" উচ্চারন কইরা কথা কয়, যেমন

ঠুমি কি কড়ছো? বা
"ঠুমাড় ঘড়ে বাস কড়ে কাড়া জানোনা,ঠোমাড় ঘরে বসত কড়ে কয়জনা"


এইসব ইশমার্টগো কই,
বাংলার শেষে "হে" লাগাইলে সেইটা যেমন হিন্দি হয় না তেমনি বাংলায় "র" রে "ড়" কইলেই ইশমার্ট হওয়া যায় না।

(আল্লারস্তে স্মার্ট হ, ইশমার্ট হইছ না)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন