বুধবার, ২০ মার্চ, ২০১৩

ব্লগার= নাস্তিক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"সুসান তুই নাকি ব্লগ এ লিখিস?"
"হু"

" তার মানে তুই ব্লগার…!!!"
" এই খানে এমুন আকাশ থেকে পড়ার কি আছে? যেমনে কইতাছো মনে হয় ব্লগ এ লিখতে পি এইচ ডি করার লাগে…"

" ওবাক হব না? তোর বাপ মা হুজুর আর তুই তাদের সন্তান হয়ে কাফের দের পথে গেসছ!! বিস্বাশ করতে কষ্ট হচ্ছে যে তুই নাস্তিক…!!"

ল্যাও ঠেলা… এখন ব্লগার মানেই সে নাস্তিক/কাফের…!!

ধর্মান্ধ সরল বাঙালী রে নিজের কামে ব্যাবহারের জন্য ভাল জিনিসই মাথায় ঢুকায়া দিছে দেশ বিরধীরা…কিন্তু এইটা কয় নাই যে কোনো মুসলমানকে কাফের/নাস্তিক বলা হারাম, অন্যের সম্পদ নষ্ঠ করা পাপ, দেশ প্রেম ঈমানের অঙ্গ।

এই ব্লগার=নাস্তিক নাস্তিক বলে যারা মুখের ফেনা বের করে ফেলছে তাদের ৮০% কেই জিগাস করলে বলতে পারবে না এই ব্লগ জিনিস টা কি বা এখানে কিভাবে লেখে…
আর গতকালের আন্দোলনে মেবি ৯০% সাধারন মুসল্লী আর ১০% শিবির ছিলো। ১৭ দিনে যা করতে পারে নাই ৯০% সাধারন মুসল্লী দের সেন্টিনেন্ট ইউজ করে ১০% শিবির ঠিকি নিজেদের কাজ সারাইয়া ফেলছে যেমনটা শাহ্বাগ দিয়ে লীগ ফায়্দা নিচ্ছে…

বীর বাঙালী আল্লারয়াস্তে ধর্ম প্রান হও… ধর্মান্ধ হইয়ো না

মেয়েদের প্রফাইল পিকচার গবেষণা :P



ফেসবুকীও নিয়ম অনুযায়ী একটি মেয়ের প্রোফাইল পিকচার থেকে যা জানতে পারবেন...
.
.
... ...
১. যদি মেয়েটি খুব সুন্দরী হয় এবং তার লিস্টে ১০০০ ফ্রেন্ড থাকে, তাহলে এটা ফেক অ্যাকাউন্ট।
.
.
২. ছবিতে মেয়েটির সাথে হ্যান্ডসাম কোন যুবক থাকলে বুঝতে হবে, সিট খালি নাই।
.
.
৩. ছবিতে যদি অনেকগুলি মেয়ে থাকে, তবে ধরে নিন প্রোফাইলটি তার যার চেহারা সবচেয়ে খারাপ! :p
.
.
৪. ছবিটি যদি মুখের শুধু একপাশ থেকে তোলা হয়, তবে ধরে নিন যে,মেয়েটি মোটা।
.
.
৫. ছবিটি যদি অনেক দূর থেকে তোলা হয়, তাহলে এটি অবশ্যই ফেক অ্যাকাউন্ট না। কিন্তু মেয়েটির চেহারা বুঝতে হলে আপনাকে বিশেষ ধরনের লেন্স ব্যাবহার করতে হবে।
.
.
৬. যদি ছবিতে কার্টুন চরিত্র, কেকের টুকরা, হার্ট এই জাতীয় জিনিস থাকে, তবে বুঝতে হবে মেয়েটি টিনএজার। এর এখনো maturity আসে নাই।
.
.
৭. ছবিতে যদি ভয়ঙ্কর টাইপের কোন চেহারা দেখেন, তাহলে কারো কাছে ধরা পড়ার আগেই Back বাটনটি প্রেস করুন। :p
. .
৮. ছবিতে যদি দেখতে পান খুবই সুন্দরী একটি মেয়ে যার সব প্রোফাইল ইনফো হিডেন করা, সেই মেয়েটিই আপনার স্বপ্নের রাজকন্যা। :P

কিন্তু এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। কারণ, সে জীবনেও কোনদিন আপনার ফ্রেন্ড
রিকোয়েস্ট একসেপ্ট করবে না।

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

লজিক্যালি মেয়েরা তাইলে কি?

বাসে ছেলেরা মেয়েদের ছিটে বসার অধিকার নাই, তারা শুধু ছেলেদের সিটেই বসবে। অন্যদিকে মেয়েরা মেয়েদের সিট ছেলেদের সিট উভয় সিটে বসার অধিকার পায়…
তার মানে কি দাড়াইলো? তাইলে মেয়েরা কি উভয় লিঙ্গ.…!! :p

"অনেক জেলা" টা কোন জেলায়?

বছর খানেক আগে বিডির " অনেক জেলায়" একটা বিশেষ নম্বরের কল রিসিভ করার ফলে মানুষ মারা গেছে…!!

" অনেক জেলার" মানুষ চাদে সাঈদী সাব কে দেকহ্তে পাইছেন…!!

শেষ গতকাল " অনেক জেলায়" ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অনেক শিশু মারা গেছে…!!

এমন অনেক ঘটনাই বিডির কোন মানুষ নিজ চোখে দেখে নাই কিন্তু " অনেক জেলায়" হইছে…

ভাই এই " অনেক জেলাটা" বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

সবচেয়ে বড় মিছা কথা

পৃথিবীর সবচেয়ে বড় মিছা কথা
" তোমাকে ছাড়া আমি বাচবো না…"

বিশ্বাস করছুইন তো বেকুব হইছুইন…

হাছা কথার দাম নাই

ইন্টারভিউ তে জিগাইলো " তাজমহল কে তইরী করেন?"

বললাম " ডে লেবার রা তইরী করেছেন।"

উত্তর শুনে প্রশ্ন কর্তা দেখি চোখ বড় বড় করে আমাকে কিছুক্ষন পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, এর পর বললেন, " শরম করে না, অনার্স পাস করে এই উত্তর দিচ্ছেন?"

" শরম করবে ক্যান? আমি তো কাপড় চোপড় ছাড়া ল্যাংডা হইয়া তো আর উত্তর দিচ্ছি না…"

" ক্লাস ফাইভের পুচকি এর উত্তর পারে। তাজমহল শাহজাহান বানিয়েছে। শাহজাহান…"

কইলাম " ফাইভের পুচকি ভুল জানে। শাহজাহান শুধু চেক কেটে দিছেন, বানাইছে তো দিন মজুরাই…"

" বুজছি আপনি এখন আসেন…!!!"

মোরাল: আমগো দেশে হাছা কথার কুনো দাম নাই… :/

সোজা প্রশ্নে কনফিউশন

মাইনষেরে বেশি সোজা প্রশ্ন জিগাইলে দেখবেন সহজে উত্তর দিবার পারে না।

যেমন আমগো এক ফ্রেন্ডরে ইন্টারভিউতে জিগাইছিলো, " ১ বড় না ০ বড়?"
ও উত্তর দিছে ০ বড়!!
এইটা বলার কারন কি জিগাইলাম, কয় " এমনেতে ১ বড় কিন্তু একটা অনার্সের ছেলে কে এই প্রস্ন করছে তার মানে ডালমে কুছ কালা হ্যা। তাই কইচি ০ বড়…!!"

আমিও একটা প্রস্ন অনেক কে করছি। এর উত্তর সেকেন্ডের মধ্যে কোনো কনফিউশন ছাড়াই দেয়া যায়। কিন্তু এই প্রশ্নের উত্তর ৯০% ই দিতে পারে নাই, আর যায়ো ১০% পারছে সেটায়ো ৪-৫ মিনিট আকাশে বাতাসে চাদ তারার দিকে তাকাইয়া অনেক কনফিউশন নিয়া ম্যান ম্যানাইয়া উত্তর দিছে!!
এক্বার ইন্টারভিউ নেয় এমন এক লোক কেও উল্টা প্রস্নটা জিগাইয়া বইছি… পারে নাই…!!

প্রশ্নটা ছিলো, একটা গাছে ৬টা পাকা আম আছে। এর মধ্যে দুটা আম পড়ে গেলে কয়্টা থাকে?

এই সোজা প্রশ্নের উত্তর দিতে এতো কনফিউশনের কি আছে?

ইশমার্ট



অনেককে দেখবেন নয়া নয়া হিন্দি মুভি দেখে হিন্দিতে ডায়ালগ মারতে যায়

" তুম কোথা হে" (তুমি কথায়)/ “ভাত খাইছো হে” (ভাত খাইছো)/ " ঘরে কুছতা হে" (ঘরে কিছু আছে)/ " ঘুরতে যাবা হে" (ঘুরতে যাবা)

ঠিক তেমনি কিছু ইয়ো ম্যান টাইপ so called ইশমার্ট পোলাপাইন দেখবেন বাংলা "র" কে "ড়" উচ্চারন কইরা কথা কয়, যেমন

ঠুমি কি কড়ছো? বা
"ঠুমাড় ঘড়ে বাস কড়ে কাড়া জানোনা,ঠোমাড় ঘরে বসত কড়ে কয়জনা"


এইসব ইশমার্টগো কই,
বাংলার শেষে "হে" লাগাইলে সেইটা যেমন হিন্দি হয় না তেমনি বাংলায় "র" রে "ড়" কইলেই ইশমার্ট হওয়া যায় না।

(আল্লারস্তে স্মার্ট হ, ইশমার্ট হইছ না)